Ajker Patrika

‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২২ পালন ও সেবা সপ্তাহ’এর উদ্বোধন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৩৬
‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২২ পালন ও সেবা সপ্তাহ’এর উদ্বোধন

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২২ পালন ও সেবা সপ্তাহ’-এর শুভ উদ্বোধন করেন বিআরবি গ্রুপের পরিচালক মো. মফিজুর রহমান। গত বৃহস্পতিবার ঢাকার পান্থপথ এলাকায় বিআরবি হাসপাতালের আয়োজনে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ বাশার, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সঞ্জিত কুমার চক্রবর্তী, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলতাফ হোসাইন সরকার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান মো. ফিরোজ কবির।

এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফিজিওথেরাপিস্ট অধ্যাপক ড. আলতাফ হোসেন সরকার এবং বিআরবি হসপিটালস লিমিটেডের প্রসূতি ও গাইনি বিভাগের কনসালট্যান্ট বিশেষজ্ঞ ডা. কাজী ফয়েজা আক্তার। এ ছাড়া অনুষ্ঠানে বিআরবি হাসপাতালের কনসালট্যান্টবৃন্দ, ফিজিওথেরাপিস্ট, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত