Ajker Patrika

চেরি এজিওমা সাধারণত ক্ষতি করে না

জীবনধারা ডেস্ক
আপডেট : ১২ মে ২০২২, ১০: ২৮
চেরি এজিওমা সাধারণত ক্ষতি করে না

ত্বকের সমস্যা
আমার বয়স ২৪ বছর। ত্বকের রং উজ্জ্বল শ্যামবর্ণ। আমার ত্বকে কয়েক বছর ধরেই লাল তিল গজাচ্ছে। পেটে, বুকে, পিঠে ছোট ছোট লাল তিল। এখন মনে হচ্ছে দিনদিন বাড়ছে। কেন হচ্ছে আর এগুলোর কোনো ক্ষতিকর দিক আছে কি না? কীভাবে প্রতিকার পেতে পারি?

শ্যামলী বিনতে রহমান, চাঁদপুর

আপনার শরীরে যে লাল তিলগুলো দেখা দিচ্ছে, সেগুলোকে আমরা চেরি এজিওমা বলে থাকি। এগুলোর সাধারণত কোনো ক্ষতিকর দিক নেই। তবে যদি হঠাৎ করে আকৃতি বড় হয়, চুলকায়, রং পরিবর্তিত হয় বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে ডার্মাটোলজিস্ট দেখাতে হবে। সাধারণত এনজিওমা 
২৫ থেকে ৩০ বছর বয়সের পরই শরীরে দেখা দেয়। দুশ্চিন্তার কিছু নেই। তবে খেয়াল রাখতে হবে, তিলগুলো যেন আকৃতিতে বড় না হয়, না চুলকায় বা রং পরিবর্তিত না হয়।

ডা. তাওহীদা রহমান ইরিন
চর্মরোগ বিশেষজ্ঞ, শিওর সেল মেডিকেল, ঢাকা 

ডায়াবেটিস
আমার বয়স ৩৫। ওজন ৬৫ কেজি। এক বছর ধরে ডায়াবেটিসে ভুগছি। কনসিভ করেছি দুই মাস হলো। এটাই প্রথম প্রেগন্যান্সি। খাওয়াদাওয়ায় কি বিশেষ কোনো নজর দিতে হবে? আর কী কী মেনে চলা উচিত হবে এখন?

সাদিকা শাম্মী আহমেদ, খুলনা

শিগগিরই ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। প্রেগন্যান্সির সঙ্গে ডায়াবেটিস থাকলে আগে ওষুধের পরিবর্তন করতে হয়। আর খাবার আগের মতোই, মিষ্টিজাতীয় খাবার খাওয়া যাবে না। দুই বেলা রুটি, এক বেলা ভাত। সবুজ আপেল, পেয়ারা, দুধ, ডিম খেতে হবে। তবে চিকিৎসকের কাছে যেতে হবে দ্রুত।

ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত