ডা. তাহমিদা খানম
প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। ৫-৬ বছর ধরে অ্যাকনির সমস্যার কারণে অনেক ওষুধ খেয়েছি। এখনো এ সমস্যায় ভুগছি। খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছি। পোরস অনেক বেড়ে যাচ্ছে। লেজার করার কথা ভাবছি। কিন্তু বুঝতে পারছি না, এটা করা ঠিক হবে কি না। ব্রণের জন্য অনেক গর্ত দেখা যাচ্ছে। মুখের দাগ ও হাই পিগমেন্টেশনও যাচ্ছে না। লেজার করা কি ঠিক হবে?
খোদেজা আমিনা, বরিশাল
ব্রণ থেকে যে গর্ত বা দাগ হয়, সাধারণত ব্রণ সারানোর জন্য ব্যবহার করা ওষুধে সেগুলো নিরাময় হয় না। প্রচলিত ওষুধ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনার ত্বকে নতুন ব্রণ হতে প্রতিরোধ করবে। কিন্তু আগে থেকেই যে পিগমেন্টেশন আছে বা ত্বকের গর্তগুলোর চিকিৎসা হিসেবে আপনি লেজার করাতে পারেন।
প্রশ্ন: আমার বয়স ৪৪ বছর। চাকরি করি। ছয় মাসের মতো হলো বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা। এটা মাঝে মাঝে কমে। মনে হয়, সেরে গেছে। আবার বাড়ে। চেয়ারে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। চেয়ার থেকে উঠে দাঁড়াতে বা হাঁটতে ভীষণ কষ্ট হয়। সকালে শরীরচর্চা করি। শরীরচর্চার সময় ব্যথাটা চলে যায়। বিশ্রাম নেওয়ার পর সেটা আবার ফিরে আসে। এ বিষয়ে কী করতে পারি?
বরকত আলী, রংপুর
পায়ের গোড়ালিতে ব্যথা কয়েকটি কারণে হতে পারে। অনেক সময় গোড়ালির বড় হাড়, যেটিকে ক্যালকেনিয়াম বলে, সেটি থেকে হাড় বৃদ্ধি পায়। সে জন্যও ব্যথা হতে পারে। আবার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হতে পারে। তা ছাড়া যেকোনো প্রদাহজনিত বাত বা বয়সজনিত বাতেও সেই জয়েন্ট আক্রান্ত হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্যও এ ধরনের ব্যথা হতে পারে। আপনি একজন অর্থোপেডিক বা হাড় ও সন্ধি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম,মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ
প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। ৫-৬ বছর ধরে অ্যাকনির সমস্যার কারণে অনেক ওষুধ খেয়েছি। এখনো এ সমস্যায় ভুগছি। খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছি। পোরস অনেক বেড়ে যাচ্ছে। লেজার করার কথা ভাবছি। কিন্তু বুঝতে পারছি না, এটা করা ঠিক হবে কি না। ব্রণের জন্য অনেক গর্ত দেখা যাচ্ছে। মুখের দাগ ও হাই পিগমেন্টেশনও যাচ্ছে না। লেজার করা কি ঠিক হবে?
খোদেজা আমিনা, বরিশাল
ব্রণ থেকে যে গর্ত বা দাগ হয়, সাধারণত ব্রণ সারানোর জন্য ব্যবহার করা ওষুধে সেগুলো নিরাময় হয় না। প্রচলিত ওষুধ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনার ত্বকে নতুন ব্রণ হতে প্রতিরোধ করবে। কিন্তু আগে থেকেই যে পিগমেন্টেশন আছে বা ত্বকের গর্তগুলোর চিকিৎসা হিসেবে আপনি লেজার করাতে পারেন।
প্রশ্ন: আমার বয়স ৪৪ বছর। চাকরি করি। ছয় মাসের মতো হলো বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা। এটা মাঝে মাঝে কমে। মনে হয়, সেরে গেছে। আবার বাড়ে। চেয়ারে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। চেয়ার থেকে উঠে দাঁড়াতে বা হাঁটতে ভীষণ কষ্ট হয়। সকালে শরীরচর্চা করি। শরীরচর্চার সময় ব্যথাটা চলে যায়। বিশ্রাম নেওয়ার পর সেটা আবার ফিরে আসে। এ বিষয়ে কী করতে পারি?
বরকত আলী, রংপুর
পায়ের গোড়ালিতে ব্যথা কয়েকটি কারণে হতে পারে। অনেক সময় গোড়ালির বড় হাড়, যেটিকে ক্যালকেনিয়াম বলে, সেটি থেকে হাড় বৃদ্ধি পায়। সে জন্যও ব্যথা হতে পারে। আবার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হতে পারে। তা ছাড়া যেকোনো প্রদাহজনিত বাত বা বয়সজনিত বাতেও সেই জয়েন্ট আক্রান্ত হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্যও এ ধরনের ব্যথা হতে পারে। আপনি একজন অর্থোপেডিক বা হাড় ও সন্ধি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম,মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ
দেশে ডেঙ্গুর প্রকোপ ও করোনার নতুন উপধরনের সংক্রমণের মধ্যে দুটি রোগের চিকিৎসায় নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ‘ডেঙ্গু ও কোভিড চিকিৎসায় নির্দেশনাবলি’ আজ রোববার (২০ জুলাই) প্রকাশ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে১২ ও ১৩ এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের ২২ ও ২৩তম সভার পর ৪ জুলাই ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে কর্মরত চিকিৎসকদের একটি অংশকে কোনো প্রকার প্রক্রিয়া ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল...
১৬ ঘণ্টা আগেবিভিন্ন কারণে মানুষের জেগে থাকা সময়ের বিরাট অংশ কেটে যায় বিভিন্ন পর্দার দিকে অপলক চেয়ে। অফিসের কাজ হোক কিংবা বাসায় বিনোদন—চোখের আরাম পাওয়ার সুযোগ এখন খুবই কম। এভাবে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখে দেখা দেয় একধরনের অস্বস্তিকর অবস্থা, যাকে বলা হয় কম্পিউটার আই স্ট্রেইন বা ডিজিটাল আই স্ট্রেইন।
১ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী।
২ দিন আগে