এইচআইভি ভাইরাসের নতুন একটি ধরন পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নেদারল্যান্ডসে এই ধরনটি পাওয়া গেছে। তবে আধুনিক চিকিৎসাব্যবস্থার কারণে এই ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন গবেষকেরা।
বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্সে এসংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, ভিবি নামে এইডসের নতুন ধরনে আক্রান্তদের রক্তে অন্যান্য ধরনে আক্রান্তদের চেয়ে ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ গুণ বেশি ভাইরাস থাকে। এটি রোগ প্রতিরোধক্ষমতা দ্রুত ধ্বংস করে।
তবে গবেষণায় বলা হয়েছে, চিকিৎসা শুরু হওয়ার পর অন্যান্য ধরনে আক্রান্তদের মতো ভিবি ধরনে আক্রান্তদের শরীরেও রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়।
বার্তা সংস্থা এএফপিকে গবেষণাটির প্রধান লেখক অক্সফোর্ডের মহামারি বিশেষজ্ঞ ক্রিস উইম্যান্ট বলেন, এই নতুন ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গবেষকেরা বলছেন, ৮০ ও ৯০-এর দশকে নেদারল্যান্ডসে নতুন ধরনটি ছড়ায়। তবে ২০১০ সালের পর এই ধরনে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে।
গবেষণা দলের সদস্য ক্রিস্টোফ ফ্রেজার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার গুরুত্বের ওপর জোর দেয়। এইচআইভির ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করাতে হবে। তারপরে অবিলম্বে চিকিৎসা করা হবে।’
এই গবেষণা থেকে বোঝা যায় যে ভাইরাসগুলো আরও ভাইরাল হয়ে উঠতে পারে। সম্প্রতি করোনার ক্ষেত্রেও এমন উদাহরণ পাওয়া গেছে। করোনার অতিসংক্রামক ডেলটার ভাইরাল ক্ষমতা অন্যান্য ধরনের চেয়ে বেশি ছিল।
গবেষকেরা জানান, ১০৯ জনের মধ্যে ভিবি ধরন পাওয়া গেছে, যাঁদের মধ্যে মাত্র চারজন ছিলেন নেদারল্যান্ডসের বাইরের। তবে তাঁরা পশ্চিম ইউরোপের।
এইচআইভি ভাইরাসের নতুন একটি ধরন পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নেদারল্যান্ডসে এই ধরনটি পাওয়া গেছে। তবে আধুনিক চিকিৎসাব্যবস্থার কারণে এই ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন গবেষকেরা।
বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্সে এসংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, ভিবি নামে এইডসের নতুন ধরনে আক্রান্তদের রক্তে অন্যান্য ধরনে আক্রান্তদের চেয়ে ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ গুণ বেশি ভাইরাস থাকে। এটি রোগ প্রতিরোধক্ষমতা দ্রুত ধ্বংস করে।
তবে গবেষণায় বলা হয়েছে, চিকিৎসা শুরু হওয়ার পর অন্যান্য ধরনে আক্রান্তদের মতো ভিবি ধরনে আক্রান্তদের শরীরেও রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়।
বার্তা সংস্থা এএফপিকে গবেষণাটির প্রধান লেখক অক্সফোর্ডের মহামারি বিশেষজ্ঞ ক্রিস উইম্যান্ট বলেন, এই নতুন ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গবেষকেরা বলছেন, ৮০ ও ৯০-এর দশকে নেদারল্যান্ডসে নতুন ধরনটি ছড়ায়। তবে ২০১০ সালের পর এই ধরনে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে।
গবেষণা দলের সদস্য ক্রিস্টোফ ফ্রেজার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার গুরুত্বের ওপর জোর দেয়। এইচআইভির ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করাতে হবে। তারপরে অবিলম্বে চিকিৎসা করা হবে।’
এই গবেষণা থেকে বোঝা যায় যে ভাইরাসগুলো আরও ভাইরাল হয়ে উঠতে পারে। সম্প্রতি করোনার ক্ষেত্রেও এমন উদাহরণ পাওয়া গেছে। করোনার অতিসংক্রামক ডেলটার ভাইরাল ক্ষমতা অন্যান্য ধরনের চেয়ে বেশি ছিল।
গবেষকেরা জানান, ১০৯ জনের মধ্যে ভিবি ধরন পাওয়া গেছে, যাঁদের মধ্যে মাত্র চারজন ছিলেন নেদারল্যান্ডসের বাইরের। তবে তাঁরা পশ্চিম ইউরোপের।
দেশে ডেঙ্গুর প্রকোপ ও করোনার নতুন উপধরনের সংক্রমণের মধ্যে দুটি রোগের চিকিৎসায় নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ‘ডেঙ্গু ও কোভিড চিকিৎসায় নির্দেশনাবলি’ আজ রোববার (২০ জুলাই) প্রকাশ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে১২ ও ১৩ এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের ২২ ও ২৩তম সভার পর ৪ জুলাই ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে কর্মরত চিকিৎসকদের একটি অংশকে কোনো প্রকার প্রক্রিয়া ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল...
৪ ঘণ্টা আগেবিভিন্ন কারণে মানুষের জেগে থাকা সময়ের বিরাট অংশ কেটে যায় বিভিন্ন পর্দার দিকে অপলক চেয়ে। অফিসের কাজ হোক কিংবা বাসায় বিনোদন—চোখের আরাম পাওয়ার সুযোগ এখন খুবই কম। এভাবে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখে দেখা দেয় একধরনের অস্বস্তিকর অবস্থা, যাকে বলা হয় কম্পিউটার আই স্ট্রেইন বা ডিজিটাল আই স্ট্রেইন।
১৩ ঘণ্টা আগেদেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী।
১ দিন আগে