বতসোয়ানায় অবস্থিত কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা আবিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত বিভিন্ন খনি থেকে যত হীরা পাওয়া গেছে—তার মধ্যে এটিই দ্বিতীয় বৃহত্তম।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরাটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়। ওই হিরাটি কেটে ৯ টুকরো করা হয়েছিল। এসব টুকরোর অনেকগুলো পরে ব্রিটিশ রাজমুকুটে স্থাপন করা হয়।
সর্বশেষ বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরাটি পাওয়া গেছে। দেশটিতে এর আগে ২০১৯ সালে একই খনি থেকে ১ হাজার ৭৫৮ ক্যারেটের আরেকটি হীরা পাওয়া গিয়েছিল।
বিবিসি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদক দেশগুলোর মধ্যে বতসোয়ানা অন্যতম। বিশ্বে যত হীরা আবিষ্কার করা হয় এর ২০ শতাংশই আসে এই দেশ থেকে।
হিরা কোম্পানি লুকারা ডায়মন্ড এক বিবৃতিতে বলেছে, নতুন হীরাটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হিরাগুলোর একটি। এই কোম্পানির প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, ‘আমরা এই অসাধারণ ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরা আবিষ্কার নিয়ে আনন্দিত।’
লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে হীরাটি শনাক্ত করা হয়েছে বলে জানান ল্যাম্ব। এই প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সাল থেকে উচ্চ মূল্যের হীরা শনাক্ত এবং সংরক্ষণ করা হচ্ছে, যেন আকরিক চূর্ণ করার সময় হীরাগুলো ভেঙে না যায়।
সদ্য পাওয়া হীরাটির রত্নগুণ এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি লুকারা ডায়মন্ড। এর আগে ২০১৯ সালে পাওয়া তাদের ১ হাজার ৭৫৮ ক্যারেটের হীরাটি কিনে নিয়েছিল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটন। তবে কত মূল্যে এটি বিক্রি হয়েছিল তা এখনো অপ্রকাশিত। তবে ২০১৬ সালে একই খনি থেকে আবিষ্কৃত ১ হাজার ১০৯ ক্যারেটের আরেকটি হীরা ৫৩ মিলিয়ন ডলারে কিনে নিয়েছিলেন লন্ডনের জুয়েলারি প্রতিষ্ঠান গ্রাফ ডায়মন্ডসের চেয়ারম্যান লরেন্স গ্রাফ।
বতসোয়ানায় অবস্থিত কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা আবিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে, এখন পর্যন্ত বিভিন্ন খনি থেকে যত হীরা পাওয়া গেছে—তার মধ্যে এটিই দ্বিতীয় বৃহত্তম।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরাটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়। ওই হিরাটি কেটে ৯ টুকরো করা হয়েছিল। এসব টুকরোর অনেকগুলো পরে ব্রিটিশ রাজমুকুটে স্থাপন করা হয়।
সর্বশেষ বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরাটি পাওয়া গেছে। দেশটিতে এর আগে ২০১৯ সালে একই খনি থেকে ১ হাজার ৭৫৮ ক্যারেটের আরেকটি হীরা পাওয়া গিয়েছিল।
বিবিসি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদক দেশগুলোর মধ্যে বতসোয়ানা অন্যতম। বিশ্বে যত হীরা আবিষ্কার করা হয় এর ২০ শতাংশই আসে এই দেশ থেকে।
হিরা কোম্পানি লুকারা ডায়মন্ড এক বিবৃতিতে বলেছে, নতুন হীরাটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হিরাগুলোর একটি। এই কোম্পানির প্রধান উইলিয়াম ল্যাম্ব বলেছেন, ‘আমরা এই অসাধারণ ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরা আবিষ্কার নিয়ে আনন্দিত।’
লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে হীরাটি শনাক্ত করা হয়েছে বলে জানান ল্যাম্ব। এই প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সাল থেকে উচ্চ মূল্যের হীরা শনাক্ত এবং সংরক্ষণ করা হচ্ছে, যেন আকরিক চূর্ণ করার সময় হীরাগুলো ভেঙে না যায়।
সদ্য পাওয়া হীরাটির রত্নগুণ এবং এর মূল্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি লুকারা ডায়মন্ড। এর আগে ২০১৯ সালে পাওয়া তাদের ১ হাজার ৭৫৮ ক্যারেটের হীরাটি কিনে নিয়েছিল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিটন। তবে কত মূল্যে এটি বিক্রি হয়েছিল তা এখনো অপ্রকাশিত। তবে ২০১৬ সালে একই খনি থেকে আবিষ্কৃত ১ হাজার ১০৯ ক্যারেটের আরেকটি হীরা ৫৩ মিলিয়ন ডলারে কিনে নিয়েছিলেন লন্ডনের জুয়েলারি প্রতিষ্ঠান গ্রাফ ডায়মন্ডসের চেয়ারম্যান লরেন্স গ্রাফ।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২২ মিনিট আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২৩ মিনিট আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৩ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৪ ঘণ্টা আগে