Ajker Patrika

ওষুধ খাওয়ার কথা মনে করাবে অ্যাপ

কুহেলী রহমান
ওষুধ খাওয়ার কথা মনে করাবে অ্যাপ

ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়া লোকের সংখ্যা নেহাত কম নয়। বহু মানুষ আছেন, যাঁদের রোগ নিরাময়ের জন্য সারা দিনে একাধিকবার ওষুধ খেতে হয়। কিন্তু বিভিন্ন ব্যস্ততায় নির্দিষ্ট সময়ে ওষুধ খেতে ভুলে যান। এখন থেকে ওষুধ খাওয়ার কথা আর ভুলবেন না। বলা ভালো, আপনার স্মার্টফোন ভুলতে দেবে না।

তিদিন যে ওষুধ খান, তার সবকটিই মনে রাখতে পারবেন এবং সময়মতো সেটি খাওয়ার রিমাইন্ডারও পেয়ে যাবেন। 

এই সুবিধা আনছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তাদের স্মার্টফোনে পাওয়া যাবে হেলথ অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীদের প্রতিদিন খেতে হয় এমন ওষুধের নাম, খাওয়ার সময়, পরিমাণসহ বিভিন্ন তথ্য সেখানে ঠিকমতো বসিয়ে দিতে হবে। এসব তথ্য বিশ্লেষণ করে অ্যাপটি জানিয়ে দেবে—যে ওষুধ খাচ্ছেন, তা ওই রোগের জন্য সঠিক কি না, এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি। এ ছাড়া আপনার চিকিৎসকের পরামর্শের দরকার কি না, তা-ও বলে দেবে এই অ্যাপ। 

স্যামসাং জানিয়েছে, ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ৮.০ বা তার বেশি হলেই সুবিধাটি পাওয়া যাবে। স্যামসাং হেলথ অ্যাপ ভার্সন ৬.২৬ বা তার বেশি ব্যবহার করতে হবে সুবিধা পাওয়ার জন্য। তবে জানা গেছে, মোবাইল ফোনের ভার্সনের ওপর নির্ভর করবে এই মেডিসিন ফিচার। নতুন আপডেটের মাধ্যমে আগামী দিনে সব স্যামসাং মোবাইল ফোনে পাওয়া যেতে পারে এটি। এর জন্য অবশ্যই স্যামসাং হেলথ ফিচারটি আপডেট করে রাখতে হবে। 

তথ্যসূত্র: নিউজ১৮

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত