মো. আব্দুল আলীম
আপনি সুস্থ অবস্থায় রাতে ঘুমিয়ে ছিলেন। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়েছেন। দেখলেন, মুখটা একদিকে বেঁকে গেছে। চোখ পুরোপুরি বন্ধ হচ্ছে না। মুখে পানি নিয়ে ঠিকমতো কুলি করতে পারছেন না। এমন সমস্যা অনেকের দেখা দেয়। এই সমস্যাই আসলে বেলস পালসি বা ফেশিয়াল পালসি।
এটি নিউরোলজিক্যাল অবস্থা। এটি মুখের পেশির অস্থায়ী দুর্বলতা বা প্যারালাইসিস। বেলস পালসি ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ঘটতে পারে। মুখের পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুটি ফোলা বা সংকুচিত হয়ে গেলে এটি ঘটতে পারে। এই অবস্থার কারণে মুখের এক পাশ ঝুলে যায় কিংবা শক্ত হয়ে যায়। মুখের এক পাশ হঠাৎ বেঁকে যায়। আমাদের মুখে ১২ জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে। এগুলোর মধ্যে ৭ নম্বর ফেশিয়াল স্নায়ু নষ্ট হয়। তাই এই রোগকে ফেশিয়াল পালসিও বলা হয়। যেকোনো বয়সে এটি হতে পারে। তবে গবেষণায় দেখা গেছে, ১৬ থেকে ৬০ বছর বয়সীদের এ রোগের হার বেশি। এতে আক্রান্ত ৭৩ শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়।
বেলস পালসি কীভাবে ঘটে
চোখ, মুখ ও জিবের কিছু অংশের পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ু বা ফেশিয়াল নার্ভে হঠাৎ প্রদাহ কিংবা চাপ পড়ার কারণে সাধারণত বেলস পালসি হয়। এতে স্নায়ুটি ঠিকমতো সংকেত পাঠাতে পারে না। ফলে মুখের এক পাশের নড়াচড়া বন্ধ হয়ে যায় কিংবা দুর্বল হয়ে পড়ে।
বেলস পালসির কারণ
বেলস পালসির লক্ষণ
ফিজিওথেরাপি চিকিৎসা
এই রোগে মুখের মাংসপেশিকে শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম করতে হয়। এ ছাড়া প্রোপ্রিয়োসেপটিভ নিউরোমাস্কুলার ফেসিলিলেটর টেকনিক ব্যবহার করা হয়। থেরাপিউটিক ম্যাসাজ, ফেশিয়াল নার্ভ মোবিলাইজেশন, মিমিক থেরাপি টেকনিক ইত্যাদি ব্যবহার করা হয়। এ ছাড়া ব্যবহার করা হয় ইলেকট্রোথেরাপিও।
সতর্কতা
বেলস পালসি হলে রোগীদের কিছু সতর্কতা এবং নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। যেমন ঠান্ডাজাতীয় খাবার খাওয়া এবং ঠান্ডা জিনিস কোনোভাবেই ব্যবহার করা যাবে না। সরাসরি বাতাস লাগানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা এবং তাঁর পরামর্শ অনুযায়ী বাসায়ও কিছু ব্যায়াম করতে হতে পারে।
পরামর্শ দিয়েছেন: বাত-ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ; চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬
আপনি সুস্থ অবস্থায় রাতে ঘুমিয়ে ছিলেন। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়েছেন। দেখলেন, মুখটা একদিকে বেঁকে গেছে। চোখ পুরোপুরি বন্ধ হচ্ছে না। মুখে পানি নিয়ে ঠিকমতো কুলি করতে পারছেন না। এমন সমস্যা অনেকের দেখা দেয়। এই সমস্যাই আসলে বেলস পালসি বা ফেশিয়াল পালসি।
এটি নিউরোলজিক্যাল অবস্থা। এটি মুখের পেশির অস্থায়ী দুর্বলতা বা প্যারালাইসিস। বেলস পালসি ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ঘটতে পারে। মুখের পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুটি ফোলা বা সংকুচিত হয়ে গেলে এটি ঘটতে পারে। এই অবস্থার কারণে মুখের এক পাশ ঝুলে যায় কিংবা শক্ত হয়ে যায়। মুখের এক পাশ হঠাৎ বেঁকে যায়। আমাদের মুখে ১২ জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে। এগুলোর মধ্যে ৭ নম্বর ফেশিয়াল স্নায়ু নষ্ট হয়। তাই এই রোগকে ফেশিয়াল পালসিও বলা হয়। যেকোনো বয়সে এটি হতে পারে। তবে গবেষণায় দেখা গেছে, ১৬ থেকে ৬০ বছর বয়সীদের এ রোগের হার বেশি। এতে আক্রান্ত ৭৩ শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়।
বেলস পালসি কীভাবে ঘটে
চোখ, মুখ ও জিবের কিছু অংশের পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ু বা ফেশিয়াল নার্ভে হঠাৎ প্রদাহ কিংবা চাপ পড়ার কারণে সাধারণত বেলস পালসি হয়। এতে স্নায়ুটি ঠিকমতো সংকেত পাঠাতে পারে না। ফলে মুখের এক পাশের নড়াচড়া বন্ধ হয়ে যায় কিংবা দুর্বল হয়ে পড়ে।
বেলস পালসির কারণ
বেলস পালসির লক্ষণ
ফিজিওথেরাপি চিকিৎসা
এই রোগে মুখের মাংসপেশিকে শক্তিশালী করার জন্য কিছু ব্যায়াম করতে হয়। এ ছাড়া প্রোপ্রিয়োসেপটিভ নিউরোমাস্কুলার ফেসিলিলেটর টেকনিক ব্যবহার করা হয়। থেরাপিউটিক ম্যাসাজ, ফেশিয়াল নার্ভ মোবিলাইজেশন, মিমিক থেরাপি টেকনিক ইত্যাদি ব্যবহার করা হয়। এ ছাড়া ব্যবহার করা হয় ইলেকট্রোথেরাপিও।
সতর্কতা
বেলস পালসি হলে রোগীদের কিছু সতর্কতা এবং নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। যেমন ঠান্ডাজাতীয় খাবার খাওয়া এবং ঠান্ডা জিনিস কোনোভাবেই ব্যবহার করা যাবে না। সরাসরি বাতাস লাগানো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা এবং তাঁর পরামর্শ অনুযায়ী বাসায়ও কিছু ব্যায়াম করতে হতে পারে।
পরামর্শ দিয়েছেন: বাত-ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ; চেম্বার: আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর-৬
এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশনস ফর মেডিকেল ফিজিকস (এএফওএমপি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেডিকেল ফিজিকস বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারি। এই নির্বাচনের মাধ্যমে তিনি এএফওএমপির ইতিহাসে প্রথম বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার প্রফেসর ইভা বেজাকের পর দ্বিতীয় নারী হিসেবে মর্যাদাপূর্
৩ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ...
৩ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ দিন আগেআজ বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। চলতি বছরের এই দিবস উপলক্ষ্যে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) আজ ১১ অক্টোবর, শনিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার কড়াইলে অবস্থিত প্যালিয়েটিভ কেয়ার...
৪ দিন আগে