Ajker Patrika

রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন: উপাচার্য ডা. শাহিনুল আলম

অনলাইন ডেস্ক
বিএসএমএমইউতে বেসিক সাইন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা।  ছবি: সংগৃহীত
বিএসএমএমইউতে বেসিক সাইন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন। গবেষণার ক্ষেত্রে ইথিক্যাল বিষয় মেনে চলুন। গবেষণা কার্যক্রম যাতে নতুন জ্ঞান সৃষ্টি ও বৃদ্ধিতে অবদান রাখতে পারে সেদিকে খেয়াল রাখুন।

আজ বুধবার বিএসএমএমইউতে বেসিক সাইন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ এর আয়োজন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

শিক্ষকদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, অধ্যাপক ডা. ফারিহা হাসিন, অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. মো. আবু তাহের, ডা. বুশরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত