Ajker Patrika

গরমে তৃষ্ণা মেটানোর উপযুক্ত পানীয় কী

মো. ইকবাল হোসেন
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাদ্যের অন্যতম প্রধান উপাদান পানি। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আমাদের শরীরের ৬০-৭০ শতাংশ পানি। বয়স, ওজন ও উচ্চতা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে পানি পান জরুরি। প্রচণ্ড তাপপ্রবাহে অনেক ক্ষেত্রে পিপাসা মেটাতে বিশুদ্ধ পানির সঙ্গে অন্যান্য পানীয় পান সাধারণ ঘটনা। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ফলের রস, লেবুর শরবত, কোমল পানীয় ইত্যাদি। তবে তৃষ্ণা নিবারণে সবচেয়ে উপযুক্ত হচ্ছে বিশুদ্ধ পানি। আরও নির্দিষ্ট করে বললে যেকোনো পদ্ধতিতে মাটির নিচ থেকে উত্তোলিত পানি।

কেন বিশুদ্ধ পানি সবচেয়ে উপযুক্ত

আমাদের শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্রম নির্দিষ্ট নিয়মে চলে। শরীরে হরমোনের কার্যকারিতা, ক্ষারের ভারসাম্য, হার্টবিটসহ সবকিছু নির্দিষ্ট পরিসীমার মধ্যে থাকতে হয়। মানুষের শরীরে রক্ত, প্রস্রাবসহ সব ধরনের তরলের বেশির ভাগের পিএইচ ৭-এর কাছাকাছি। তাই মানুষের শরীর পিএইচের মান ৭-এর মধ্যে সীমাবদ্ধ পানীয়তে সবচেয়ে কর্মক্ষম হবে। সে ক্ষেত্রে বিশুদ্ধ পানির বিকল্প নেই। এর পিএইচ বা ক্ষারের মান ৭। আবার এই বিশুদ্ধ পানির তাপমাত্রাও আমাদের শরীরের তাপমাত্রার খুব কাছাকাছি।

অন্য পানীয় কেন নয়

ফলের রস: এটি নিঃসন্দেহে অনেক উপকারী। কিন্তু তা কোনোভাবেই বেশি পান করা যাবে না। একেক ফলের পিএইচ মান কিন্তু একেক রকম। কোনোটা অল্প অ্যাসিডিক, আবার কোনোটা বেশি। অতিরিক্ত ফলের রস পানে শরীরের পিএইচের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দিনে একবার ২৫০ থেকে ৩০০ মিলির বেশি ফলের রস পান করা যাবে না। শারীরিক অন্য কোনো সমস্যা থাকলে পরিমাণ আরও কম হবে।

ফলের রসে প্রচুর ইলেকট্রোলাইট থাকে। বেশি পানে শরীরে পটাশিয়ামসহ অন্যান্য খনিজের ভারসাম্য নষ্ট হতে পারে। এই অবস্থা কিডনির ওপর চাপ তৈরি করবে। তবে সুস্থ স্বাভাবিক ও বেশি শারীরিক পরিশ্রম করেন, এমন ব্যক্তিরা বেশি পানি পান করতে পারেন।

লেবুর শরবত: লেবুর শরবত স্বাস্থ্যবান্ধব হলেও অতিরিক্ত পান স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। প্রথমত, লেবু একটি অ্যাসিডিক ফল। এর পিএইচ ৭-এর কম। অতিরিক্ত লেবুর শরবত পানে শরীরের পিএইচের ভারসাম্য নষ্ট হতে পারে।

এক গ্লাস পানিতে দু-তিনটি লেবুর রস দেওয়া যাবে না। তাতে শরীরের পিএইচের মান ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হবে। শরবত তৈরির জন্য ছোট এক টুকরো লেবুই যথেষ্ট।

স্যালাইন পানি কেন নয়

স্যালাইন পানি মূলত ডায়রিয়ার রোগীদের জন্য। আপনি পিপাসা মেটাতে স্যালাইন পানি পান করলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হবে। শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণ বাড়লে পানি জমে ফুলে যেতে পারে। তাই এ ব্যাপারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ঠান্ডা পানি কেন খাবেন না

অনেকে পিপাসা মেটাতে ফ্রিজের ঠান্ডা পানি পান করেন। এতে শরীরে তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়। তাই ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি পান না করে তাপমাত্রা স্বাভাবিক হলে পান করুন অথবা ঠান্ডা পানির সঙ্গে স্বাভাবিক পানি মিশিয়ে পান করতে হবে। আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো কাজ করে।

বোতলজাত পানি

বেশির ভাগ বোতলজাত পানি রাসায়নিক ব্যবহার করে বিশুদ্ধ করা হয়। সে ক্ষেত্রে কিছু রাসায়নিকের উপস্থিতি পানিতে থেকে যেতে পারে। রাসায়নিকভাবে পরিশুদ্ধ করার কারণে পানি থেকে কিছু খনিজের পরিমাণ কমে যায়। এ কারণে বোতলজাত পানির স্বাদে কিছুটা পরিবর্তন আসে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোমল পানীয় কেন নয়

কোমল পানীয় মোটেই স্বাস্থ্যকর নয়। এটি শরীরের তাপমাত্রা, পিএইচের স্তর ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট করে। তাই তৃষ্ণা নিবারণে এগুলো পান করা ঠিক নয়।

পিপাসা মেটাতে সব সময় ভূগর্ভস্থ বিশুদ্ধ পানি পরিমিত পান করতে হবে। শরীরের চাহিদার অতিরিক্ত পানি পান করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তবে ভূগর্ভস্থ পানি পান করার আগে নিশ্চিত হতে হবে, তাতে আর্সেনিক ও আয়রনের পরিমাণ শরীরে অনুমোদিত সীমার মধ্যে রয়েছে কি না। এ ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা পুষ্টিবিদের পরামর্শ অবশ্যই নিতে হবে।

পরামর্শ দিয়েছেন: জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত