আলমগীর আলম
ইরানে এটি টক চা নামে পরিচিত। ইংরেজিভাষী দেশগুলোতে একে রেড সোরেল বলা হয়। মূলত আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ত্রিনিদাদ ও টোবাগোর মতো ক্যারিবিয়ান দেশ থেকে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে, বিশেষ করে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি চাষ করা হয়।
এর নাম রোজেলা। স্থানীয়ভাবে একে আমরা চুকাই বা চুকুরি বলে জানি। এখন এগুলো বাজারে পাওয়া যায়।
আমাদের দেশে ঝোপঝাড়ে বেড়ে ওঠে রোজেলা। এটি থেরাপিউটিক উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। দাঁতের ব্যথা, মূত্রনালির সংক্রমণ, সর্দি, এমনকি হ্যাংওভারের চিকিৎসায় ব্যবহার করা হয় ঐতিহ্যগতভাবে।
রোজেলা চা খাওয়ার উপকারিতা
প্রদাহ ও ব্যাকটেরিয়া প্রতিরোধী বৈশিষ্ট্য: রোজেলা চা অ্যাসকরবিক অ্যাসিডসমৃদ্ধ বলে এটি ভিটামিন সি নামে পরিচিত। ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি ও উদ্দীপিত করে। রোজেলার তাজা বা শুকনো ফুলে প্রচুর ভিটামিন সি থাকে।
এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। প্রদাহ ও ব্যাকটেরিয়া প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য জ্বরের মতো অস্বস্তির চিকিৎসায় সাহায্য করে রোজেলা চা।
মাসিকের ব্যথা দূর করে: মাসিকের ব্যথা থেকে মুক্তি দেয়, হরমোনের ভারসাম্য পুনরুদ্ধারে সাহায্য করে। এটি মেজাজের পরিবর্তন, বিষণ্নতা এবং অতিরিক্ত খাওয়ার মতো মানসিক লক্ষণগুলো কমাতে পারে।
ওজন কমায়: ওজন কমাতেও উপকারী। গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে, রোজেলা নির্যাস স্টার্চ এবং গ্লুকোজের শোষণ কমিয়ে ওজন কমাতে সাহায্য করতে পারে।
বিষণ্নতা রোধক: ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিডিপ্রেসেন্ট বৈশিষ্ট্য রয়েছে এতে। এগুলো স্নায়ুতন্ত্র শান্ত করতে শরীর ও মনে একটি শিথিল সংবেদন তৈরি করে উদ্বেগ ও বিষণ্নতা কমাতে সাহায্য করে।
অ্যান্টি-ক্যানসার: রোজেলা ভেষজ চায়ে প্রোটোক্যাচুইক অ্যাসিড রয়েছে। এই অ্যাসিডের অ্যান্টি-টিউমার ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। তাইওয়ানের তাইচুং-এর চুং শান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজের ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউট অব বায়োকেমিস্ট্রি পরিচালিত একটি সমীক্ষায় বলা হয়েছে, রোজেলা অ্যাপোপটোসিসকে প্ররোচিত করে ক্যানসার কোষের বৃদ্ধি ধীর করে দেয়, যা সাধারণত প্রোগ্রামড সেল ডেথ নামে পরিচিত।
কাশি, সর্দি ও জ্বরে উপকারী: ‘হিলিং হারবাল চা’ বই অনুসারে, তাজা রোজেলা ফুলে প্রায় ৬ দশমিক ৭ মিলিগ্রাম অ্যাসকরবিক অ্যাসিড থাকে। এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর মধ্যে একটি।
রক্তচাপ কমায়: ২০০৮ সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রতিবেদনে জানায়, রোজেলা চা খাওয়া প্রাক্-হাইপারটেনসিভের জন্য ভালো। এটি উচ্চ রক্তচাপযুক্ত প্রাপ্তবয়স্কদের রক্তচাপ কমিয়ে দেয়। বোস্টনের টাফটস ইউনিভার্সিটির গবেষণা অনুসারে, প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের কারণে রোজেলা চা ১০ পয়েন্ট পর্যন্ত রক্তচাপ কমাতে পারে। কয়েক সপ্তাহের জন্য এটি প্রতিদিন তিন কাপ খেতে হবে।
কীভাবে খাবেন
এক কাপ গরম পানিতে ৫-৬টি শুকনো রোজেলা ফুল কিছুক্ষণ রেখে দিলেই গোলাপি রঙের পানি পাওয়া যাবে। এ পানিই খেতে হবে। এটি এমনিতেই খাওয়া যায়, চাইলে মধু যোগ করতে পারেন। রোজেলা ক্যাফিন-মুক্ত হারবাল চা।
প্রতি ঋতুতে কাঁচা রোজেলা ভালো করে শুকিয়ে রাখুন সারা বছরের জন্য। তবে রোজেলা গুঁড়া দিয়ে তৈরি চা খাবেন না। যাদের রক্তচাপ কম, তারা এই চা খাবেন না। এই শীতে শরীর চাঙা রাখতে অনেক ধরনের চায়ের মধ্যে রোজেলা চা সেরা।
আলমগীর আলম, খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
ইরানে এটি টক চা নামে পরিচিত। ইংরেজিভাষী দেশগুলোতে একে রেড সোরেল বলা হয়। মূলত আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ত্রিনিদাদ ও টোবাগোর মতো ক্যারিবিয়ান দেশ থেকে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে, বিশেষ করে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি চাষ করা হয়।
এর নাম রোজেলা। স্থানীয়ভাবে একে আমরা চুকাই বা চুকুরি বলে জানি। এখন এগুলো বাজারে পাওয়া যায়।
