Ajker Patrika

গ্যাবনে অস্বাভাবিক উঁচু জোয়ারে সমুদ্রে ডুবে অন্তত ৯ জনের মৃত্যু

গ্যাবনে অস্বাভাবিক উঁচু জোয়ারে সমুদ্রে ডুবে অন্তত ৯ জনের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে জোয়ারের সময় পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সমুদ্রে ডুবে চার কিশোর-কিশোরীসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে গ্যাবন সরকারের বরাতে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গ্যাবনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী লিব্রেভিলের সমুদ্র সৈকতে উদ্ধারকারীরা নিহতদের মৃতদেহ খুঁজে পেয়েছেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত জোয়ারের সময় পানির উচ্চতা বৃদ্ধির কারণে ডুবে যাওয়ার ঘটনাটি ঘটেছে।

লিব্রেভিলে জোয়ারের সর্বোচ্চ উচ্চতা সাধারণত ১.৬০ থেকে ১.৮০ মিটারের মধ্যেই ওঠানামা করে। তবে গত রোববার থেকে সমুদ্রের পানির উচ্চতা ২.৫০ মিটার (৮ ফুট) ছাড়িয়ে যায় বলে মঙ্গলবার জানিয়েছিল সামুদ্রিক আবহাওয়া পরিষেবা বিভাগ।

লিব্রেভিল উপকূল ভ্রমণপিপাসুদের কাছে একটি জনপ্রিয় স্থান। বসন্ত আসার সঙ্গে সঙ্গে অঞ্চলটিতে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সমুদ্রে সৃষ্টি হয় উচ্চ জোয়ার।

এএফপির একজন সংবাদকর্মী বলেছেন, লিওন এমবিএ হাইস্কুলের সৈকতে কয়েকটি মৃতদেহ পাওয়া গেছে। সতর্কতা সত্ত্বেও গতকাল বুধবার বিকেলে সমুদ্র সৈকতটি খোলা এবং নজরদারিহীন অবস্থায় ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত