Ajker Patrika

রুয়ান্ডা গণহত্যার জন্য ক্ষমা চাইল ফ্রান্স

রুয়ান্ডা গণহত্যার জন্য ক্ষমা চাইল ফ্রান্স

ঢাকা: অবশেষে রুয়ান্ডা গণহত্যার দায় স্বীকার করল ফ্রান্স। আজ বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছেন। রুয়ান্ডার কিগালি গণহত্যা স্মৃতিসৌধে ভাষণ দেওয়ার সময় তিনি ক্ষমা চান।

ভাষণে মাখোঁ বলেন, আজ এখানে দাঁড়িয়ে বিনীতভাবে এবং সম্মান রেখে বলছি, আমি এসেছি আমাদের দায় স্বীকার করার জন্য। আপনারা আমাদের ক্ষমা উপহার দিন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালের পর এই প্রথম ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট রুয়ান্ডা সফর করলেন।

১৯৯৪ সালে ফ্রান্সের সাবেক উপনিবেশ রুয়ান্ডার সংখ্যালঘু তুতসি এবং সংখ্যাগুরু হুতু গোষ্ঠীর মধ্যে সংঘাতে নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত হয়। ৬ এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। অন্তত ৫ লাখ তুতসি এবং এক হাজারেরও বেশি হুতু নিহত হন। অধিকাংশ সূত্রমতে, মোট নিহতের সংখ্যা ৮ লাখ বা ১০ লাখের কাছাকাছি। রুয়ান্ডা সরকারের নির্দেশেই এ গণহত্যা সংঘটিত হয়। সেই যুদ্ধে হুতুদের সহায়তা করে ফ্রান্স ও আফ্রিকার কিছু ফ্রাঙ্কোফোন রাষ্ট্র। আর তুতসিদের সহায়তা করে উগান্ডা সরকার।

এ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, গণহত্যার পক্ষে ফ্রান্সের মৌন সম্মতি ছিল না। তবে রুয়ান্ডার প্রতি ফ্রান্সের রাজনৈতিক দায়িত্ব ছিল।

মাখোঁ রুয়ান্ডা সফর শেষে দক্ষিণ আফ্রিকা যাবেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট সিরিল রামফোসার সঙ্গে করোনা পরিস্থিতি এবং আঞ্চলিক সংকট নিয়ে বৈঠক করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত