ডা. মো. আরমান হোসেন রনি
চোখে আঘাত বলতে অক্ষিগোলক ও তার পাশের জায়গার আঘাতকে বোঝায়। চোখে বিভিন্ন কারণে আঘাত লাগতে পারে। এ কারণে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আঘাতের কারণ
» হঠাৎ খোঁচা লাগা
» চোখে ধুলাবালি বা রাসায়নিক বস্তু ঢুকে যাওয়া
» খেলাধুলা ও দুর্ঘটনা
» এয়ারগান, পেলেট গান এবং পেন্ট বলের আঘাত
» আতশবাজি বা ধোঁয়া
প্রতিকার
» চোখে ধুলাবালি পড়লে
» স্যালাইন দ্রবণ বা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
» চোখের পাতার নিচে আটকে থাকা কণাগুলো ব্রাশ করার জন্য নিজের চোখের পাতার ওপর ওপরের চোখের পাতাটি টানুন। সব কণা অপসারণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে একজন চক্ষু বিশেষজ্ঞের সহায়তা নিন।
যা করবেন না
» চোখ ঘষবেন না। এতে চোখের মণির ক্ষতি হতে পারে।
» চোখে কিছু পড়লে
» সম্ভব হলে চোখ ঢেকে রাখুন।
» দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
» চোখ ঘষবেন না।
» চোখে ব্যান্ডেজ করা থেকে বিরত থাকুন।
চোখে রাসায়নিক ঢুকে গেলে
» পানি দিয়ে চোখ পরিষ্কার করুন।
» সম্ভব হলে রাসায়নিক বস্তুটি শনাক্ত করুন।
» অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ভোঁতা আঘাতের জন্য
» হালকা করে ঠান্ডা কম্প্রেশন প্রয়োগ করুন।
» চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
» চোখে চাপ দেবেন না।
বিপদ চিহ্ন
যা হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে
» দৃষ্টি ঝাপসা লাগলে
» চোখে প্রচণ্ড ব্যথা হলে
» চোখ অনেক ফুলে গেলে
» হঠাৎ সবকিছু দুটো করে দেখা শুরু করলে
» কোনো ক্ষত নজরে এলে বা রক্তক্ষরণ হলে।
লেখক: কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা
চোখে আঘাত বলতে অক্ষিগোলক ও তার পাশের জায়গার আঘাতকে বোঝায়। চোখে বিভিন্ন কারণে আঘাত লাগতে পারে। এ কারণে দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আঘাতের কারণ
» হঠাৎ খোঁচা লাগা
» চোখে ধুলাবালি বা রাসায়নিক বস্তু ঢুকে যাওয়া
» খেলাধুলা ও দুর্ঘটনা
» এয়ারগান, পেলেট গান এবং পেন্ট বলের আঘাত
» আতশবাজি বা ধোঁয়া
প্রতিকার
» চোখে ধুলাবালি পড়লে
» স্যালাইন দ্রবণ বা পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
» চোখের পাতার নিচে আটকে থাকা কণাগুলো ব্রাশ করার জন্য নিজের চোখের পাতার ওপর ওপরের চোখের পাতাটি টানুন। সব কণা অপসারণ হয়েছে কি না, তা নিশ্চিত করতে একজন চক্ষু বিশেষজ্ঞের সহায়তা নিন।
যা করবেন না
» চোখ ঘষবেন না। এতে চোখের মণির ক্ষতি হতে পারে।
» চোখে কিছু পড়লে
» সম্ভব হলে চোখ ঢেকে রাখুন।
» দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
» চোখ ঘষবেন না।
» চোখে ব্যান্ডেজ করা থেকে বিরত থাকুন।
চোখে রাসায়নিক ঢুকে গেলে
» পানি দিয়ে চোখ পরিষ্কার করুন।
» সম্ভব হলে রাসায়নিক বস্তুটি শনাক্ত করুন।
» অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ভোঁতা আঘাতের জন্য
» হালকা করে ঠান্ডা কম্প্রেশন প্রয়োগ করুন।
» চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যা করবেন না
» চোখে চাপ দেবেন না।
বিপদ চিহ্ন
যা হলে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে
» দৃষ্টি ঝাপসা লাগলে
» চোখে প্রচণ্ড ব্যথা হলে
» চোখ অনেক ফুলে গেলে
» হঠাৎ সবকিছু দুটো করে দেখা শুরু করলে
» কোনো ক্ষত নজরে এলে বা রক্তক্ষরণ হলে।
লেখক: কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২০৯ জন রোগী।
১৮ ঘণ্টা আগেযেকোনো অপারেশনের আগে রোগী ও তাঁর আত্মীয়স্বজনের মধ্যে ভয় বা দুশ্চিন্তা কাজ করে। এই ভয় অমূলকও নয়। কারণ, অপারেশন মানেই কাটাছেঁড়া, অজ্ঞান থেকে জ্ঞান ফিরবে কি না, সে চিন্তা মাথায় কাজ করে। তা ছাড়া অপারেশনের ক্ষেত্রে অ্যানেসথেসিয়ার বিষয়ে জানাশোনা ও সতর্কতার স্পষ্ট ধারণা থাকে না বেশির ভাগ মানুষের।
১ দিন আগেডায়াবেটিসের কারণে আপনার মুখ ও দাঁতে নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি অসুস্থতা; যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এটি শুধু হার্ট, কিডনি অথবা চোখেরই ক্ষতি করে না, বরং দাঁত ও মাড়ির ওপরও ফেলতে পারে মারাত্মক প্রভাব।
১ দিন আগেআপনি সুস্থ অবস্থায় রাতে ঘুমিয়ে ছিলেন। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়েছেন। দেখলেন, মুখটা একদিকে বেঁকে গেছে। চোখ পুরোপুরি বন্ধ হচ্ছে না। মুখে পানি নিয়ে ঠিকমতো কুলি করতে পারছেন না। এমন সমস্যা অনেকের দেখা দেয়। এই সমস্যাই আসলে বেলস পালসি বা ফেশিয়াল পালসি।
১ দিন আগে