ডা. পবিনা আফরোজ পারভীন
নারীদের প্রজননতন্ত্রের বিভিন্ন ক্যানসারের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসার অন্যতম। এতে মৃত্যুহার খুব বেশি, ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। ডিম্বাশয়ের আবরণ, ডিম্বনালি ও পেরিটেনিয়ামের ক্যানসারকে একসঙ্গে ডিম্বাশয়ের ক্যানসার বলে। কারণ, উপসর্গ, রোগনির্ণয় এবং চিকিৎসাপদ্ধতিও তাদের একই রকম। এই ক্যানসার সাধারণত শেষ পর্যায়ে এসে ধরা পড়ে। এর আগে রোগটির উপসর্গগুলো নির্দিষ্ট থাকে না।
উপসর্গ
এই ক্যানসারের নির্দিষ্ট কোনো উপসর্গ থাকে না। তবে কিছু শারীরিক সমস্যাকে উপসর্গ হিসেবে চিহ্নিত করা যায়। যেমন—
» ক্ষুধামান্দ্য
» অল্প খেলে পেট ভরা মনে হয়
» পেট বড় হয়ে যাওয়া
» পেটে ব্যথা অনুভব করা
» পেটে চাকা অনুভব করা
» ওজন কমে যাওয়া
» ঘন ঘন প্রস্রাব হওয়া।
এসব উপসর্গ যদি মাসের ১২ দিনের বেশি হয় এবং এক বছর পর্যন্ত স্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ঝুঁকিতে কারা
» পারিবারিক ক্যানসারের ইতিহাস আছে যাদের
» যারা কখনো গর্ভধারণ করেনি
» যাদের ওজন বেশি
» যাদের মাসিক শুরু হয় অল্প বয়সে আর মেনোপজ হয় দেরিতে
» যারা মেনোপজের পর হরমোন থেরাপি নেয়
» বেশি বয়স্ক নারী ও অল্প বয়সের মেয়ে।
রোগ শনাক্তকরণ
মাত্র ২০ শতাংশ রোগী প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব। শারীরিক বিভিন্ন পরীক্ষার পাশাপাশি পেটের আলট্রাসনোগ্রাম, টিউমার মার্কার এবং আগে পেটের সিটি স্ক্যান ইত্যাদি করে রোগনির্ণয়
করা যায়।
চিকিৎসা
প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে অপারেশন করা সম্ভব।
অপারেশন ছাড়া কেমোথেরাপি ও টার্গেটেড থেরাপিও দেওয়া হয়। অ্যাডভান্স পর্যায়ে আগে কেমোথেরাপি দিয়ে পরে অপারেশন করা হয়। যেহেতু ডিম্বাশয়ের ক্যানসারের উপসর্গ কম ও নির্দিষ্ট এবং মৃত্যুহার বেশি, সে কারণে একটু উপসর্গ দেখা দিলেই দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যানসার ও ল্যাপারোস্কোপিক সার্জন, কনসালট্যান্ট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা
নারীদের প্রজননতন্ত্রের বিভিন্ন ক্যানসারের মধ্যে ডিম্বাশয়ের ক্যানসার অন্যতম। এতে মৃত্যুহার খুব বেশি, ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। ডিম্বাশয়ের আবরণ, ডিম্বনালি ও পেরিটেনিয়ামের ক্যানসারকে একসঙ্গে ডিম্বাশয়ের ক্যানসার বলে। কারণ, উপসর্গ, রোগনির্ণয় এবং চিকিৎসাপদ্ধতিও তাদের একই রকম। এই ক্যানসার সাধারণত শেষ পর্যায়ে এসে ধরা পড়ে। এর আগে রোগটির উপসর্গগুলো নির্দিষ্ট থাকে না।
উপসর্গ
এই ক্যানসারের নির্দিষ্ট কোনো উপসর্গ থাকে না। তবে কিছু শারীরিক সমস্যাকে উপসর্গ হিসেবে চিহ্নিত করা যায়। যেমন—
» ক্ষুধামান্দ্য
» অল্প খেলে পেট ভরা মনে হয়
» পেট বড় হয়ে যাওয়া
» পেটে ব্যথা অনুভব করা
» পেটে চাকা অনুভব করা
» ওজন কমে যাওয়া
» ঘন ঘন প্রস্রাব হওয়া।
এসব উপসর্গ যদি মাসের ১২ দিনের বেশি হয় এবং এক বছর পর্যন্ত স্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
ঝুঁকিতে কারা
» পারিবারিক ক্যানসারের ইতিহাস আছে যাদের
» যারা কখনো গর্ভধারণ করেনি
» যাদের ওজন বেশি
» যাদের মাসিক শুরু হয় অল্প বয়সে আর মেনোপজ হয় দেরিতে
» যারা মেনোপজের পর হরমোন থেরাপি নেয়
» বেশি বয়স্ক নারী ও অল্প বয়সের মেয়ে।
রোগ শনাক্তকরণ
মাত্র ২০ শতাংশ রোগী প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব। শারীরিক বিভিন্ন পরীক্ষার পাশাপাশি পেটের আলট্রাসনোগ্রাম, টিউমার মার্কার এবং আগে পেটের সিটি স্ক্যান ইত্যাদি করে রোগনির্ণয়
করা যায়।
চিকিৎসা
প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে অপারেশন করা সম্ভব।
অপারেশন ছাড়া কেমোথেরাপি ও টার্গেটেড থেরাপিও দেওয়া হয়। অ্যাডভান্স পর্যায়ে আগে কেমোথেরাপি দিয়ে পরে অপারেশন করা হয়। যেহেতু ডিম্বাশয়ের ক্যানসারের উপসর্গ কম ও নির্দিষ্ট এবং মৃত্যুহার বেশি, সে কারণে একটু উপসর্গ দেখা দিলেই দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: স্ত্রীরোগ, প্রসূতি এবং স্ত্রীরোগ ক্যানসার ও ল্যাপারোস্কোপিক সার্জন, কনসালট্যান্ট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা
একটি রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০টিরও বেশি ধরনের ক্যানসার শনাক্ত করা সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে। ওই গবেষণায় বলা হয়েছে, এই রক্ত পরীক্ষা ক্যানসার শনাক্ত করার গতিও বাড়িয়ে দেয়।
১ দিন আগেজাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী ১৫ থেকে ২৯ বছর বয়সীদের তরুণ বলা হয়। বাংলাদেশে তরুণের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। বর্তমানে এই তরুণদের মধ্যেও বিভিন্ন রকমের নন-কমিউনিকেবল রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। আগে মনে করা হতো, ডায়াবেটিস বয়স্ক মানুষের রোগ।
১ দিন আগেহিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্মি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (আজ) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। শুক্রবার (গতকাল) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলন করে অভিযাত্রী নুরুননাহার নিম্মির হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১ দিন আগেনারীর ক্যানসারের মধ্যে স্তন ক্যানসারই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি নির্ণয় হওয়া রোগ। ২০২২ সালে আনুমানিক ২ দশমিক ৩ মিলিয়ন নারী এই রোগে আক্রান্ত হয়েছিলেন এবং আরও ৬ লাখ ৭০ হাজার নারী মারা গেছেন। যেখানে উচ্চ আয়ের দেশগুলোতে এই রোগে ৫ বছর বেঁচে থাকার হার ৯০ শতাংশের বেশি, সেখানে ভারতে এই সংখ্যা ৬৬ শতাংশ...
১ দিন আগে