Ajker Patrika

ওমিক্রন উদ্বেগজনক হলেও মোকাবিলা সম্ভব

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ২৯
ওমিক্রন উদ্বেগজনক হলেও মোকাবিলা সম্ভব

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন শঙ্কা ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে একে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলেছে। বিশ্বের দুই ডজনের বেশি দেশে এর সংক্রমণ শুরু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ধরন উদ্বেগজনক হলেও স্বাস্থ্য সতর্কতা মেনে চললে এটি মোকাবিলা করা সম্ভব। 

করোনার নতুন এই ধরন সম্বন্ধে আমরা খুব কম জানি। তবে এটি যে মারাত্মক সংক্রামক, তা জানা গেছে। তাই সবাইকে টিকা নিতে উৎসাহিত করা হচ্ছে। 

এর আগের ডেলটা ভ্যারিয়েন্ট ছিল দুঃস্বপ্ন। সিডিসি বলেছে, সংক্রমণের ৯৯ শতাংশ ছিল ডেলটার। এখন ডেলটার চেয়ে অনেক দ্রুত সংক্রমণ ঘটাচ্ছে ওমিক্রন। ওমিক্রন ভ্যারিয়েন্টের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য আছে। আর এর মিউটেশন হয়েছে অনেক। এতে কিছু শঙ্কার অবকাশ আছে। 

ওমিক্রন ভ্যারিয়েন্ট
ওমিক্রন হলো কোভিড-১৯-এর এক নতুন ভ্যারিয়েন্ট। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই নতুন ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে এরই মধ্যে ৫০টি মিউটেশন হয়েছে। এতে পুনঃসংক্রমণের আশঙ্কা খুব বেশি। 

তবে ওমিক্রন ডেলটার চেয়ে বেশি গুরুতর অসুখ ঘটায় কি না, সেটি এখনো স্পষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আশা করছে, মাস্ক ব্যবহার, হাত ধোয়া, সামাজিক দূরত্ব ও টিকা নেওয়া ঠিক থাকলে ওমিক্রনের সংক্রমণ খুব বেশি হবে না। বিশেষজ্ঞরা বলছেন, টিকা আর বুস্টার নিলে সুরক্ষা পাওয়া যাবে অনেকটাই। 

উপসর্গ
বিশেষজ্ঞদের মতে, মৃদু জ্বর, শীত ভাব, কফ-কাশ, শ্বাসকষ্ট, ক্লান্তি, পেশি ও দেহে ব্যথা, মাথা ধরা, নতুন করে স্বাদ ও ঘ্রাণ লোপ পাওয়া, গলাব্যথা, নাকে পানি ঝরা, বমি ভাব ও ডায়রিয়া ওমিক্রনের উপসর্গ। 

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত