Ajker Patrika

বিক্ষোভ ঠেকাতে নাইজেরিয়ায় কারফিউ জারি

আপডেট : ১৫ মে ২০২২, ১৫: ০৬
বিক্ষোভ ঠেকাতে নাইজেরিয়ায় কারফিউ জারি

নাইজেরিয়ার সকোতো রাজ্যের গভর্নর ২৪ ঘণ্টার জন্য রাজ্যটিতে কারফিউ জারি করেছেন। গভর্নরের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াটস অ্যাপ গ্রুপে নবী মুহাম্মদ (সা.)কে ‘কটূক্তি ও অবমাননা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে গত বৃহস্পতিবার দেবোরা সামুয়েল নামের এক স্কুলশিক্ষার্থীকে তার সহপাঠীরা পিটিয়ে ও পুড়িয়ে মেরে ফেলে।

দেবোরা সামুয়েল ছিলেন শেহু শাগারি কলেজ অব এডুকেশনের শিক্ষার্থী। তাকে হত্যা করার নৃশংস ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ফুটেজ দেখে দুই শিক্ষার্থীকে আটক করে এবং অন্য সন্দেহভাজনদের খোঁজে অভিযান শুরু করে।

এরপর আটক দুই ছাত্রের মুক্তির দাবিতে শত শত মানুষ ও শিক্ষার্থী বিক্ষোভে নেমে আসে সকোতোর রাস্তায়। কিছু বিক্ষোভকারী সকোতোর সুলতান ও নাইজেরিয়ার মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাদ আবুবকরের প্রাসাদ ঘেরাও করে। কারণ এই নেতা স্কুলছাত্র হত্যার নিন্দা করেছিলেন। 

বিক্ষোভ ঠেকাতে অবশেষে কারফিউ জারি করলেন সকোতোর গভর্নর। বিবৃতিতে গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুওয়াল বলেছেন, ‘কারফিউ শুধু সকোতোর রাজধানী শহরে বহাল থাকবে। শান্তি রক্ষার স্বার্থে সবাই দয়া করে বাড়ি ফিরে যান।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত