ডা. ইফফাত সামরিন মুনা
ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ
ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ
উন্নত দেশগুলো, এমনকি উন্নয়নশীল দেশগুলোতেও টাইফয়েড এখন খুব কম দেখা যায়। কিন্তু প্রাচীন এই রোগের ফলে আধুনিক বিশ্ব তো বটেই, দুনিয়াজুড়ে বেশ বিপজ্জনক হয়ে উঠছে আবারও। হাজার বছর ধরে মানুষের প্রাণ হন্তারক হিসেবে ‘খুনির’ কাজ করে এসেছে এর জীবাণু। সাম্প্রতিক এক গবেষণা দেখিয়েছে, টাইফয়েডের জন্য দায়ী
২ দিন আগেআমাদের অনেকের প্রায় অনেক সময় নাক খোঁটানোর অভ্যাস আছে। আপাতদৃষ্টে বিষয়টি খুব সাধারণ মনে হলেও গবেষকেরা বলছেন, নাক খোঁটানোর বিষয়টি মোটেও নিরাপদ নয়। ২০২২ সালে বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক গবেষণায় নাক খোঁটার সঙ্গে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকির ক্ষীণ কিন্তু সম্ভাব্য যোগসূত্রের কথা বলা হয়েছে।
২ দিন আগেদীর্ঘদিন ধরে নারীদেহের এক প্রত্যঙ্গকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করা হতো। তবে নতুন এক গবেষণায় জানা যায়, এই প্রত্যঙ্গটিই নারীর ডিম্বাশয়ের বিকাশ ও প্রজনন ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২ দিন আগেনানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
৫ দিন আগে