রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছে পোর্ট সুদান থেকে পরিচালিত সুদানের বর্তমান সরকার। দেশটির বর্তমান প্রশাসন জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সরকার একটি নতুন রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ সুগম করা হবে।
গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, সুদান সশস্ত্র বাহিনী, যৌথ বাহিনী ও অন্যান্য সহযোগী বাহিনীর যুদ্ধক্ষেত্রে অগ্রযাত্রার মধ্যেই রাষ্ট্রের নেতৃত্ব দেশটির জাতীয় ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি রোডম্যাপ নির্ধারণ করেছে। এতে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের পাশাপাশি সর্বজনীন রাজনৈতিক প্রক্রিয়া পুনরুদ্ধারের পরিকল্পনা করা হয়েছে, যার শেষ ধাপে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, এই রোডম্যাপে সর্বজনীন জাতীয় সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। যারা আগ্রাসন প্রত্যাখ্যান করে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তাদের এই প্রক্রিয়ায় স্বাগত জানানো হবে।
এ ছাড়া একটি স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে, যা সংক্রমণকালীন সরকারের দায়িত্ব পালনে সহায়তা এবং যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে কাজ করবে। একই সঙ্গে জাতীয় ও সামাজিক শক্তিগুলোর সম্মতিতে সংবিধান সংশোধন করা হবে। এরপর একটি বেসামরিক প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। তিনি নির্বাহী শাখার দায়িত্ব নেবেন এবং তাঁর কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করা হবে, তবে তা জাতীয় ঐকমত্যের পরিপন্থী হওয়া চলবে না। একই সঙ্গে, কোনো নাগরিককে পাসপোর্ট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হবে না।
সুদান সরকার স্পষ্ট করেছে, বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হিসেবে ‘অস্ত্র সমর্পণ ও বেসামরিক স্থাপনা খালি করার’ দাবি তোলা হয়েছে।
রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে টেকনোক্র্যাটদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছে পোর্ট সুদান থেকে পরিচালিত সুদানের বর্তমান সরকার। দেশটির বর্তমান প্রশাসন জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির সরকার একটি নতুন রোডম্যাপ ঘোষণা করেছে। এই রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ সুগম করা হবে।
গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, সুদান সশস্ত্র বাহিনী, যৌথ বাহিনী ও অন্যান্য সহযোগী বাহিনীর যুদ্ধক্ষেত্রে অগ্রযাত্রার মধ্যেই রাষ্ট্রের নেতৃত্ব দেশটির জাতীয় ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি রোডম্যাপ নির্ধারণ করেছে। এতে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের পাশাপাশি সর্বজনীন রাজনৈতিক প্রক্রিয়া পুনরুদ্ধারের পরিকল্পনা করা হয়েছে, যার শেষ ধাপে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে বলা হয়, এই রোডম্যাপে সর্বজনীন জাতীয় সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। যারা আগ্রাসন প্রত্যাখ্যান করে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়, তাদের এই প্রক্রিয়ায় স্বাগত জানানো হবে।
এ ছাড়া একটি স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করা হবে, যা সংক্রমণকালীন সরকারের দায়িত্ব পালনে সহায়তা এবং যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে কাজ করবে। একই সঙ্গে জাতীয় ও সামাজিক শক্তিগুলোর সম্মতিতে সংবিধান সংশোধন করা হবে। এরপর একটি বেসামরিক প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। তিনি নির্বাহী শাখার দায়িত্ব নেবেন এবং তাঁর কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করা হবে, তবে তা জাতীয় ঐকমত্যের পরিপন্থী হওয়া চলবে না। একই সঙ্গে, কোনো নাগরিককে পাসপোর্ট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হবে না।
সুদান সরকার স্পষ্ট করেছে, বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হিসেবে ‘অস্ত্র সমর্পণ ও বেসামরিক স্থাপনা খালি করার’ দাবি তোলা হয়েছে।
বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এক বিশাল ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারি। যুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন জব্দ করেছে। পাশাপাশি কম্বোডিয়ার প্রভাবশালী ব্যবসায়ী চেন ঝির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই প্রতারণা সাম্রাজ্যের মূল হোতা হিসেবে।
২ মিনিট আগেগত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবলমাত্র চীনের নিজস্ব সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’—এ খোলা যায়।
৩ ঘণ্টা আগেবিহারের বর্তমান সরকার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির জোট এনডিএ নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘নিতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ (জনতা দল-ইউনাইটেড) ২৫টি আসনও পাবে না। এনডিএর এবার বিদায় নিশ্চিত, নিতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।’
৪ ঘণ্টা আগেসুপরিচিত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে