হিমোফিলিয়া বি নামে রক্তপাতের বিরল রোগের চিকিৎসায় ফাইজারের জিন থেরাপির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এই রোগের চিকিৎসায় নিয়মিত রক্ত জমাট বাঁধার প্রোটিন শরীরে সঞ্চালন করতে হয়। থেরাপির ফলে শরীর নিজে থেকেই সেই প্রোটিন তৈরি করবে।
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জিনে একটি ত্রুটি থাকে, যার কারণে রক্ত জমাট বাঁধায় এমন প্রোটিনের উৎপাদন বাধাগ্রস্ত হয়। ফলে আঘাত পেলে বা অস্ত্রোপচারের সময় রক্তপাত শুরু হলে তা আর থামতে চায় না। পুরুষেরা সাধারণত এ রোগে বেশি আক্রান্ত হয়।
ফাইজারের বেকভেজ নামের এই এককালীন থেরাপিতে সপ্তাহে বা মাসে একাধিকবার শিরার মাধ্যমে ফ্যাক্টর আইএক্স দেওয়ার পরিবর্তে রোগীর দেহে এই প্রোটিন উৎপাদনে উৎসাহিত করা হয়। সংস্থার এক মুখপাত্র বলেছেন, বছরের এই প্রান্তিকেই চিকিৎসকের পরামর্শের মাধ্যমে উপযুক্ত রোগীকে এই থেরাপি দেওয়া যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফাইজার যুক্তরাষ্ট্রের জন্য বেকভেজের তালিকামূল্য হিসেবে ৩৫ লাখ ডলার নির্ধারণ করেছে। অস্ট্রেলিয়ার ওষুধ প্রস্তুতকারক সিএসএল লিমিটেড প্রতিদ্বন্দ্বী জিন থেরাপি হেমজেনিক্সের জন্য একই মূল্য নির্ধারণ করেছে।
জিন থেরাপিগুলো প্রায়ই খুব ব্য়য়বহুল হয় এবং চিকিৎসায় এর এককালীন ডোজের স্থায়িত্ব নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। উচ্চ ব্যয়, সরঞ্জামের সংকট এবং সম্ভাব্য চিকিৎসার অগ্রগতির সম্ভাবনা না থাকায় এখন পর্যন্ত হিমোফিলিয়ার জন্য প্রথম জিন থেরাপি তেমন সফলতার মুখ দেখতে পায়নি।
নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের হিমোফিলিয়া এবং থ্রোম্বোসিস সেন্টারের পরিচালক নাইজেল কী বলেন, ‘রোগী বর্তমান চিকিৎসা নিয়ে কতটা সন্তুষ্ট এর ওপর নির্ভর করে জিন থেরাপির চাহিদা। কেউ নতুন চিকিৎসায় ডুব দিতে চায় কিনা এর ওপরও এর চাহিদা নির্ভর করে, যা অনেকেই করে না।’
ফাইজারের থেরাপির একটি একক ডোজ এক বছর পর পর স্ট্যান্ডার্ড–অব–কেয়ার প্রোটিন ইনফিউশনের মত কাজ করতে দেখা গেছে। ইনফিউশন বা শিরার মাধ্যমে প্রোটিন গ্রহণের ক্ষেত্রে ২৯ শতাংশ রোগীর রক্তপাত নিয়ন্ত্রণ করা যায়, যেখানে থেরাপির মাধ্যমে ৬০ শতাংশ রোগীর রক্তপাত সম্পূর্ণরূপে নির্মূল করা গেছে।
ফাইজার জানিয়েছে, তারা ১৫ বছর ধরে চিকিৎসার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
সরকারি তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখ পুরুষের মধ্যে চারজন হিমোফিলিয়া বি তে আক্রান্ত এবং এর সম্পর্কিত আরেকটি ব্যাধি হিমোফিলিয়া এ তে আক্রান্ত প্রতি এক লাখের মধ্যে ১২ জন পুরুষ।
হিমোফিলিয়া বি নামে রক্তপাতের বিরল রোগের চিকিৎসায় ফাইজারের জিন থেরাপির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এই রোগের চিকিৎসায় নিয়মিত রক্ত জমাট বাঁধার প্রোটিন শরীরে সঞ্চালন করতে হয়। থেরাপির ফলে শরীর নিজে থেকেই সেই প্রোটিন তৈরি করবে।
হিমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জিনে একটি ত্রুটি থাকে, যার কারণে রক্ত জমাট বাঁধায় এমন প্রোটিনের উৎপাদন বাধাগ্রস্ত হয়। ফলে আঘাত পেলে বা অস্ত্রোপচারের সময় রক্তপাত শুরু হলে তা আর থামতে চায় না। পুরুষেরা সাধারণত এ রোগে বেশি আক্রান্ত হয়।
ফাইজারের বেকভেজ নামের এই এককালীন থেরাপিতে সপ্তাহে বা মাসে একাধিকবার শিরার মাধ্যমে ফ্যাক্টর আইএক্স দেওয়ার পরিবর্তে রোগীর দেহে এই প্রোটিন উৎপাদনে উৎসাহিত করা হয়। সংস্থার এক মুখপাত্র বলেছেন, বছরের এই প্রান্তিকেই চিকিৎসকের পরামর্শের মাধ্যমে উপযুক্ত রোগীকে এই থেরাপি দেওয়া যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ফাইজার যুক্তরাষ্ট্রের জন্য বেকভেজের তালিকামূল্য হিসেবে ৩৫ লাখ ডলার নির্ধারণ করেছে। অস্ট্রেলিয়ার ওষুধ প্রস্তুতকারক সিএসএল লিমিটেড প্রতিদ্বন্দ্বী জিন থেরাপি হেমজেনিক্সের জন্য একই মূল্য নির্ধারণ করেছে।
জিন থেরাপিগুলো প্রায়ই খুব ব্য়য়বহুল হয় এবং চিকিৎসায় এর এককালীন ডোজের স্থায়িত্ব নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। উচ্চ ব্যয়, সরঞ্জামের সংকট এবং সম্ভাব্য চিকিৎসার অগ্রগতির সম্ভাবনা না থাকায় এখন পর্যন্ত হিমোফিলিয়ার জন্য প্রথম জিন থেরাপি তেমন সফলতার মুখ দেখতে পায়নি।
নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের হিমোফিলিয়া এবং থ্রোম্বোসিস সেন্টারের পরিচালক নাইজেল কী বলেন, ‘রোগী বর্তমান চিকিৎসা নিয়ে কতটা সন্তুষ্ট এর ওপর নির্ভর করে জিন থেরাপির চাহিদা। কেউ নতুন চিকিৎসায় ডুব দিতে চায় কিনা এর ওপরও এর চাহিদা নির্ভর করে, যা অনেকেই করে না।’
ফাইজারের থেরাপির একটি একক ডোজ এক বছর পর পর স্ট্যান্ডার্ড–অব–কেয়ার প্রোটিন ইনফিউশনের মত কাজ করতে দেখা গেছে। ইনফিউশন বা শিরার মাধ্যমে প্রোটিন গ্রহণের ক্ষেত্রে ২৯ শতাংশ রোগীর রক্তপাত নিয়ন্ত্রণ করা যায়, যেখানে থেরাপির মাধ্যমে ৬০ শতাংশ রোগীর রক্তপাত সম্পূর্ণরূপে নির্মূল করা গেছে।
ফাইজার জানিয়েছে, তারা ১৫ বছর ধরে চিকিৎসার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং নিরাপত্তা পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
সরকারি তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতি এক লাখ পুরুষের মধ্যে চারজন হিমোফিলিয়া বি তে আক্রান্ত এবং এর সম্পর্কিত আরেকটি ব্যাধি হিমোফিলিয়া এ তে আক্রান্ত প্রতি এক লাখের মধ্যে ১২ জন পুরুষ।
মহামারির শুরুর কয়েক বছরে কোটি কোটি মানুষ মারা গেছে, আর বিলিয়ন মানুষ শোক, একাকিত্ব, হতাশা, দুশ্চিন্তা, আর্থিক টানাপোড়েন ও ঘুমের সমস্যায় ভুগেছে। এর আগে আরেক গবেষণায় দেখা গেছে, কোভিড-পরবর্তী সময়ে কিশোর-কিশোরীদের মস্তিষ্ক দ্রুত পরিণত (mature) হয়ে ওঠে, এমনকি তাদের মস্তিষ্কে এমন পরিবর্তন দেখা গেছে...
১ ঘণ্টা আগেডেঙ্গুতে সর্বশেষ মারা যাওয়া শিশু (১) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাকি দুজনের মধ্যে তরুণী (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর ব্যক্তি (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছর জানুয়ারি থেকে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৬।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরীদের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে টিনএজারদের মধ্যে টিএইচসি, সিবিডি এবং সিনথেটিক ক্যানাবিনয়েড ভ্যাপিংয়ের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উদ্বেগজনক বিষয় হলো, অনেক কিশোর-কিশোরীই জানে না তারা
২০ ঘণ্টা আগেগত চার দশকের বেশি সময় ধরে কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে এইচআইভি। এবার হাতে এসেছে এক কার্যকর হাতিয়ার। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বিশ্বের প্রথম এইচআইভি প্রতিরোধী ওষুধ ‘ইয়েজটুগো’ বা ‘লেনাক্যাপাভির’ অনুমোদন দিয়েছে, যা বছরে মাত্র দুবার ইনজেকশনের মাধ্যমে প্রায় শতভাগ
১ দিন আগে