অনলাইন ডেস্ক
সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনী এবং একটি শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী আরএসএফের মধ্যে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং খার্তুম বিমানবন্দরের আশপাশে আজ শনিবার এ ঘটনা ঘটেছে বলে আল-জাজিরা জানিয়েছে।
দক্ষিণ খার্তুমে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) একটি ঘাঁটি রয়েছে। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলেছে, আরএসএফকে কীভাবে সামরিক বাহিনীতে একীভূত করা যায়, তা নিয়ে মতবিরোধ থেকে কয়েক দিন আগে উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনা থেকে আজ থেকে শুরু হলো সংঘর্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সকালের দিকে খার্তুমের বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছিল আরএসএফ। পরে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা দেশের সব ঘাঁটি ও বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
সেনাবাহিনী আরও বলেছে, তারা খার্তুমের কৌশলগত জায়গাগুলো দখল করার জন্য শত্রুদের সঙ্গে লড়াই করছে। সুদানের বিমানবাহিনী আরএসএফের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
সুদানিজ পিপলস লিবারেশন মুভমেন্টের (উত্তর) নেতা মালিক আগর আল-জাজিরাকে বলেছেন, কয়েক দিন ধরেই সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে মধ্যস্থতার কথাবার্তা চলছিল। এর মধ্যে এই সংঘর্ষ একটি আশ্চর্যজনক ঘটনা।
মালিক আগর আরও বলেন, কোন পক্ষ থেকে এই সংঘর্ষ শুরু হলো জানি না। তবে এটি দুঃখজনক।
এদিকে বিবিসি বলেছে, সংঘর্ষের ব্যাপারে দুই পক্ষ থেকেই পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। আরএসএফ বলেছে, তারা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করেছে। তবে তাদের এ দাবির সত্যতা পাওয়া যায়নি। আরএসএফ সেনাসদ্যদের বন্দী করার দাবি করেছে এবং রাজধানীর বাইরে আরও কয়েকটি এলাকা দখলের দাবি করেছে। তবে সেনাবাহিনী তাদের দাবিকে অস্বীকার করেছে।
যুদ্ধ শুরু করার ব্যাপারে সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে আরএসএফ। তারা বলেছে, সেনাবাহিনী প্রথমে তাদের সদর দপ্তরে হামলা করেছে। অন্যদিকে সুদানের সামরিক বাহিনী বলেছে, আরএসএফ তাদের সেনাসদর দপ্তরে হামলার পর সংঘর্ষ শুরু হয়।
সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনী এবং একটি শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী আরএসএফের মধ্যে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং খার্তুম বিমানবন্দরের আশপাশে আজ শনিবার এ ঘটনা ঘটেছে বলে আল-জাজিরা জানিয়েছে।
দক্ষিণ খার্তুমে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) একটি ঘাঁটি রয়েছে। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলেছে, আরএসএফকে কীভাবে সামরিক বাহিনীতে একীভূত করা যায়, তা নিয়ে মতবিরোধ থেকে কয়েক দিন আগে উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনা থেকে আজ থেকে শুরু হলো সংঘর্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সকালের দিকে খার্তুমের বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছিল আরএসএফ। পরে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা দেশের সব ঘাঁটি ও বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
সেনাবাহিনী আরও বলেছে, তারা খার্তুমের কৌশলগত জায়গাগুলো দখল করার জন্য শত্রুদের সঙ্গে লড়াই করছে। সুদানের বিমানবাহিনী আরএসএফের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
সুদানিজ পিপলস লিবারেশন মুভমেন্টের (উত্তর) নেতা মালিক আগর আল-জাজিরাকে বলেছেন, কয়েক দিন ধরেই সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে মধ্যস্থতার কথাবার্তা চলছিল। এর মধ্যে এই সংঘর্ষ একটি আশ্চর্যজনক ঘটনা।
মালিক আগর আরও বলেন, কোন পক্ষ থেকে এই সংঘর্ষ শুরু হলো জানি না। তবে এটি দুঃখজনক।
এদিকে বিবিসি বলেছে, সংঘর্ষের ব্যাপারে দুই পক্ষ থেকেই পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। আরএসএফ বলেছে, তারা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করেছে। তবে তাদের এ দাবির সত্যতা পাওয়া যায়নি। আরএসএফ সেনাসদ্যদের বন্দী করার দাবি করেছে এবং রাজধানীর বাইরে আরও কয়েকটি এলাকা দখলের দাবি করেছে। তবে সেনাবাহিনী তাদের দাবিকে অস্বীকার করেছে।
যুদ্ধ শুরু করার ব্যাপারে সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে আরএসএফ। তারা বলেছে, সেনাবাহিনী প্রথমে তাদের সদর দপ্তরে হামলা করেছে। অন্যদিকে সুদানের সামরিক বাহিনী বলেছে, আরএসএফ তাদের সেনাসদর দপ্তরে হামলার পর সংঘর্ষ শুরু হয়।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে