লিটন বড়ুয়া
‘খুব চাপে আছি ভাই’—বর্তমান সময়ে বহুল প্রচলিত একটি সংলাপ। বিভিন্ন কারণেই মানুষ চাপে থাকে। ‘খুব চাপে আছি’ বলার মাধ্যমে মানুষ মূলত তাদের মন ও শরীরের ভেতরে সৃষ্ট একটি নেতিবাচক অবস্থাকে বোঝানোর চেষ্টা করে।
অতিরিক্ত মানসিক চাপে যা হতে পারে:
• বুক ধড়ফড় করা
• মাথা ও ঘাড়ে ব্যথা শুরু হওয়া
• রক্তচাপ বেড়ে যাওয়া
• মাংসপেশি শক্ত হয়ে যাওয়া
• মেজাজ খিটখিটে হয়ে যাওয়া
• প্রয়োজন না থাকা সত্ত্বেও একই কাজ বারবার করা
• মনোযোগ নষ্ট হয়ে যাওয়া
• সিদ্ধান্তহীনতায় ভোগা
• মাদকাসক্ত বা ধূমপায়ী হওয়া
• হজমে ও ঘুমে সমস্যা দেখা দেওয়া
চাপ দূরে রাখতে যা করবেন:
চাপ বোঝার চেষ্টা করুন
সব মানুষ একই রকম বিষয়ের প্রতি, একই রকমভাবে এবং একই মাত্রায় মানসিক চাপ অনুভব করেন না। তাই কোন বিষয়গুলোয়, কোন মাত্রায়, কখন ও কীভাবে মানসিক চাপ তৈরি হয়, সেগুলো বুঝতে চেষ্টা করতে হবে। সোজা কথায়, মানসিক চাপের উৎসগুলো খুঁজে বের করতে হবে। চাপের বিপরীতে মন ও শরীর প্রায়ই কী রকম প্রতিক্রিয়া করে, সেটা খেয়াল করুন এবং সেভাবে ব্যবস্থা নিন।
সমন্বয় করুন
অনেকে আছেন যাঁরা শুধু সময়কে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন না। সে জন্য বিভিন্ন রকম চাপের সম্মুখীন হন। তাই সারা দিন বা পুরো সপ্তাহের সময়টা কীভাবে ব্যবহার করবেন, সেটার একটি পরিকল্পনা থাকলে সুবিধা পাবেন। দিন বা সপ্তাহ শেষে সেই পরিকল্পনা ও বাস্তবতার মধ্যে ফারাক থাকলে তার কারণগুলো বের করে ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। এ ছাড়া কোনটা জরুরি, সেটা বুঝে কাজ করতে হবে।
বিকল্প চিন্তার চর্চা করুন
মানসিক চাপ মোকাবিলায় একটি ভালো কৌশল হলো বিকল্প চিন্তা করতে পারার ক্ষমতা। কোনো ঘটনা বা সময় অথবা পরিস্থিতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে পারলে চাপ অনেক কমে যাবে।
বর্তমানে থাকুন
বর্তমান একই সঙ্গে আমাদের অতীতে পরিণত হয় এবং ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজ করে। আমাদের শরীর বর্তমানে অবস্থান করলেও মন অধিকাংশ সময় অতীত নতুবা ভবিষ্যৎকেন্দ্রিক বিষয়ের ভেতরে ঘুরপাক খায়। ফলে দেহ ও মনের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়। মন বর্তমানের ওপর মনোযোগী না হয়ে অতীতের ভেতরে ডুবে গেলে হতাশা, বিষণ্ণতা দেখা দেয় এবং ভবিষ্যতের ভেতরে ঘুরপাক খেলে উদ্বিগ্নতা, দুশ্চিন্তা দেখা দেয়। তাই দৈনন্দিন জীবনকে চাপমুক্ত রাখতে হলে মনকে বর্তমানের ভেতরে আবদ্ধ রাখার চেষ্টা করতে হবে।
লেখক: মনোবিজ্ঞানী, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত
‘খুব চাপে আছি ভাই’—বর্তমান সময়ে বহুল প্রচলিত একটি সংলাপ। বিভিন্ন কারণেই মানুষ চাপে থাকে। ‘খুব চাপে আছি’ বলার মাধ্যমে মানুষ মূলত তাদের মন ও শরীরের ভেতরে সৃষ্ট একটি নেতিবাচক অবস্থাকে বোঝানোর চেষ্টা করে।
অতিরিক্ত মানসিক চাপে যা হতে পারে:
• বুক ধড়ফড় করা
• মাথা ও ঘাড়ে ব্যথা শুরু হওয়া
• রক্তচাপ বেড়ে যাওয়া
• মাংসপেশি শক্ত হয়ে যাওয়া
• মেজাজ খিটখিটে হয়ে যাওয়া
• প্রয়োজন না থাকা সত্ত্বেও একই কাজ বারবার করা
