Ajker Patrika

পশ্চিমবঙ্গে নতুন অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ, ভারতের বিজ্ঞানীদের সতর্কতা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩: ০৫
পশ্চিমবঙ্গে নতুন অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ, ভারতের বিজ্ঞানীদের সতর্কতা

বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে নিউমোনিয়ার মতো তীব্র শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টির জন্য দায়ী অ্যাডিনো ভাইরাসের নতুন এক প্রজাতির সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে সতর্ক করেছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল কাউন্সিলের (আইসিএমআর) চিঠিতে বলা হয়, ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে যত শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছে, তার বড় অংশ ওই নতুন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছে। ‘বি৭/৩’ নামে এই ভাইরাসের মারণক্ষমতা অনেক বেশি। সে কারণেই এবার অ্যাডিনো ভাইরাসে শিশু মৃত্যুর ঘটনা অনেক বেশি।

আর্জেন্টিনা ও পর্তুগালে অ্যাডিনো ভাইরাসের এই প্রজাতি দেখা গেলেও ভারতে কখনো এই প্রজাতি খুঁজে পাওয়া যায়নি। 

আইসিএমআর বলছে, পশ্চিমবঙ্গে আক্রান্ত শিশুদের কফ পরীক্ষা করে এই প্রজাতির ভাইরাসের দেখা মিলেছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে সব মিলিয়ে ৩ হাজার ১১৫ জনের কফের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তার মধ্যে ১ হাজার ২৫৭ জনের শরীরে অ্যাডিনো ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে ৪০ জনের দেহে মিলেছে নতুন প্রজাতির ভাইরাস। যাদের শরীরে এই ভাইরাস পাওয়া গেছিল, তাদের অনেকেরই মৃত্যু হয়েছে।

চিকিৎসক সাত্যকি হালদার ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘গত বছর অ্যাডিনো ভাইরাসের প্রভাব ভালোই বোঝা গেছে। বহু শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অনেকের মৃত্যু হয়েছে। নতুন যে প্রজাতির কথা বলা হচ্ছে, তা অত্যন্ত মারাত্মক। ফলে এখন থেকেই বিষয়টি নিয়ে সচেতন হওয়া প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত