আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় ইথিওপিয়ার সিদামা রাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সিদামার আঞ্চলিক যোগাযোগ ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় সিদামা রাজ্যে একটি ট্রাক যাত্রী বোঝাই অবস্থায় নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থল রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে। এই ঘটনায় ৭১ জন মারা যান এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সিদামা পুলিশ কমিশনের ট্রাফিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডাইরেক্টরেট প্রধান পরিদর্শক ড্যানিয়েল সানকুরাকে উদ্ধৃত করে ফেসবুকে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘এ পর্যন্ত ৬৮ জন পুরুষ এবং ৩ জন নারী মারা গেছেন।’ বার্তা সংস্থা রয়টার্সকে সিদামার আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনেলেহ সিমিয়নও নিশ্চিত করেছেন যে,৭১ জন মারা গেছেন।
আজ সোমবার ওসেনেলেহ রয়টার্সকে বলেন, ‘পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ এর আগে, গতকাল রোববার রাতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরোর বিবৃতিতে মৃতের সংখ্যা ৬০ জন উল্লেখ করা হয়েছিল এবং জানানো হয়েছিল যে বেঁচে যাওয়া ব্যক্তিরা বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট ছবিতে দেখা গেছে, অনেক মানুষ একটি গাড়ির চারপাশে জড়ো হয়েছেন। এ সময় দেখা গেছে, ট্রাকটির একটি অংশ পানির নিচে ডুবে গেছে। অনেকে ট্রাকটিকে পানি থেকে টেনে তোলার চেষ্টা করছেন। ব্যুরো আরও কিছু ছবি শেয়ার করেছে, যেখানে দেখা যায়—কিছু লাশ নীল তেরপল দিয়ে ঢাকা অবস্থায় মাটিতে পড়ে আছে।
স্বাস্থ্য ব্যুরো দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বলেছে, তারা পরে আরও তথ্য জানাবে। স্থানীয় পুলিশ কমিশন জানিয়েছে, রোববার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে ট্রাকটি নদীতে পড়ে যায়। ওসেনেলেহ রয়টার্সকে বলেছেন, ট্রাকটি একটি সেতু অতিক্রম করতে গিয়ে ব্যর্থ হয়ে নদীতে পড়ে যায়। তিনি আরও জানান, ওই সড়কে অনেকগুলো তীক্ষ্ণ বাঁক রয়েছে। তিনি জানান, কিছু যাত্রী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এই ঘটনায় বেশ কয়েকটি পরিবার তাদের একাধিক সদস্যকে হারিয়েছেন।
ওসেনেলেহ আরও জানান, আঞ্চলিক ট্রাফিক পুলিশ জানিয়েছে যে ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, যা সম্ভবত দুর্ঘটনার কারণ হয়েছে। তবে তিনি বা স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সময় গাড়িটিতে কতজন যাত্রী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। ২০১৮ সালে ইথিওপিয়ার উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৩৮ জন নিহত হয়। যাদের অধিকাংশই ছিল শিক্ষার্থী।
আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় ইথিওপিয়ার সিদামা রাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সিদামার আঞ্চলিক যোগাযোগ ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় সিদামা রাজ্যে একটি ট্রাক যাত্রী বোঝাই অবস্থায় নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থল রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে। এই ঘটনায় ৭১ জন মারা যান এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সিদামা পুলিশ কমিশনের ট্রাফিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডাইরেক্টরেট প্রধান পরিদর্শক ড্যানিয়েল সানকুরাকে উদ্ধৃত করে ফেসবুকে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘এ পর্যন্ত ৬৮ জন পুরুষ এবং ৩ জন নারী মারা গেছেন।’ বার্তা সংস্থা রয়টার্সকে সিদামার আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনেলেহ সিমিয়নও নিশ্চিত করেছেন যে,৭১ জন মারা গেছেন।
আজ সোমবার ওসেনেলেহ রয়টার্সকে বলেন, ‘পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ এর আগে, গতকাল রোববার রাতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরোর বিবৃতিতে মৃতের সংখ্যা ৬০ জন উল্লেখ করা হয়েছিল এবং জানানো হয়েছিল যে বেঁচে যাওয়া ব্যক্তিরা বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট ছবিতে দেখা গেছে, অনেক মানুষ একটি গাড়ির চারপাশে জড়ো হয়েছেন। এ সময় দেখা গেছে, ট্রাকটির একটি অংশ পানির নিচে ডুবে গেছে। অনেকে ট্রাকটিকে পানি থেকে টেনে তোলার চেষ্টা করছেন। ব্যুরো আরও কিছু ছবি শেয়ার করেছে, যেখানে দেখা যায়—কিছু লাশ নীল তেরপল দিয়ে ঢাকা অবস্থায় মাটিতে পড়ে আছে।
স্বাস্থ্য ব্যুরো দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বলেছে, তারা পরে আরও তথ্য জানাবে। স্থানীয় পুলিশ কমিশন জানিয়েছে, রোববার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে ট্রাকটি নদীতে পড়ে যায়। ওসেনেলেহ রয়টার্সকে বলেছেন, ট্রাকটি একটি সেতু অতিক্রম করতে গিয়ে ব্যর্থ হয়ে নদীতে পড়ে যায়। তিনি আরও জানান, ওই সড়কে অনেকগুলো তীক্ষ্ণ বাঁক রয়েছে। তিনি জানান, কিছু যাত্রী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এই ঘটনায় বেশ কয়েকটি পরিবার তাদের একাধিক সদস্যকে হারিয়েছেন।
ওসেনেলেহ আরও জানান, আঞ্চলিক ট্রাফিক পুলিশ জানিয়েছে যে ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, যা সম্ভবত দুর্ঘটনার কারণ হয়েছে। তবে তিনি বা স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সময় গাড়িটিতে কতজন যাত্রী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। ২০১৮ সালে ইথিওপিয়ার উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৩৮ জন নিহত হয়। যাদের অধিকাংশই ছিল শিক্ষার্থী।
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
৪ ঘণ্টা আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
৭ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
৮ ঘণ্টা আগেপালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এর আগে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে