ডা. এম ইয়াছিন আলী
কবজি বা বৃদ্ধাঙ্গুলির ব্যথা অনেক কারণে হতে পারে। এর মধ্যে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস অন্যতম। আমাদের কবজি থেকে বৃদ্ধাঙ্গুলির দিকের টেনডনে প্রদাহ হলে তাকে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস বলে। সাধারণত মধ্যবয়স্ক নারীরা এ সমস্যায় বেশি আক্রান্ত হন।
রোগের কারণ
বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে:
» আঘাত
» ভারী জিনিসপত্র ওঠানো
» রিউমাটয়েড আর্থ্রাইটিস
» একটানা লেখালেখি করা
» দা, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি করা
» ড্রিল মেশিন ব্যবহার করা ইত্যাদি।
লক্ষণ
» হাতের বৃদ্ধাঙ্গুল নাড়াতে না পারা
» ভেজা কাপড় চিপতে ব্যথা হওয়া
» হাত দিয়ে ভারী জিনিসপত্র ওঠাতে না পারা
» বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মাংসপেশি শুকিয়ে যাওয়া
» আঙুল দুর্বল হয়ে পড়ে এবং কাজ করলে ব্যথা বাড়ে
চিকিৎসা
এ রোগের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা বেশি জরুরি। কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়ারও প্রয়োজন হতে পারে।
সতর্কতা
রোগ নির্ণীত হলে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। হাতের কবজির ওপর চাপ পড়ে এমন কাজ এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন:
» হাত দিয়ে ভারী কিছু ওঠাবেন না
» কাপড়চোপড় চিপবেন না
» টিউবওয়েল চাপবেন না
» একটানা বেশিক্ষণ লেখালেখি করবেন না
» দা, কোদাল বা কুড়াল ব্যবহার করবেন না
» ড্রিল মেশিন ব্যবহার বাদ দিতে হবে
» কাজ করার সময় রিস্টব্যান্ড ব্যবহার করতে হবে।
ডা. এম ইয়াছিন আলী, বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা
কবজি বা বৃদ্ধাঙ্গুলির ব্যথা অনেক কারণে হতে পারে। এর মধ্যে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস অন্যতম। আমাদের কবজি থেকে বৃদ্ধাঙ্গুলির দিকের টেনডনে প্রদাহ হলে তাকে ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস বলে। সাধারণত মধ্যবয়স্ক নারীরা এ সমস্যায় বেশি আক্রান্ত হন।
রোগের কারণ
বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে:
» আঘাত
» ভারী জিনিসপত্র ওঠানো
» রিউমাটয়েড আর্থ্রাইটিস
» একটানা লেখালেখি করা
» দা, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি করা
» ড্রিল মেশিন ব্যবহার করা ইত্যাদি।
লক্ষণ
» হাতের বৃদ্ধাঙ্গুল নাড়াতে না পারা
» ভেজা কাপড় চিপতে ব্যথা হওয়া
» হাত দিয়ে ভারী জিনিসপত্র ওঠাতে না পারা
» বৃদ্ধাঙ্গুলের গোড়ায় মাংসপেশি শুকিয়ে যাওয়া
» আঙুল দুর্বল হয়ে পড়ে এবং কাজ করলে ব্যথা বাড়ে
চিকিৎসা
এ রোগের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা বেশি জরুরি। কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়ারও প্রয়োজন হতে পারে।
সতর্কতা
রোগ নির্ণীত হলে পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। হাতের কবজির ওপর চাপ পড়ে এমন কাজ এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন:
» হাত দিয়ে ভারী কিছু ওঠাবেন না
» কাপড়চোপড় চিপবেন না
» টিউবওয়েল চাপবেন না
» একটানা বেশিক্ষণ লেখালেখি করবেন না
» দা, কোদাল বা কুড়াল ব্যবহার করবেন না
» ড্রিল মেশিন ব্যবহার বাদ দিতে হবে
» কাজ করার সময় রিস্টব্যান্ড ব্যবহার করতে হবে।
ডা. এম ইয়াছিন আলী, বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট
ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা
যুগ পাল্টেছে, বদলেছে আমাদের চারপাশের সবকিছু—বাড়ি হয়েছে বিশাল, টিভির পর্দা হয়েছে চওড়া, গাড়ি হয়েছে ভারী। তবে এই ‘বড়’ হওয়ার হাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে খাবারের পরিমাণ এবং আমাদের কোমরের মাপও।
১৫ ঘণ্টা আগেশুঁটকির নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আজ বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
১৬ ঘণ্টা আগেসহকারী অধ্যাপক পদে সুপারনিউমারারি পদোন্নতির হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্তের পরেও ৩৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের (বিসিএস) দেড় হাজারের অধিক চিকিৎসককে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ঘোষিত সুপারনিউমারারি পদোন্নতিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।
১ দিন আগেসেবাকে আরও জনমুখী করার কিছু প্রস্তাবনা তুলে ধরে উপদেষ্টা বলেন, পোস্টমর্টেম সেবাকে থানা পর্যায়ে নিয়ে যাওয়া; নারীদের পোস্টমর্টেম নারী ডাক্তার দিয়ে পরীক্ষা করানো; ধর্ষণ মামলার ক্ষেত্রে নারী ডাক্তার দিয়ে পরীক্ষা করানো, না পাওয়া গেলে নারী সেবিকা দিয়ে করিয়ে পুরুষ ডাক্তার দিয়ে প্রতিস্বাক্ষর করা, শিক্ষক
২ দিন আগে