Ajker Patrika

সুদানে সংঘর্ষে নিহত বেড়ে ২৭০, রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১২: ২৯
সুদানে সংঘর্ষে নিহত বেড়ে ২৭০, রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৭০ জন। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আহত আড়াই হাজারের বেশি মানুষ।

উদ্ভূত পরিস্থিতিতে সংঘাতের কেন্দ্রস্থল রাজধানী খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার লোকজন গাড়িতে করে এবং পায়ে হেঁটে খার্তুম ছাড়ে। সে সময় গোলাগুলি ও বিস্ফোরণে কেঁপে উঠছিল শহর।

একই সঙ্গে বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন জাপান ও তানজানিয়ার কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে লড়াই শুরু হয়েছে।

সুদানে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেছে ২৭০ জনেররাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে শনিবার লড়াই শুরু হয়। সংঘাতের নেতৃত্বে রয়েছেন শীর্ষ দুই জেনারেল। চলমান এই সংঘর্ষের জন্য তাঁদের নেতৃত্বাধীন দুই বাহিনী পরস্পরকে দায়ী করছে।

২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। এর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তাঁর অনুগত সামরিক বাহিনীর সঙ্গে লড়াই চলছে জেনারেল মোহাম্মদ হামদান দাগালুর নেতৃত্বাধীন আধা সামরিক বাহিনী আরএসএফের।

সেনাবাহিনী ও আরএসএফ বাহিনীর মধ্যে চলা সংঘর্ষের কারণে রাজধানী খার্তুমসহ সারা দেশের সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে। কয়েক দিনের চলমান সংঘাতের কারণে দেশটিতে খাদ্যসংকট তীব্র হয়ে উঠেছে। সেই সঙ্গে যোগ হয়েছে বিদ্যুদ্বিভ্রাট। ভেঙে পড়েছে চিকিৎসাব্যবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত