ফিচার ডেস্ক
হাঁটা
নিউইয়র্ক সিটির একজন ব্যক্তিগত ব্যায়াম প্রশিক্ষক সাহমুরা গঞ্জালেজ জানিয়েছেন, হাঁটা খুব সহজ মনে হয়। কিন্তু প্রতিদিন ৪০ থেকে ৬০ মিনিটের দ্রুত হাঁটা বিপাক ক্রিয়া ঠিক রাখতে বিস্ময়কর কাজ করতে পারে। এটি স্ট্রেস হরমোন কমায়, যা পেটের চর্বি কমায়। তবে একইভাবে না হেঁটে নির্দিষ্ট সময়কে দ্রুত, মাঝারি ও অতিদ্রুত গতিতে ভাগ করে হাঁটুন।
ঝুঁকে দৌড়ানো
লস অ্যাঞ্জেলেসভিত্তিক ব্যক্তিগত জিম প্রশিক্ষক জিল পেনফোল্ড জানিয়েছেন, পিঠ সমান করে দৌড়ানোর বদলে কিছুটা ঝুঁকে দৌড়ানোর ফলে ক্যালরি ক্ষয়ের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে যায়। দৌড়ানোর এই ভঙ্গি ক্ষুধা দমন করতে সাহায্য করে এবং হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় বলে পেটের ক্ষতিকর চর্বি কমে যায়।
যোগব্যায়াম
যোগব্যায়াম শুধু পেশি নমনীয় করে না, এটি পেশিকে শক্তিশালী এবং শিথিলও করে। হৃৎস্পন্দন বাড়ানোর জন্যও এটি দুর্দান্ত প্রক্রিয়া এবং এতে চর্বি ক্ষয় হওয়ার হার বাড়ে। যোগব্যায়াম হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়ে অন্যান্য জায়গার মতো পেটের চর্বিও কমাতে সহায়তা করে।
ভারোত্তোলন
এটি কঠিন ব্যায়াম হলেও চর্বি পোড়ানোর জন্য ভীষণ কার্যকর উপায়। কিন্তু একটি উপযুক্ত ডায়েটের সঙ্গে বিপরীতটি সত্য। ভারোত্তোলন শরীরের সামগ্রিক শক্তি বাড়ায়, ওভারলোডের মাধ্যমে অতিরিক্ত ওজন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এতে শরীরের পেশির আকার, শক্তি ও সহনশীলতা বাড়তে থাকে। অন্যদিকে পুরো শরীরের সঙ্গে পেটের চর্বিও কমতে থাকে।
সূত্র: এমএসএন
হাঁটা
নিউইয়র্ক সিটির একজন ব্যক্তিগত ব্যায়াম প্রশিক্ষক সাহমুরা গঞ্জালেজ জানিয়েছেন, হাঁটা খুব সহজ মনে হয়। কিন্তু প্রতিদিন ৪০ থেকে ৬০ মিনিটের দ্রুত হাঁটা বিপাক ক্রিয়া ঠিক রাখতে বিস্ময়কর কাজ করতে পারে। এটি স্ট্রেস হরমোন কমায়, যা পেটের চর্বি কমায়। তবে একইভাবে না হেঁটে নির্দিষ্ট সময়কে দ্রুত, মাঝারি ও অতিদ্রুত গতিতে ভাগ করে হাঁটুন।
ঝুঁকে দৌড়ানো
লস অ্যাঞ্জেলেসভিত্তিক ব্যক্তিগত জিম প্রশিক্ষক জিল পেনফোল্ড জানিয়েছেন, পিঠ সমান করে দৌড়ানোর বদলে কিছুটা ঝুঁকে দৌড়ানোর ফলে ক্যালরি ক্ষয়ের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে যায়। দৌড়ানোর এই ভঙ্গি ক্ষুধা দমন করতে সাহায্য করে এবং হৃৎস্পন্দন বাড়িয়ে দেয় বলে পেটের ক্ষতিকর চর্বি কমে যায়।
যোগব্যায়াম
যোগব্যায়াম শুধু পেশি নমনীয় করে না, এটি পেশিকে শক্তিশালী এবং শিথিলও করে। হৃৎস্পন্দন বাড়ানোর জন্যও এটি দুর্দান্ত প্রক্রিয়া এবং এতে চর্বি ক্ষয় হওয়ার হার বাড়ে। যোগব্যায়াম হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়ে অন্যান্য জায়গার মতো পেটের চর্বিও কমাতে সহায়তা করে।
ভারোত্তোলন
এটি কঠিন ব্যায়াম হলেও চর্বি পোড়ানোর জন্য ভীষণ কার্যকর উপায়। কিন্তু একটি উপযুক্ত ডায়েটের সঙ্গে বিপরীতটি সত্য। ভারোত্তোলন শরীরের সামগ্রিক শক্তি বাড়ায়, ওভারলোডের মাধ্যমে অতিরিক্ত ওজন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। এতে শরীরের পেশির আকার, শক্তি ও সহনশীলতা বাড়তে থাকে। অন্যদিকে পুরো শরীরের সঙ্গে পেটের চর্বিও কমতে থাকে।
সূত্র: এমএসএন
একটি রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০টিরও বেশি ধরনের ক্যানসার শনাক্ত করা সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে। ওই গবেষণায় বলা হয়েছে, এই রক্ত পরীক্ষা ক্যানসার শনাক্ত করার গতিও বাড়িয়ে দেয়।
৪ ঘণ্টা আগেজাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী ১৫ থেকে ২৯ বছর বয়সীদের তরুণ বলা হয়। বাংলাদেশে তরুণের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। বর্তমানে এই তরুণদের মধ্যেও বিভিন্ন রকমের নন-কমিউনিকেবল রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। আগে মনে করা হতো, ডায়াবেটিস বয়স্ক মানুষের রোগ।
১০ ঘণ্টা আগেহিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্মি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (আজ) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। শুক্রবার (গতকাল) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলন করে অভিযাত্রী নুরুননাহার নিম্মির হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেনারীর ক্যানসারের মধ্যে স্তন ক্যানসারই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি নির্ণয় হওয়া রোগ। ২০২২ সালে আনুমানিক ২ দশমিক ৩ মিলিয়ন নারী এই রোগে আক্রান্ত হয়েছিলেন এবং আরও ৬ লাখ ৭০ হাজার নারী মারা গেছেন। যেখানে উচ্চ আয়ের দেশগুলোতে এই রোগে ৫ বছর বেঁচে থাকার হার ৯০ শতাংশের বেশি, সেখানে ভারতে এই সংখ্যা ৬৬ শতাংশ...
১২ ঘণ্টা আগে