Ajker Patrika

হিমোগ্লোবিন বাড়াতে ৪ খাবার

স্বাস্থ্য ডেস্ক
হিমোগ্লোবিন বাড়াতে  ৪ খাবার

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে রক্তস্বল্পতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে। আয়রনসমৃদ্ধ খাবার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। হাতের কাছেই এ ধরনের খাবার পাওয়া যায়।

হালিম দানা
হালিম দানা বা অ্যালিভ সিড আয়রনে ভরপুর একটি খাবার। এই ক্ষুদ্র বীজ নন-হিম আয়রনের একটি সমৃদ্ধ উৎস। আয়রন ছাড়াও অ্যালিভ সিড ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড ও ভিটামিন সির মতো অন্যান্য পুষ্টি 
দিয়ে পূর্ণ। 

ডালিম
ডালিমের ভিটামিন সি আয়রন শোষণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফল অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজের ভালো উৎস। ডালিমের দানা খেলে বা ডালিমের রস পান করলে তা আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে।

পালংশাক 
পালংশাকে ফোলেটের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে, যা লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য জরুরি। 
এ ছাড়া এতে রয়েছে আয়রন ও ভিটামিন সি। পালংশাক মূলত একটি ক্ল্যাসিক আয়রনসমৃদ্ধ খাবার।

ডিম 
একটি বড় আকারের সেদ্ধ ডিমে প্রায় ১ মিলিগ্রাম আয়রন থাকে। ডিম হলো হিম আয়রনের একটি সহজলভ্য উৎস, যা প্রাণিজ খাদ্যে পাওয়া যায়। এটি সহজেই শরীরে শোষিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত