রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছে পোর্ট সুদান থেকে পরিচালিত সুদানের বর্তমান সরকার। দেশটির বর্তমান প্রশাসন জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সরকার একটি নতুন রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ সুগম করা হবে।
গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, সুদান সশস্ত্র বাহিনী, যৌথ বাহিনী ও অন্যান্য সহযোগী বাহিনীর যুদ্ধক্ষেত্রে অগ্রযাত্রার মধ্যেই রাষ্ট্রের নেতৃত্ব দেশটির জাতীয় ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি রোডম্যাপ নির্ধারণ করেছে। এতে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের পাশাপাশি সর্বজনীন রাজনৈতিক প্রক্রিয়া পুনরুদ্ধারের পরিকল্পনা করা হয়েছে, যার শেষ ধাপে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, এই রোডম্যাপে সর্বজনীন জাতীয় সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। যারা আগ্রাসন প্রত্যাখ্যান করে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তাদের এই প্রক্রিয়ায় স্বাগত জানানো হবে।
এ ছাড়া একটি স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে, যা সংক্রমণকালীন সরকারের দায়িত্ব পালনে সহায়তা এবং যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে কাজ করবে। একই সঙ্গে জাতীয় ও সামাজিক শক্তিগুলোর সম্মতিতে সংবিধান সংশোধন করা হবে। এরপর একটি বেসামরিক প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। তিনি নির্বাহী শাখার দায়িত্ব নেবেন এবং তাঁর কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করা হবে, তবে তা জাতীয় ঐকমত্যের পরিপন্থী হওয়া চলবে না। একই সঙ্গে, কোনো নাগরিককে পাসপোর্ট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হবে না।
সুদান সরকার স্পষ্ট করেছে, বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হিসেবে ‘অস্ত্র সমর্পণ ও বেসামরিক স্থাপনা খালি করার’ দাবি তোলা হয়েছে।
রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছে পোর্ট সুদান থেকে পরিচালিত সুদানের বর্তমান সরকার। দেশটির বর্তমান প্রশাসন জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সরকার একটি নতুন রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ সুগম করা হবে।
গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, সুদান সশস্ত্র বাহিনী, যৌথ বাহিনী ও অন্যান্য সহযোগী বাহিনীর যুদ্ধক্ষেত্রে অগ্রযাত্রার মধ্যেই রাষ্ট্রের নেতৃত্ব দেশটির জাতীয় ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি রোডম্যাপ নির্ধারণ করেছে। এতে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের পাশাপাশি সর্বজনীন রাজনৈতিক প্রক্রিয়া পুনরুদ্ধারের পরিকল্পনা করা হয়েছে, যার শেষ ধাপে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, এই রোডম্যাপে সর্বজনীন জাতীয় সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। যারা আগ্রাসন প্রত্যাখ্যান করে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তাদের এই প্রক্রিয়ায় স্বাগত জানানো হবে।
এ ছাড়া একটি স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে, যা সংক্রমণকালীন সরকারের দায়িত্ব পালনে সহায়তা এবং যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে কাজ করবে। একই সঙ্গে জাতীয় ও সামাজিক শক্তিগুলোর সম্মতিতে সংবিধান সংশোধন করা হবে। এরপর একটি বেসামরিক প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। তিনি নির্বাহী শাখার দায়িত্ব নেবেন এবং তাঁর কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করা হবে, তবে তা জাতীয় ঐকমত্যের পরিপন্থী হওয়া চলবে না। একই সঙ্গে, কোনো নাগরিককে পাসপোর্ট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হবে না।
সুদান সরকার স্পষ্ট করেছে, বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হিসেবে ‘অস্ত্র সমর্পণ ও বেসামরিক স্থাপনা খালি করার’ দাবি তোলা হয়েছে।
বিশ্বখ্যাত স্কাইডাইভার ও বেস জাম্পার ফেলিক্স বাউমগার্টনার গতকাল বৃহস্পতিবার ইতালির উপকূলবর্তী শহর পোর্তো সান্ত’এলপিদিওতে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম স্কাইটিজি ২৪ জানিয়েছে, ৫৬ বছর বয়সী এই অস্ট্রিয়ান অভিযাত্রী তাঁর প্যারাগ্লাইডারটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলের
২৩ মিনিট আগেইউক্রেন সরকার ও সেনাবাহিনীর প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত ব্রেভ ওয়ান দল এক বিবৃতিতে জানিয়েছে, ‘লক্ষ্যবস্তু যত বেশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও বড় মাপের হয়, প্রতিটি ইউনিট তত বেশি পয়েন্ট পায়। যেমন শত্রুপক্ষের রকেট লঞ্চার ধ্বংস করলে মেলে ৫০ পয়েন্ট, ট্যাংক ধ্বংসে ৪০ পয়েন্ট আর ট্যাংক আংশিক
৩৭ মিনিট আগেমমতা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা ভাষাভাষী মানুষকে ‘বাংলাদেশি’ বা ‘রোহিঙ্গা’ বলে অপবাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘তারা (কেন্দ্র সরকার) সব বাঙালিকে বাংলাদেশি বলছে। রোহিঙ্গারা তো মিয়ানমার থেকে এসেছে, তারা বাংলা বলবে কী করে? যারা এসব বলছে, তাদের এটা পর্যন্ত জানার ক্ষমতা নেই।’
২ ঘণ্টা আগেএই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার পন্তিয়ানাক ও টাঙ্গেরাং শহর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পাচারের আগমুহূর্তে উদ্ধার করা হয়েছে ছয়টি শিশুকে—যাদের বয়স এক বছরের কাছাকাছি।
২ ঘণ্টা আগে