Ajker Patrika

কমেছে করোনা শনাক্তের সংখ্যা, মৃত্যু নেই

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে গতকাল ২৫৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬৯৮ জন। আর চলতি বছর করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪, খুলনা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। গত সাড়ে পাঁচ বছরে দেশে করোনায় মারা গেছে ২৯ হাজার ৫২৬ জন।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৪৩ জন। আর নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ১৩৮টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত