আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
নেদারল্যান্ডস থেকে পরিচালিত দক্ষিণ সুদানের সংবাদমাধ্যম রেডিও তামাজুজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বোর সম্প্রদায়ের নেতৃত্ব জানিয়েছেন, হামলাটি শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে। সে সময় পশুপালকেরা স্থানীয় কর্তৃপক্ষের আদেশের পরিপ্রেক্ষিতে তাদের গবাদিপশু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল।
বোর সম্প্রদায়ের মহাসচিব মায়োম আতেন্য ওয়াই রেডিও তামাজুজকে বলেন, হামলাকারীরা সম্ভবত আচোলি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী ছিল এবং এতে অন্যান্য অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ‘পূর্ব ইকুয়াতোরিয়ার গভর্নর ও মাগুই কাউন্টির কমিশনার তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গতকাল সকাল ৪টা ৩০ মিনিটের দিকে দিনকা বোর পশুপালকদের ক্যাম্পে হামলা চালানো হয়।’
ওয়াই আরও বলেন, ‘গবাদিপশুগুলো লুট করা হয়েছে এবং সেগুলো মাগুই শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত পশুপালকেরা প্রায় ১২ জনকে হারিয়েছে এবং ১১ জন আহত হয়েছে। লড়াই এখনো চলছে, তাই হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’
এদিকে, জংগলেই রাজ্যের গভর্নরের প্রেস সেক্রেটারি বিয়েল জিয়েক লুয়াল এই হামলার নিন্দা জানিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে ইকুয়াতোরিয়া রাজ্যের আরু জাংশনে সাম্প্রতিক ঘটনার খবর পেয়েছি। জংগলেই রাজ্যের মানুষ, যারা সেখানে চারণভূমির সন্ধানে গিয়েছিল, অপ্রত্যাশিতভাবে হামলার শিকার হয়েছে। নিরীহ পশুপালকদের ওপর এই আকস্মিক ও নির্মম হামলা জংগলেই রাজ্যের নেতৃত্বকে গভীরভাবে হতবাক করেছে।’
আচোলি সম্প্রদায়ের চেয়ারপারসন ডেভিড ওটিম ওকোট বলেছেন, ‘নিয়োলো বোমায় ঘুরে বেড়ানো গবাদিপশুর কারণে কৃষিজমির ক্ষতির ফলে মাগুই কাউন্টির কিছু বাসিন্দার মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি হয়েছিল, যা এই হামলার কারণ হতে পারে।’
ওকোট বলেন, ‘আমরা একাধিক বৈঠক করেছি। এর মধ্যে তিন-চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে নিয়োলোতে এবং আমরা একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিলাম। গত সোমবারের মধ্যে তাদের সরে যাওয়ার কথা ছিল এবং তারা এতে সম্মত হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি বিস্মিত যে গবাদিপশুর ক্যাম্পগুলো এখনো সেখানে রয়েছে।’
পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের তথ্যমন্ত্রী এলিয়া জন আহাজি নিশ্চিত করেছেন যে, রাজ্য সরকার ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তিনি বলেন, ‘আমরা আমাদের বাহিনী মোতায়েন করেছি, যাতে তারা তদন্ত চালিয়ে হামলাকারীদের চিহ্নিত করতে পারে। কারণ আমরা এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না। তারা ঘটনাস্থলে পৌঁছালে আমাদের কাছে তথ্য পাঠাবে, যাতে আমরা হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারি।’
আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
নেদারল্যান্ডস থেকে পরিচালিত দক্ষিণ সুদানের সংবাদমাধ্যম রেডিও তামাজুজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বোর সম্প্রদায়ের নেতৃত্ব জানিয়েছেন, হামলাটি শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে। সে সময় পশুপালকেরা স্থানীয় কর্তৃপক্ষের আদেশের পরিপ্রেক্ষিতে তাদের গবাদিপশু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছিল।
বোর সম্প্রদায়ের মহাসচিব মায়োম আতেন্য ওয়াই রেডিও তামাজুজকে বলেন, হামলাকারীরা সম্ভবত আচোলি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী ছিল এবং এতে অন্যান্য অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ‘পূর্ব ইকুয়াতোরিয়ার গভর্নর ও মাগুই কাউন্টির কমিশনার তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গতকাল সকাল ৪টা ৩০ মিনিটের দিকে দিনকা বোর পশুপালকদের ক্যাম্পে হামলা চালানো হয়।’
ওয়াই আরও বলেন, ‘গবাদিপশুগুলো লুট করা হয়েছে এবং সেগুলো মাগুই শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত পশুপালকেরা প্রায় ১২ জনকে হারিয়েছে এবং ১১ জন আহত হয়েছে। লড়াই এখনো চলছে, তাই হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’
এদিকে, জংগলেই রাজ্যের গভর্নরের প্রেস সেক্রেটারি বিয়েল জিয়েক লুয়াল এই হামলার নিন্দা জানিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে ইকুয়াতোরিয়া রাজ্যের আরু জাংশনে সাম্প্রতিক ঘটনার খবর পেয়েছি। জংগলেই রাজ্যের মানুষ, যারা সেখানে চারণভূমির সন্ধানে গিয়েছিল, অপ্রত্যাশিতভাবে হামলার শিকার হয়েছে। নিরীহ পশুপালকদের ওপর এই আকস্মিক ও নির্মম হামলা জংগলেই রাজ্যের নেতৃত্বকে গভীরভাবে হতবাক করেছে।’
আচোলি সম্প্রদায়ের চেয়ারপারসন ডেভিড ওটিম ওকোট বলেছেন, ‘নিয়োলো বোমায় ঘুরে বেড়ানো গবাদিপশুর কারণে কৃষিজমির ক্ষতির ফলে মাগুই কাউন্টির কিছু বাসিন্দার মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি হয়েছিল, যা এই হামলার কারণ হতে পারে।’
ওকোট বলেন, ‘আমরা একাধিক বৈঠক করেছি। এর মধ্যে তিন-চারটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে নিয়োলোতে এবং আমরা একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিলাম। গত সোমবারের মধ্যে তাদের সরে যাওয়ার কথা ছিল এবং তারা এতে সম্মত হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘আমি বিস্মিত যে গবাদিপশুর ক্যাম্পগুলো এখনো সেখানে রয়েছে।’
পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের তথ্যমন্ত্রী এলিয়া জন আহাজি নিশ্চিত করেছেন যে, রাজ্য সরকার ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তিনি বলেন, ‘আমরা আমাদের বাহিনী মোতায়েন করেছি, যাতে তারা তদন্ত চালিয়ে হামলাকারীদের চিহ্নিত করতে পারে। কারণ আমরা এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না। তারা ঘটনাস্থলে পৌঁছালে আমাদের কাছে তথ্য পাঠাবে, যাতে আমরা হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারি।’
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৪ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৫ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৫ ঘণ্টা আগে