আমাদের দেশে ঝোপঝাড়ে বেড়ে ওঠে রোজেলা। এটি থেরাপিউটিক উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। দাঁতের ব্যথা, মূত্রনালির সংক্রমণ, সর্দি, এমনকি হ্যাংওভারের চিকিৎসায় ব্যবহার করা হয় ঐতিহ্যগতভাবে।
রোজেলা চা খাওয়ার উপকারিতা
প্রদাহ ও ব্যাকটেরিয়া প্রতিরোধী বৈশিষ্ট্য: রোজেলা চা অ্যাসকরবিক অ্যাসিডসমৃদ্ধ বলে এটি ভিটামিন সি নামে পরিচিত। ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি ও উদ্দীপিত করে। রোজেলার তাজা বা শুকনো ফুলে প্রচুর ভিটামিন সি থাকে।
এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। প্রদাহ ও ব্যাকটেরিয়া প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য জ্বরের মতো অস্বস্তির চিকিৎসায় সাহায্য করে রোজেলা চা।
মাসিকের ব্যথা দূর করে: মাসিকের ব্যথা থেকে মুক্তি দেয়, হরমোনের ভারসাম্য পুনরুদ্ধারে সাহায্য করে। এটি মেজাজের পরিবর্তন, বিষণ্নতা এবং অতিরিক্ত খাওয়ার মতো মানসিক লক্ষণগুলো কমাতে পারে।
ওজন কমায়: ওজন কমাতেও উপকারী। গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে, রোজেলা নির্যাস স্টার্চ এবং গ্লুকোজের শোষণ কমিয়ে ওজন কমাতে সাহায্য করতে পারে।
বিষণ্নতা রোধক: ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিডিপ্রেসেন্ট বৈশিষ্ট্য রয়েছে এতে। এগুলো স্নায়ুতন্ত্র শান্ত করতে শরীর ও মনে একটি শিথিল সংবেদন তৈরি করে উদ্বেগ ও বিষণ্নতা কমাতে সাহায্য করে।
অ্যান্টি-ক্যানসার: রোজেলা ভেষজ চায়ে প্রোটোক্যাচুইক অ্যাসিড রয়েছে। এই অ্যাসিডের অ্যান্টি-টিউমার ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। তাইওয়ানের তাইচুং-এর চুং শান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজের ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউট অব বায়োকেমিস্ট্রি পরিচালিত একটি সমীক্ষায় বলা হয়েছে, রোজেলা অ্যাপোপটোসিসকে প্ররোচিত করে ক্যানসার কোষের বৃদ্ধি ধীর করে দেয়, যা সাধারণত প্রোগ্রামড সেল ডেথ নামে পরিচিত।
কাশি, সর্দি ও জ্বরে উপকারী: ‘হিলিং হারবাল চা’ বই অনুসারে, তাজা রোজেলা ফুলে প্রায় ৬ দশমিক ৭ মিলিগ্রাম অ্যাসকরবিক অ্যাসিড থাকে। এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর মধ্যে একটি।
রক্তচাপ কমায়: ২০০৮ সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রতিবেদনে জানায়, রোজেলা চা খাওয়া প্রাক্-হাইপারটেনসিভের জন্য ভালো। এটি উচ্চ রক্তচাপযুক্ত প্রাপ্তবয়স্কদের রক্তচাপ কমিয়ে দেয়। বোস্টনের টাফটস ইউনিভার্সিটির গবেষণা অনুসারে, প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের কারণে রোজেলা চা ১০ পয়েন্ট পর্যন্ত রক্তচাপ কমাতে পারে। কয়েক সপ্তাহের জন্য এটি প্রতিদিন তিন কাপ খেতে হবে।
কীভাবে খাবেন
এক কাপ গরম পানিতে ৫-৬টি শুকনো রোজেলা ফুল কিছুক্ষণ রেখে দিলেই গোলাপি রঙের পানি পাওয়া যাবে। এ পানিই খেতে হবে। এটি এমনিতেই খাওয়া যায়, চাইলে মধু যোগ করতে পারেন। রোজেলা ক্যাফিন-মুক্ত হারবাল চা।
প্রতি ঋতুতে কাঁচা রোজেলা ভালো করে শুকিয়ে রাখুন সারা বছরের জন্য। তবে রোজেলা গুঁড়া দিয়ে তৈরি চা খাবেন না। যাদের রক্তচাপ কম, তারা এই চা খাবেন না। এই শীতে শরীর চাঙা রাখতে অনেক ধরনের চায়ের মধ্যে রোজেলা চা সেরা।
আলমগীর আলম, খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে একজনে মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ মিনিট আগেদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় হালনাগাদ করা তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ২১০ জন পুরুষ...
১ দিন আগেমানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনসংক্রান্ত অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার অনুমোদন দিয়েছে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক। হালনাগাদ আইনে অঙ্গপ্রত্যঙ্গ দানের পরিধি যেমন বেড়েছে, তেমনি দেশের ভেতরেই বৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টি করেছে। এ ছাড়া মৃত্যুর পর চিকিৎসার কল্যাণে দেহদানের নিয়মনীতিতেও এসেছে
১ দিন আগেরাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (এনআইসিভিডি) পুরোনো করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলছে সেটির নির্মাণকাজ। এই অবস্থায় সংকটাপন্ন রোগীদের জরুরি সেবা দেওয়া হচ্ছে অস্থায়ী সিসিইউতে। কিন্তু একটি সিসিইউর জন্য যে পরিবেশ দরকার, সেখানে তা নেই।
৩ দিন আগে