Ajker Patrika

লিভার অসুস্থতার ৫ লক্ষণ

ফিচার ডেস্ক 
লিভার অসুস্থতার ৫ লক্ষণ

কিছু প্রাথমিক লক্ষণ দেখে বোঝা যেতে পারে, লিভারে সমস্যা দেখা দিয়েছে। ক্ষতি কমিয়ে আনার জন্য প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। 

ঘন ঘন হজমে সমস্যা ও ক্লান্তি
ঘন ঘন হজমে সমস্যা লিভারের রোগের লক্ষণ হতে পারে। অস্বস্তি দূর না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি ক্লান্তি প্রতিদিনের কাজে সমস্যা সৃষ্টি করে এবং দিন দিন ক্লান্তির মাত্রা বাড়তে থাকে, তাহলে অবশ্যই লিভার চেকআপ করিয়ে নেওয়া উচিত। এ ছাড়া ঘন ঘন বমি ভাবের মতো অস্বস্তি হওয়াও লিভারের জন্য উদ্বেগজনক লক্ষণ। 

পেটব্যথা ও ক্ষুধামান্দ্য 
যদি পেটের ওপরের অংশে ব্যথা থাকে এবং তা ডান কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে এটি লিভার ক্যানসারের দিকে চলে যেতে পারে। ক্ষুধামান্দ্য বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু যদি পরপর কয়েক দিন খুব কম খাওয়া হয়, সে ক্ষেত্রে লিভার সিরোসিসের আশঙ্কা থাকা অসম্ভব নয়। হেপাটাইটিস বা দীর্ঘস্থায়ী লিভারের রোগের কারণে অকার্যকর লিভার রক্তে বর্জ্য তৈরি করে। ফলে শ্বাসে দুর্গন্ধ হয়। 

জন্ডিস ও মল মূত্রের রং 
জন্ডিসের উপসর্গ বারবার দেখা দিলে তা লিভারের রোগের কারণ হতে পারে। প্রস্রাবের রং স্বাভাবিকের চেয়ে গাঢ় হলে কিছু ক্ষেত্রে তা তীব্র হেপাটাইটিসের লক্ষণ হতে পারে। কয়েক দিন এর রং চা-রঙের মতো হতে থাকলে পরীক্ষা করা উচিত। এমনকি স্বাভাবিকের চেয়ে ফ্যাকাশে মল লিভার সঠিকভাবে কাজ না করার ইঙ্গিত দেয়। দীর্ঘস্থায়ী ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যার কারণে হতে পারে। এটিও লিভার খারাপ হওয়ার লক্ষণ। 

নাক থেকে রক্তপাত 
সিরোসিসে আক্রান্ত ব্যক্তিদের বারবার নাক দিয়ে রক্তপাত হতে পারে। বিভিন্ন কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। সে জন্য বিভ্রান্তি এড়াতে রক্ত পড়ার লক্ষণগুলো ঠিকমতো চিকিৎসককে জানাতে হবে। 

চর্মরোগ 
চুলকানি সাধারণত চর্মরোগ-সংক্রান্ত সমস্যার কারণে হয়। তবে অনেক সময় লিভারের সমস্যা থাকে এর মূলে। বিলিরুবিনের বৃদ্ধির কারণে চুলকানি হতে পারে। ফলে চুলকানি হলেও সতর্ক থাকতে হবে। 

সূত্র: এমএসএন 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত