মধ্য আফ্রিকায় বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে স্থিতিশীলতা রক্ষার্থে জাতিসংঘের বহুজাতিক মিশনের (এমআইইউএসএসএ) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকার বহোং এলাকায় শান্তিরক্ষীদের পরিবহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
আহত তিনজন বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্ট কনভয়ের অংশ ছিলেন। তাঁরা জননিরাপত্তায় টহল দিচ্ছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ারে এমআইইউএসএসএর হাসপাতালে নেওয়া হয়েছে।
মধ্য আফ্রিকায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও এমআইইউএসএসএর প্রধান মানকৌর দিয়ায়ে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সাধারণ নাগরিকদের রক্ষায় শান্তিরক্ষীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমে এক বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হওয়ার ২৪ ঘণ্টা পরই বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটল। গত বছর শান্তিরক্ষীদের উদ্দেশে তৃতীয় বোমা হামলা এটি। এসব হামলায় দেশটির পৃথক স্থানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার বিস্ফোরণের পর তানজানিয়ার শান্তিরক্ষীরা আক্রান্ত যানবাহনটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আচমকা অজ্ঞাত স্থান থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ হয়। শান্তিরক্ষীরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর জখম গুরুতর নয়।
মধ্য আফ্রিকায় বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে স্থিতিশীলতা রক্ষার্থে জাতিসংঘের বহুজাতিক মিশনের (এমআইইউএসএসএ) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে মধ্য আফ্রিকার বহোং এলাকায় শান্তিরক্ষীদের পরিবহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
আহত তিনজন বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্ট কনভয়ের অংশ ছিলেন। তাঁরা জননিরাপত্তায় টহল দিচ্ছিলেন। এ সময়ই বিস্ফোরণটি ঘটে। গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ারে এমআইইউএসএসএর হাসপাতালে নেওয়া হয়েছে।
মধ্য আফ্রিকায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও এমআইইউএসএসএর প্রধান মানকৌর দিয়ায়ে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সাধারণ নাগরিকদের রক্ষায় শান্তিরক্ষীদের সাহসিকতার প্রশংসা করেছেন তিনি।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমে এক বিস্ফোরণে তানজানিয়ার তিন শান্তিরক্ষী আহত হওয়ার ২৪ ঘণ্টা পরই বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা ঘটল। গত বছর শান্তিরক্ষীদের উদ্দেশে তৃতীয় বোমা হামলা এটি। এসব হামলায় দেশটির পৃথক স্থানে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার বিস্ফোরণের পর তানজানিয়ার শান্তিরক্ষীরা আক্রান্ত যানবাহনটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আচমকা অজ্ঞাত স্থান থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ হয়। শান্তিরক্ষীরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁর জখম গুরুতর নয়।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
৯ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
১১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে—এ প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
১১ ঘণ্টা আগেসমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
১৪ ঘণ্টা আগে