ফিচার ডেস্ক
যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের অধিকাংশই সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েন। তবে খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস যাঁদের নেই, তাঁরা ফুরসত খোঁজেন দুপুর অথবা রাতে। প্রশ্নটা এখানেই, শরীরচর্চা বা ব্যায়াম করার আদর্শ সময় কোনটা? বছরের পর বছর এ বিষয়ে গবেষণা করে গবেষকেরাও একেক সময় একেক তথ্য পেয়েছেন। দিনের ঠিক কোন সময় ব্যায়াম করা উচিত এর সঠিক কোনো উত্তর না পাওয়া গেলেও দিনের বিভিন্ন সময়ে ব্যায়ামের ভালো ও খারাপ দিক ঠিকই নির্ণয় করা গেছে।
সকালের ব্যায়াম
হৃৎস্বাস্থ্য ভালো রাখে ও ঘুম ভালো হতে সহায়তা করে ২০২২ সালের এক গবেষণায় পাওয়া গেছে, সকালে উঠে ব্যায়াম করলে হৃৎস্বাস্থ্য ভালো থাকে, ঘুম ভালো হয় ও মন থাকে ফুরফুরে।
বিএমআই কমাতে সাহায্য করে
‘ওবিসিটি’ ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, সকালে ব্যায়াম করলে বডি মাস ইনডেক্স কমে। গবেষকদের মতে, যাঁরা সকাল ৭টা থেকে ৯টার মধ্য়ে ব্যায়াম করেন, তাঁদের বডি মাস ইনডেক্স যাঁরা দুপুরে বা রাতে ব্যায়াম করেন, তাঁদের তুলনায় কম।
দুপুরের ব্যায়াম
গভীর ঘুম হতে সাহায্য করে
ক্রীড়াবিদদের ওপর পরিচালিত কয়েকটি গবেষণায় দেখা গেছে, সকালে ব্যায়াম করার চেয়ে দুপুরে ব্যায়াম করার ফল তুলনামূলক ভালো। এর মধ্য়ে এক গবেষণায় দেখা গেছে, সকালে উঠে ব্যায়াম করার চেয়ে যদি একটু দুপুরের দিকে ব্যায়াম করা যায়, তাহলে লম্বা সময় পর্যন্ত ঘুম হয়।
হৃৎস্বাস্থ্য ভালো রাখে
সকালে উঠে ব্যায়াম করলে হৃৎস্বাস্থ্য ভালো থাকে। এদিকে সেই ব্যায়াম যদি একটু দুপুর নাগাদও করা হয়, তাতেও ক্ষতি নেই। গবেষকদের পরামর্শ, ভালো ফল পেতে চাইলে বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্য়ে ব্যায়াম করা হৃৎস্বাস্থ্য়ের জন্য সুফল বয়ে আনবে।
সন্ধ্যার পর ব্যায়াম
ওজন ঝরানোর জন্য আদর্শ
সম্প্রতি ‘ডায়াবেটিস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বাড়তি ওজন ঝরাতে ব্যায়াম করার জন্য আদর্শ সময় হচ্ছে সন্ধ্যাবেলা। গবেষকেরা ৩০ হাজার মধ্যবয়সী স্থূলকায় ব্যক্তির ওপর জরিপ করে দেখেছেন, যাঁরা সন্ধ্যায় নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের মৃত্যুর হার সকালে বা দুপুরে যাঁরা ব্যায়াম করেন, তাঁদের তুলনায় ২৮ শতাংশ কম।
পেশির কর্মক্ষমতা বাড়ায়
‘স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন’ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, সন্ধ্যার অগ্রভাগে হরমোন ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে বলে এ সময় ব্যায়াম করলে পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
তবে এরপরও কথা থাকে। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, একেবারেই ব্যায়াম না করার চেয়ে দিনের কোনো না কোনো ভাগে সময় বের করে খানিকটা শরীরচর্চা করে নেওয়া ভালো। আর তা হতে পারে হাঁটা, ভারোত্তোলন, কার্ডিও বা পছন্দের যেকোনো ব্যায়াম।
সূত্র: বডি নেটওয়ার্ক, হেলথলাইন ও অন্যান্য
যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের অধিকাংশই সকালে ঘুম থেকে উঠে লেগে পড়েন। তবে খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস যাঁদের নেই, তাঁরা ফুরসত খোঁজেন দুপুর অথবা রাতে। প্রশ্নটা এখানেই, শরীরচর্চা বা ব্যায়াম করার আদর্শ সময় কোনটা? বছরের পর বছর এ বিষয়ে গবেষণা করে গবেষকেরাও একেক সময় একেক তথ্য পেয়েছেন। দিনের ঠিক কোন সময় ব্যায়াম করা উচিত এর সঠিক কোনো উত্তর না পাওয়া গেলেও দিনের বিভিন্ন সময়ে ব্যায়ামের ভালো ও খারাপ দিক ঠিকই নির্ণয় করা গেছে।
সকালের ব্যায়াম
হৃৎস্বাস্থ্য ভালো রাখে ও ঘুম ভালো হতে সহায়তা করে ২০২২ সালের এক গবেষণায় পাওয়া গেছে, সকালে উঠে ব্যায়াম করলে হৃৎস্বাস্থ্য ভালো থাকে, ঘুম ভালো হয় ও মন থাকে ফুরফুরে।
