Ajker Patrika

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি। ছবি: আজকের পত্রিকা
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি। ছবি: আজকের পত্রিকা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দুজনই পুরুষ। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩৩০ জন ভর্তি হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮৬ জন বরিশাল বিভাগের (সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছে ৫৪ জন। আর ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছে।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিদের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল এবং অপরজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ২১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ১৩ হাজার ৯৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৮৫ জন।

তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে—১৯ জন। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন এবং চলতি মাসে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত