অনলাইন ডেস্ক
কম্বোডিয়ায় মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে স্বর্ণপদক পাওয়া ইঁদুর মাগাওয়া মারা গেছে। মৃত্যুকালে ইঁদুরটির বয়স হয়েছিল আট বছর। গত সপ্তাহের শেষের দিকে মারা যায় মাগাওয়া। এর আগের বছরই অবসরে যায় মাগাওয়া। এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মাগাওয়ার বাড়ি আফ্রিকায় হলেও কর্মস্থল ছিল কম্বোডিয়ায়। দেশটিতে মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে অনেকের চোখে সম্মানের স্থানে আছে এই ইঁদুর। কর্মজীবনে শতাধিক মাইন শনাক্ত করে মাগাওয়া।
গৃহযুদ্ধের সময় কম্বোডিয়াজুড়ে আনুমানিক ৬০ লাখ মাইন পুঁতে রাখা আছে বলে ধারণা করা হয়ে থাকে। সেসব মাইন শনাক্তের কাজে আফ্রিকার তাঞ্জেনিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিয়ে আসা হয় মাগাওয়াকে। বেলজিয়ামে নিবন্ধিত তাঞ্জেনিয়াভিত্তিক দাতব্য সংস্থা অ্যাপোপোতে অনেকগুলো ইঁদুরকে মাইন শনাক্তের প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৯০ সাল থেকে প্রশিক্ষণ নেওয়া এসব ইঁদুরকে বলা হয় ‘হিরো র্যাটস’। মাগাওয়া ছিল সেই সব সাহসী ইঁদুরের একটি।
এক বিবৃতিতে দাতব্য সংস্থা অ্যাপোপোর পক্ষ থেকে বলা হয়, মাগাওয়া সুস্থ ছিল। গত সপ্তাহের বেশির ভাগ সময় খেলা করে সময় কাটিয়েছে। কিন্তু সপ্তাহের শেষে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। ওই সময় সে বেশি ঘুমাতে থাকে ও তার শেষ দিনগুলোতে খাবারের প্রতি কম আগ্রহ দেখায়।
সাহসিকতা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য ২০২০ সালে মাগাওয়াকে স্বর্ণপদক দেয় যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ব্রিটেন পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস।
বিশ্বে মাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর মধ্যে একটি কম্বোডিয়া। দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ বিস্ফোরণে তাদের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে।
গত সোমবারও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়।
কম্বোডিয়ায় মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে স্বর্ণপদক পাওয়া ইঁদুর মাগাওয়া মারা গেছে। মৃত্যুকালে ইঁদুরটির বয়স হয়েছিল আট বছর। গত সপ্তাহের শেষের দিকে মারা যায় মাগাওয়া। এর আগের বছরই অবসরে যায় মাগাওয়া। এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মাগাওয়ার বাড়ি আফ্রিকায় হলেও কর্মস্থল ছিল কম্বোডিয়ায়। দেশটিতে মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে অনেকের চোখে সম্মানের স্থানে আছে এই ইঁদুর। কর্মজীবনে শতাধিক মাইন শনাক্ত করে মাগাওয়া।
গৃহযুদ্ধের সময় কম্বোডিয়াজুড়ে আনুমানিক ৬০ লাখ মাইন পুঁতে রাখা আছে বলে ধারণা করা হয়ে থাকে। সেসব মাইন শনাক্তের কাজে আফ্রিকার তাঞ্জেনিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিয়ে আসা হয় মাগাওয়াকে। বেলজিয়ামে নিবন্ধিত তাঞ্জেনিয়াভিত্তিক দাতব্য সংস্থা অ্যাপোপোতে অনেকগুলো ইঁদুরকে মাইন শনাক্তের প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৯০ সাল থেকে প্রশিক্ষণ নেওয়া এসব ইঁদুরকে বলা হয় ‘হিরো র্যাটস’। মাগাওয়া ছিল সেই সব সাহসী ইঁদুরের একটি।
এক বিবৃতিতে দাতব্য সংস্থা অ্যাপোপোর পক্ষ থেকে বলা হয়, মাগাওয়া সুস্থ ছিল। গত সপ্তাহের বেশির ভাগ সময় খেলা করে সময় কাটিয়েছে। কিন্তু সপ্তাহের শেষে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। ওই সময় সে বেশি ঘুমাতে থাকে ও তার শেষ দিনগুলোতে খাবারের প্রতি কম আগ্রহ দেখায়।
সাহসিকতা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য ২০২০ সালে মাগাওয়াকে স্বর্ণপদক দেয় যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ব্রিটেন পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস।
বিশ্বে মাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর মধ্যে একটি কম্বোডিয়া। দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ বিস্ফোরণে তাদের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে।
গত সোমবারও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়।
মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
৪ মিনিট আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৯ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৯ ঘণ্টা আগে