নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশনস ফর মেডিকেল ফিজিকস (এএফওএমপি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেডিকেল ফিজিকস বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারি। এই নির্বাচনের মাধ্যমে তিনি এএফওএমপির ইতিহাসে প্রথম বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার প্রফেসর ইভা বেজাকের পর দ্বিতীয় নারী হিসেবে মর্যাদাপূর্ণ এই সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত হলেন। এটি আন্তর্জাতিক মেডিকেল ফিজিকস সংস্থার (আইওএমপি) একটি আঞ্চলিক শাখা।
সভাপতি হিসেবে ড. হাসিন অনুপমার এই স্বীকৃতি বাংলাদেশের নারী বিজ্ঞানীদের আন্তর্জাতিক মঞ্চে অবদানকে উজ্জ্বল করে তুলেছে। ২০২৫-২৮ মেয়াদে তিনি এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২৫টির বেশি দেশের মেডিকেল ফিজিকস সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত সংঘের নেতৃত্ব দেবেন।
প্রফেসর আজহারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর বায়োমেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিরেক্টর এবং প্রফেসর। এর আগে তিনি গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিকস অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মেডিকেল ফিজিকস সোসাইটির (বিএমপিএস) প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দেশে মেডিকেল ফিজিকস শিক্ষা ও গবেষণার ভিত্তি স্থাপন করেছেন।
ড. অনুপমা বলেন, ‘এএফওএমপির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য শুধু সম্মান নয়। বাংলাদেশের মেডিকেল ফিজিকস ক্ষেত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ। আমাদের দেশে ক্যানসার চিকিৎসার উন্নতির জন্য আধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আমি বিশ্বাস করি, গবেষণা, শিক্ষা এবং প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা প্রতিটি ক্যানসার রোগীর জন্য নিরাপদ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পারি। আমার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি কোণে মেডিকেল ফিজিকসের আলো ছড়িয়ে দেওয়া এবং তরুণ বিজ্ঞানীদের, বিশেষ করে নারীদের এই ক্ষেত্রে এগিয়ে আসতে উৎসাহিত করা।’
বর্তমানে তিনি সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিকস অ্যান্ড ক্যানসার রিসার্চের সিইও হিসেবে ক্যানসার চিকিৎসা এবং রেডিয়েশন থেরাপিতে উন্নত প্রযুক্তির প্রয়োগে নেতৃত্ব দিচ্ছেন।
এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশনস ফর মেডিকেল ফিজিকস (এএফওএমপি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেডিকেল ফিজিকস বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারি। এই নির্বাচনের মাধ্যমে তিনি এএফওএমপির ইতিহাসে প্রথম বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার প্রফেসর ইভা বেজাকের পর দ্বিতীয় নারী হিসেবে মর্যাদাপূর্ণ এই সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত হলেন। এটি আন্তর্জাতিক মেডিকেল ফিজিকস সংস্থার (আইওএমপি) একটি আঞ্চলিক শাখা।
সভাপতি হিসেবে ড. হাসিন অনুপমার এই স্বীকৃতি বাংলাদেশের নারী বিজ্ঞানীদের আন্তর্জাতিক মঞ্চে অবদানকে উজ্জ্বল করে তুলেছে। ২০২৫-২৮ মেয়াদে তিনি এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২৫টির বেশি দেশের মেডিকেল ফিজিকস সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত সংঘের নেতৃত্ব দেবেন।
প্রফেসর আজহারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর বায়োমেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিরেক্টর এবং প্রফেসর। এর আগে তিনি গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিকস অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মেডিকেল ফিজিকস সোসাইটির (বিএমপিএস) প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দেশে মেডিকেল ফিজিকস শিক্ষা ও গবেষণার ভিত্তি স্থাপন করেছেন।
ড. অনুপমা বলেন, ‘এএফওএমপির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য শুধু সম্মান নয়। বাংলাদেশের মেডিকেল ফিজিকস ক্ষেত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ। আমাদের দেশে ক্যানসার চিকিৎসার উন্নতির জন্য আধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আমি বিশ্বাস করি, গবেষণা, শিক্ষা এবং প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা প্রতিটি ক্যানসার রোগীর জন্য নিরাপদ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পারি। আমার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি কোণে মেডিকেল ফিজিকসের আলো ছড়িয়ে দেওয়া এবং তরুণ বিজ্ঞানীদের, বিশেষ করে নারীদের এই ক্ষেত্রে এগিয়ে আসতে উৎসাহিত করা।’
বর্তমানে তিনি সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিকস অ্যান্ড ক্যানসার রিসার্চের সিইও হিসেবে ক্যানসার চিকিৎসা এবং রেডিয়েশন থেরাপিতে উন্নত প্রযুক্তির প্রয়োগে নেতৃত্ব দিচ্ছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ...
৩ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ দিন আগেআজ বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। চলতি বছরের এই দিবস উপলক্ষ্যে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) আজ ১১ অক্টোবর, শনিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার কড়াইলে অবস্থিত প্যালিয়েটিভ কেয়ার...
৪ দিন আগেকোভিডের কারণে বন্ধ হওয়ার ৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট পুনরায় চালু এবং আধুনিকায়ন করা হয়েছে। গতকাল শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
৪ দিন আগে