• মনোযোগ নষ্ট হয়ে যাওয়া
• সিদ্ধান্তহীনতায় ভোগা
• মাদকাসক্ত বা ধূমপায়ী হওয়া
• হজমে ও ঘুমে সমস্যা দেখা দেওয়া
চাপ দূরে রাখতে যা করবেন:
চাপ বোঝার চেষ্টা করুন
সব মানুষ একই রকম বিষয়ের প্রতি, একই রকমভাবে এবং একই মাত্রায় মানসিক চাপ অনুভব করেন না। তাই কোন বিষয়গুলোয়, কোন মাত্রায়, কখন ও কীভাবে মানসিক চাপ তৈরি হয়, সেগুলো বুঝতে চেষ্টা করতে হবে। সোজা কথায়, মানসিক চাপের উৎসগুলো খুঁজে বের করতে হবে। চাপের বিপরীতে মন ও শরীর প্রায়ই কী রকম প্রতিক্রিয়া করে, সেটা খেয়াল করুন এবং সেভাবে ব্যবস্থা নিন।
সমন্বয় করুন
অনেকে আছেন যাঁরা শুধু সময়কে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন না। সে জন্য বিভিন্ন রকম চাপের সম্মুখীন হন। তাই সারা দিন বা পুরো সপ্তাহের সময়টা কীভাবে ব্যবহার করবেন, সেটার একটি পরিকল্পনা থাকলে সুবিধা পাবেন। দিন বা সপ্তাহ শেষে সেই পরিকল্পনা ও বাস্তবতার মধ্যে ফারাক থাকলে তার কারণগুলো বের করে ব্যবধান ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। এ ছাড়া কোনটা জরুরি, সেটা বুঝে কাজ করতে হবে।
বিকল্প চিন্তার চর্চা করুন
মানসিক চাপ মোকাবিলায় একটি ভালো কৌশল হলো বিকল্প চিন্তা করতে পারার ক্ষমতা। কোনো ঘটনা বা সময় অথবা পরিস্থিতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে পারলে চাপ অনেক কমে যাবে।
বর্তমানে থাকুন
বর্তমান একই সঙ্গে আমাদের অতীতে পরিণত হয় এবং ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজ করে। আমাদের শরীর বর্তমানে অবস্থান করলেও মন অধিকাংশ সময় অতীত নতুবা ভবিষ্যৎকেন্দ্রিক বিষয়ের ভেতরে ঘুরপাক খায়। ফলে দেহ ও মনের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যায়। মন বর্তমানের ওপর মনোযোগী না হয়ে অতীতের ভেতরে ডুবে গেলে হতাশা, বিষণ্ণতা দেখা দেয় এবং ভবিষ্যতের ভেতরে ঘুরপাক খেলে উদ্বিগ্নতা, দুশ্চিন্তা দেখা দেয়। তাই দৈনন্দিন জীবনকে চাপমুক্ত রাখতে হলে মনকে বর্তমানের ভেতরে আবদ্ধ রাখার চেষ্টা করতে হবে।
লেখক: মনোবিজ্ঞানী, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত
নানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
২ ঘণ্টা আগেঅফিসে বারবার ঘুম পেলে তা কাজের ওপর বড় প্রভাব ফেলে। ডেডলাইন মিস করা, কাজ জমে যাওয়া, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসা জরুরি। তবে কিছু বিষয় মেনে চললে কাজের সময় ঘুম পাওয়া থেকে রেহাই পেতে পারেন।
২ ঘণ্টা আগেবাতরোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের সমস্যা বলে বিবেচিত। কিন্তু শিশুরাও এতে আক্রান্ত হতে পারে। অনেক সময় অভিভাবকেরা ভাবেন, এই বয়সে এমন ব্যথা বা অস্বস্তি সাময়িক। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক শিশু দীর্ঘস্থায়ী বাতরোগে ভোগে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রারাইটিস...
৩ ঘণ্টা আগেশরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জ্বর বলা হয়। জ্বর আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ। ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে।
৩ ঘণ্টা আগে