Ajker Patrika

নাইজেরিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে টুইটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

আপডেট : ০৬ জুন ২০২১, ১৩: ৪১
নাইজেরিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে টুইটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

ঢাকা: অনির্দিষ্টকালের জন্য টুইটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নাইজেরিয়া। স্থানীয় সময় শুক্রবার দেশটিতে টুইটার ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সরকারের নির্দেশনার পরপরই দেশটির মোবাইল ফোন কোম্পানিগুলো ব্যবহারকারীদের টুইটারে প্রবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও কিছু ব্যবহারকরী ভিন্ন পন্থা অবলম্বন করে টুইটার ব্যবহার করছেন।

কেউ যদি অন্য কোনো পন্থায় টুইটার ব্যবহার করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাইজেরিয়া সরকারের মুখপাত্র।

এর আগে টুইটারের টার্ম অ্যান্ড কন্ডিশন লঙ্ঘন করায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এর জেরেই নাইজেরিয়াতে টুইটার নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার নাইজেরিয়ার সরকার জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির টুইট মুছে দেওয়া ‘হতাশাজনক’, তবে টুইটার সাময়িকভাবে বন্ধের পেছনে এটাই একমাত্র কারণ নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে বলেও দাবি করেছে দেশটির সরকার।

দেশটির দাবি, ‘নাইজেরিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে নানা সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া ভুল তথ্য ও মিথ্যা সংবাদও ছড়াচ্ছে। যা যেকোনো ধরনের সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।’

এক বিবৃতিতে নাইজেরিয়ার বিচারমন্ত্রী আবুবকর মালামি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি টুইটার ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে তাঁকে বিচারের আওতায় আনতে তিনি নির্দেশনা পেয়েছেন। এই নির্দেশনাটি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এদিকে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত