ডা. মো. আরমান হোসেন রনি
টেরিজিয়াম বলতে বোঝায় চোখে মাংস বৃদ্ধি। কনজাংটিভা থেকে কর্নিয়া পর্যন্ত ত্রিভুজাকৃতির পর্দার মতো বেড়ে যাওয়া আবরণই টেরিজিয়াম। একে চোখের মণির আগাছাও বলা হয়। এটি দুচোখে অথবা এক চোখে হতে পারে।
টেরিজিয়াম চোখের কোণে শুরু হয়ে কর্নিয়ার ওপর পর্যন্ত চলে যায়। এটি কর্নিয়ার কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হলে দৃষ্টিশক্তি কমে যায়। আমাদের দেশে এ ধরনের অসংখ্য রোগী আছে। শুধু ওষুধ দিয়ে এর বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।
লক্ষণ
চোখে ব্যথা, লাল ভাব, চুলকানি, ঘোলাটে দৃষ্টি, চোখ থেকে পানি পড়া ইত্যাদি সমস্যা থাকে। কখনো কখনো মনে হবে, চোখে কোনো কিছু আছে।
রোগের কারণ
বিভিন্ন গবেষণায় জানা যায়, অতিরিক্ত আলট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে থাকলে এ রোগ হওয়ার আশঙ্কা থাকে। যাঁদের গরম আবহাওয়া, রোদ অথবা অনেক বাতাসে দীর্ঘক্ষণ থাকতে হয়, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।
এ ছাড়া সব সময় পরাগরেণু, ধুলাবালি, ধূমপান অথবা ঝোড়ো হাওয়ার সংস্পর্শে থাকলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
চিকিৎসা
প্রাথমিক অবস্থায় কিছু ওষুধের ব্যবস্থাপত্র দেওয়া হয়। অনেকে ওষুধে ভালো হয়ে যান। আবার এট্রোপিক বা ডিজেনারেটেড টেরিজিয়াম এবং সিউডোটেরিজিয়ামের ক্ষেত্রে দীর্ঘ পর্যবেক্ষণ ছাড়া তেমন কোনো চিকিৎসা লাগে না। তবে প্রগ্রেসিভ টেরিজিয়ামের একমাত্র চিকিৎসা হলো অপারেশন। ছোট একটি অপারেশন করে চোখের বর্ধিত মাংস ফেলে দেওয়া হয়।
দুটি পদ্ধতিতে এই অপারেশন করা যায়।
টেরিজিয়াম এক্সিশন: অপারেশন করে বর্ধিত অংশ কেটে ফেলা হয়। তবে আবার হওয়ার ঝুঁকি থাকে।
টেরিজিয়াম গ্রাফটিং: এতে আবার হওয়ার ঝুঁকি থাকে খুব কম।
চোখে মাংস বেড়ে গেলে অবশ্যই চক্ষুচিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চিকিৎসা নিতে দেরি করলে অনেক সময় অপারেশনের পরও ভালো ফল পাওয়া যায় না।
ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
টেরিজিয়াম বলতে বোঝায় চোখে মাংস বৃদ্ধি। কনজাংটিভা থেকে কর্নিয়া পর্যন্ত ত্রিভুজাকৃতির পর্দার মতো বেড়ে যাওয়া আবরণই টেরিজিয়াম। একে চোখের মণির আগাছাও বলা হয়। এটি দুচোখে অথবা এক চোখে হতে পারে।
টেরিজিয়াম চোখের কোণে শুরু হয়ে কর্নিয়ার ওপর পর্যন্ত চলে যায়। এটি কর্নিয়ার কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হলে দৃষ্টিশক্তি কমে যায়। আমাদের দেশে এ ধরনের অসংখ্য রোগী আছে। শুধু ওষুধ দিয়ে এর বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।
লক্ষণ
চোখে ব্যথা, লাল ভাব, চুলকানি, ঘোলাটে দৃষ্টি, চোখ থেকে পানি পড়া ইত্যাদি সমস্যা থাকে। কখনো কখনো মনে হবে, চোখে কোনো কিছু আছে।
রোগের কারণ
বিভিন্ন গবেষণায় জানা যায়, অতিরিক্ত আলট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে থাকলে এ রোগ হওয়ার আশঙ্কা থাকে। যাঁদের গরম আবহাওয়া, রোদ অথবা অনেক বাতাসে দীর্ঘক্ষণ থাকতে হয়, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।
এ ছাড়া সব সময় পরাগরেণু, ধুলাবালি, ধূমপান অথবা ঝোড়ো হাওয়ার সংস্পর্শে থাকলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
চিকিৎসা
প্রাথমিক অবস্থায় কিছু ওষুধের ব্যবস্থাপত্র দেওয়া হয়। অনেকে ওষুধে ভালো হয়ে যান। আবার এট্রোপিক বা ডিজেনারেটেড টেরিজিয়াম এবং সিউডোটেরিজিয়ামের ক্ষেত্রে দীর্ঘ পর্যবেক্ষণ ছাড়া তেমন কোনো চিকিৎসা লাগে না। তবে প্রগ্রেসিভ টেরিজিয়ামের একমাত্র চিকিৎসা হলো অপারেশন। ছোট একটি অপারেশন করে চোখের বর্ধিত মাংস ফেলে দেওয়া হয়।
দুটি পদ্ধতিতে এই অপারেশন করা যায়।
টেরিজিয়াম এক্সিশন: অপারেশন করে বর্ধিত অংশ কেটে ফেলা হয়। তবে আবার হওয়ার ঝুঁকি থাকে।
টেরিজিয়াম গ্রাফটিং: এতে আবার হওয়ার ঝুঁকি থাকে খুব কম।
চোখে মাংস বেড়ে গেলে অবশ্যই চক্ষুচিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চিকিৎসা নিতে দেরি করলে অনেক সময় অপারেশনের পরও ভালো ফল পাওয়া যায় না।
ডা. মো. আরমান হোসেন রনি, চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বাড়ি চট্টগ্রামে। এ সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮০ জন।
৯ ঘণ্টা আগেপুরুষদের জন্য নিরাপদ, কার্যকর ও হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ বড়ির পরীক্ষায় মিলেছে বড় সাফল্য। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৬ জন পুরুষ। এই ধাপে ওষুধটি শরীরে যথাযথ মাত্রায় পৌঁছায় কি না এবং এটি হৃদস্পন্দন, হরমোন, প্রদাহ, মেজাজ কিংবা যৌনক্ষমতার ওপর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে কি না—তা পর্যবেক্ষণ
২ দিন আগেবাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশ—শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের মানুষদের আল্ট্রাপ্রসেসড ফুড বা অতি-প্রক্রিয়াজাত খাবার গ্রহণের প্রবণতা অনেক বেশি। এই অঞ্চলের বেশির ভাগ মানুষ, দিনের কোনো না কোনো পর্যায়ে এ ধরনের খাবার গ্রহণ করেন। গবেষণায় উঠে এসেছে যে, এই চার দেশের মানুষের একটা বড় অংশই তাদের...
২ দিন আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
২ দিন আগে