বিএমআই কমাতে সাহায্য করে
‘ওবিসিটি’ ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, সকালে ব্যায়াম করলে বডি মাস ইনডেক্স কমে। গবেষকদের মতে, যাঁরা সকাল ৭টা থেকে ৯টার মধ্য়ে ব্যায়াম করেন, তাঁদের বডি মাস ইনডেক্স যাঁরা দুপুরে বা রাতে ব্যায়াম করেন, তাঁদের তুলনায় কম।
দুপুরের ব্যায়াম
গভীর ঘুম হতে সাহায্য করে
ক্রীড়াবিদদের ওপর পরিচালিত কয়েকটি গবেষণায় দেখা গেছে, সকালে ব্যায়াম করার চেয়ে দুপুরে ব্যায়াম করার ফল তুলনামূলক ভালো। এর মধ্য়ে এক গবেষণায় দেখা গেছে, সকালে উঠে ব্যায়াম করার চেয়ে যদি একটু দুপুরের দিকে ব্যায়াম করা যায়, তাহলে লম্বা সময় পর্যন্ত ঘুম হয়।
হৃৎস্বাস্থ্য ভালো রাখে
সকালে উঠে ব্যায়াম করলে হৃৎস্বাস্থ্য ভালো থাকে। এদিকে সেই ব্যায়াম যদি একটু দুপুর নাগাদও করা হয়, তাতেও ক্ষতি নেই। গবেষকদের পরামর্শ, ভালো ফল পেতে চাইলে বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্য়ে ব্যায়াম করা হৃৎস্বাস্থ্য়ের জন্য সুফল বয়ে আনবে।
সন্ধ্যার পর ব্যায়াম
ওজন ঝরানোর জন্য আদর্শ
সম্প্রতি ‘ডায়াবেটিস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বাড়তি ওজন ঝরাতে ব্যায়াম করার জন্য আদর্শ সময় হচ্ছে সন্ধ্যাবেলা। গবেষকেরা ৩০ হাজার মধ্যবয়সী স্থূলকায় ব্যক্তির ওপর জরিপ করে দেখেছেন, যাঁরা সন্ধ্যায় নিয়মিত ব্যায়াম করেন, তাঁদের মৃত্যুর হার সকালে বা দুপুরে যাঁরা ব্যায়াম করেন, তাঁদের তুলনায় ২৮ শতাংশ কম।
পেশির কর্মক্ষমতা বাড়ায়
‘স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন’ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, সন্ধ্যার অগ্রভাগে হরমোন ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে বলে এ সময় ব্যায়াম করলে পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
তবে এরপরও কথা থাকে। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, একেবারেই ব্যায়াম না করার চেয়ে দিনের কোনো না কোনো ভাগে সময় বের করে খানিকটা শরীরচর্চা করে নেওয়া ভালো। আর তা হতে পারে হাঁটা, ভারোত্তোলন, কার্ডিও বা পছন্দের যেকোনো ব্যায়াম।
সূত্র: বডি নেটওয়ার্ক, হেলথলাইন ও অন্যান্য
জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী ১৫ থেকে ২৯ বছর বয়সীদের তরুণ বলা হয়। বাংলাদেশে তরুণের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। বর্তমানে এই তরুণদের মধ্যেও বিভিন্ন রকমের নন-কমিউনিকেবল রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। আগে মনে করা হতো, ডায়াবেটিস বয়স্ক মানুষের রোগ।
২ ঘণ্টা আগেহিমালয়ের ‘হিমলুং’ পর্বত শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন দেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্মি। ৩০ দিনের এই অভিযানে শনিবার (আজ) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। শুক্রবার (গতকাল) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলন করে অভিযাত্রী নুরুননাহার নিম্মির হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেনারীর ক্যানসারের মধ্যে স্তন ক্যানসারই বিশ্বব্যাপী সবচেয়ে বেশি নির্ণয় হওয়া রোগ। ২০২২ সালে আনুমানিক ২ দশমিক ৩ মিলিয়ন নারী এই রোগে আক্রান্ত হয়েছিলেন এবং আরও ৬ লাখ ৭০ হাজার নারী মারা গেছেন। যেখানে উচ্চ আয়ের দেশগুলোতে এই রোগে ৫ বছর বেঁচে থাকার হার ৯০ শতাংশের বেশি, সেখানে ভারতে এই সংখ্যা ৬৬ শতাংশ...
৪ ঘণ্টা আগেনা কখনো আক্রান্ত হয়েছি। অনেকে এটিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করে থাকেন। কিন্তু এই ব্যথা হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ রোগ হলো টনসিলোফ্যারিঞ্জাইটিস। এটি ফ্যারিক্স ও টনসিলের একযোগে সংক্রমণ, যা হঠাৎ করেই শুরু হয়ে যায় এবং রোগীকে অনেকটা দুর্বল করে দেয়।
৫ ঘণ্টা আগে