সুদানের পশ্চিমাঞ্চল ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার এ হামলা হয়। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে এক বিবৃতিতে সুদানের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে, এই হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি ভবন বিধ্বস্তসহ অনেকেই আহত হয়েছেন।
দেশটির সামরিক দলগুলোর মধ্যে যুদ্ধ ১২তম সপ্তাহে প্রবেশ করার পর এই হামলা চালানো হলো। গত ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) রাজধানী খার্তুম, ওমদুরমান ও বাহরি দ্রুত দখলে নিলে সেনাবাহিনী বিমান ও কামান হামলা শুরু করে। লড়াই বন্ধে কোনো প্রচেষ্টাই এখনো পর্যন্ত সফল হয়নি।
ফলে দেশটিকে একটি বৃহত্তর গৃহযুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার হুমকি তৈরি হয়েছে। সেনাবাহিনী ফেসবুকে এক পোস্টে বলেছে, বিশেষ বাহিনী ২০ ‘বিদ্রোহী সেনাকে’ হত্যা করেছে এবং তাদের অস্ত্র ধ্বংস করেছে।
ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, পশ্চিম দারফুর রাজ্যের জাতিগত সহিংসতা রাজধানী, কর্ডোফান ও দারফুর অঞ্চলে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে কমপক্ষে ১ হাজার ১৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া ২.৯ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে প্রায় ৭ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।
অন্যদিকে সাহায্য সংস্থার মতে, লড়াইয়ের কারণে নারীদের ধর্ষণ ও অপহরণের ‘উদ্বেগজনক সংখ্যা’ সৃষ্টি হয়েছে।
সুদানের পশ্চিমাঞ্চল ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার এ হামলা হয়। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে এক বিবৃতিতে সুদানের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে, এই হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি ভবন বিধ্বস্তসহ অনেকেই আহত হয়েছেন।
দেশটির সামরিক দলগুলোর মধ্যে যুদ্ধ ১২তম সপ্তাহে প্রবেশ করার পর এই হামলা চালানো হলো। গত ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) রাজধানী খার্তুম, ওমদুরমান ও বাহরি দ্রুত দখলে নিলে সেনাবাহিনী বিমান ও কামান হামলা শুরু করে। লড়াই বন্ধে কোনো প্রচেষ্টাই এখনো পর্যন্ত সফল হয়নি।
ফলে দেশটিকে একটি বৃহত্তর গৃহযুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার হুমকি তৈরি হয়েছে। সেনাবাহিনী ফেসবুকে এক পোস্টে বলেছে, বিশেষ বাহিনী ২০ ‘বিদ্রোহী সেনাকে’ হত্যা করেছে এবং তাদের অস্ত্র ধ্বংস করেছে।
ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, পশ্চিম দারফুর রাজ্যের জাতিগত সহিংসতা রাজধানী, কর্ডোফান ও দারফুর অঞ্চলে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে কমপক্ষে ১ হাজার ১৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া ২.৯ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে প্রায় ৭ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।
অন্যদিকে সাহায্য সংস্থার মতে, লড়াইয়ের কারণে নারীদের ধর্ষণ ও অপহরণের ‘উদ্বেগজনক সংখ্যা’ সৃষ্টি হয়েছে।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৬ মিনিট আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
৪১ মিনিট আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
২ ঘণ্টা আগে