আজকের পত্রিকা অনলাইন ডেস্ক
সমুদ্রের নিচে হারিয়ে যাওয়ার আগে হেরাক্লিয়ন ছিল মিসরের অন্যতম বৃহত্তম বন্দর নগরী। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এ নগরী আনুমানিক এক হাজার বছর আগে ভূমিকম্প আর জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যায়। দুই দশক আগে প্রত্নতাত্ত্বিকেরা মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার কাছে আবু কির উপকূলীয় অঞ্চলে এর উপস্থিতি পান। এবার সেখানে পাওয়া গেল পুরোনো সমাধি এবং জাহাজের অংশবিশেষ। লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মিসর ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ অভিযানে এগুলো আবিষ্কৃত হয়। নেতৃত্ব দেয় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজি (আইইএএসএম)। খুঁজে পাওয়া জাহাজের অংশবিশেষ পরীক্ষা করে জানা যায়, এটি ২ হাজার ২০০ বছর আগেকার একটি ‘ফাস্ট গ্যালি’ সমর জাহাজ। গত সপ্তাহে অভিযানের বিস্তারিত জানিয়েছে মিসরের পর্যটক ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।
২৫ মিটার লম্বা এই জাহাজে পাওয়া গেছে স্থাপত্যশৈলীর দারুণ সব নিদর্শন। বিশেষ গঠন মেনে এটি তৈরি করা হয়েছিল বলে জানান আইইএএসএমের প্রধান ফ্রাঙ্ক গোদিও। ধারণা করা হচ্ছে, খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে হেরাক্লিয়নের বিখ্যাত আমুন মন্দিরটি ধসে পড়ার সময় জাহাজটি পাশেই নোঙর ফেলা অবস্থায় ছিল। ফলে এটিও ডুবে যায়। তবে ডুবে যাওয়ার আগে এতে কী কী পণ্য ছিল সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।
আরেকটি পৃথক স্থানে খুঁজে পাওয়া সমাধিটি দুই হাজার ৪০০ বছর আগেকার। এটি গ্রিক বণিকদের ছিল বলে জানা যায়। মিসরীয় উপকথার একজন দেবীর ছবি আঁকা একটি সোনার তাবিজ পাওয়া গেছে এখানে। শিশু এবং গর্ভবতী নারীদের রক্ষাকর্তা হিসেবে তাঁর ছবি ব্যবহার করা হতো।
সমুদ্রের নিচে হারিয়ে যাওয়ার আগে হেরাক্লিয়ন ছিল মিসরের অন্যতম বৃহত্তম বন্দর নগরী। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এ নগরী আনুমানিক এক হাজার বছর আগে ভূমিকম্প আর জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যায়। দুই দশক আগে প্রত্নতাত্ত্বিকেরা মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার কাছে আবু কির উপকূলীয় অঞ্চলে এর উপস্থিতি পান। এবার সেখানে পাওয়া গেল পুরোনো সমাধি এবং জাহাজের অংশবিশেষ। লাইভ সায়েন্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মিসর ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ অভিযানে এগুলো আবিষ্কৃত হয়। নেতৃত্ব দেয় ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজি (আইইএএসএম)। খুঁজে পাওয়া জাহাজের অংশবিশেষ পরীক্ষা করে জানা যায়, এটি ২ হাজার ২০০ বছর আগেকার একটি ‘ফাস্ট গ্যালি’ সমর জাহাজ। গত সপ্তাহে অভিযানের বিস্তারিত জানিয়েছে মিসরের পর্যটক ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।
২৫ মিটার লম্বা এই জাহাজে পাওয়া গেছে স্থাপত্যশৈলীর দারুণ সব নিদর্শন। বিশেষ গঠন মেনে এটি তৈরি করা হয়েছিল বলে জানান আইইএএসএমের প্রধান ফ্রাঙ্ক গোদিও। ধারণা করা হচ্ছে, খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে হেরাক্লিয়নের বিখ্যাত আমুন মন্দিরটি ধসে পড়ার সময় জাহাজটি পাশেই নোঙর ফেলা অবস্থায় ছিল। ফলে এটিও ডুবে যায়। তবে ডুবে যাওয়ার আগে এতে কী কী পণ্য ছিল সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।
আরেকটি পৃথক স্থানে খুঁজে পাওয়া সমাধিটি দুই হাজার ৪০০ বছর আগেকার। এটি গ্রিক বণিকদের ছিল বলে জানা যায়। মিসরীয় উপকথার একজন দেবীর ছবি আঁকা একটি সোনার তাবিজ পাওয়া গেছে এখানে। শিশু এবং গর্ভবতী নারীদের রক্ষাকর্তা হিসেবে তাঁর ছবি ব্যবহার করা হতো।
বিগত কয়েক বছরে জাপানে বিদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। বিশেষ করে ‘ইঞ্জিনিয়ার, মানবিকতা বিষয়ক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সেবা’—এসব বিষয়ে দক্ষতার ভিত্তিতে ভিসার মাধ্যমে বিদেশি শ্রমিক আসছেন। গত এক দশকে এ ধরনের শ্রমিকের সংখ্যা তিন গুণ বেড়ে ৪ লাখের বেশি হয়েছে। জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড-এর এক
২৭ মিনিট আগেতুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বেশি আশা দেখছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠক না হলে অগ্রগতি সম্ভব নয়।
৩ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১৪ ঘণ্টা আগে