ফ্যাক্টচেক ডেস্ক
‘গণিত প্রশ্ন কঠিন হয়েছে। তাই সুখবর মাত্র ৯ পেলেই পাশ, ৫৫ পেলে A প্লাস’—এমন শিরোনামে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগোযুক্ত থাম্বনেইল ব্যবহার করে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে। থাম্বনেইলের একপাশে সংবাদমাধ্যমটির একজন সংবাদ উপস্থাপক এবং অন্য পাশে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি আছে। ছবিটি নেটিজেনরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করে এর সত্যতা জানতে চেয়েছেন।
থাম্বনেইলটি রিভার্স ইমেজ সার্চ করে ‘নিউজ অ্যাকাডেমি’ নামের একটি ইউটিউব চ্যানেলে ৫ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। চ্যানেলটিতে সাবস্ক্রাইবার ১ লাখ ৮৬ হাজার। ভিডিওটি গত ২৬ ফেব্রুয়ারি ‘গণিত পরীক্ষা কঠিন হয়েছে তাই সুখবর, মাত্র ৯ পেলেই পাশ, আর ৫৫ পেলে A প্লাস’ শিরোনামে চ্যানেলটিতে পোস্ট করা হয়। এটি আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮৫ হাজারবার দেখা হয়েছে।
ভিডিওটির শুরুতেই ইউটিউব চ্যানেলটির উপস্থাপক বলেন, চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষার্থীদের বহুনির্বাচনী অংশ খারাপ হওয়ায় তাদের অনুরোধে তিনি এই ভিডিও বানিয়েছেন। বহুনির্বাচনী অংশ খারাপ হওয়ায় কারও এ প্লাস মিস হচ্ছে, কারও আবার পাস করতেই কষ্ট হয়ে যাচ্ছে।
উপস্থাপক বলেন, ‘এসএসসি পরীক্ষা ২০২৪–এর গণিতে বহুনির্বাচনী আছে ৩০টি। এখানে পাস নম্বর হচ্ছে ১০। এটা তোমরা জানো। কিন্তু এ প্লাস পেতে হলে তোমাকে ২৫ থেকে ২৬ পেতে হবে। কিন্তু যাদের ১০টা বহুনির্বাচনী হয়নি বলে টেনশনে আছ, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো। কারণ এক, দুই নম্বর গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়ার নির্দেশনা আছে বোর্ডের। তাই ৯টা বহুনির্বাচনী হলেই পাস হয়ে যাবে।’
একইভাবে তিনি সৃজনশীল অংশ নিয়েও আলোচনা করেন। এই অংশে ৫৫ পেলে এ প্লাস পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ প্লাস হতে হলে সৃজনশীল অংশে ৭০–এর মধ্যে কমপক্ষে ৫৫ পেতে হবে। অর্থাৎ ১০০ নম্বরের মধ্যে ৫৫ পেলেই এ প্লাস হবে না। বরং সৃজনশীল অংশে ৭০ এর মধ্যে কমপক্ষে ৫৫ পেতে হবে।’
তবে ভিডিওটির কোথাও তিনি কোনো সূত্র উল্লেখ করেননি।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় এসএসসি পরীক্ষার্থীরা গণিত পরীক্ষার বহুনির্বাচনী অংশ কঠিন হয়েছে দাবি করে বিভিন্ন পোস্ট দেন। তবে পরীক্ষার্থীদের এসব দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় পাস মার্ক নিয়ে কোনো নির্দেশনা দেয়নি।
‘গণিত প্রশ্ন কঠিন হয়েছে। তাই সুখবর মাত্র ৯ পেলেই পাশ, ৫৫ পেলে A প্লাস’—এমন শিরোনামে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগোযুক্ত থাম্বনেইল ব্যবহার করে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে। থাম্বনেইলের একপাশে সংবাদমাধ্যমটির একজন সংবাদ উপস্থাপক এবং অন্য পাশে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি আছে। ছবিটি নেটিজেনরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করে এর সত্যতা জানতে চেয়েছেন।
থাম্বনেইলটি রিভার্স ইমেজ সার্চ করে ‘নিউজ অ্যাকাডেমি’ নামের একটি ইউটিউব চ্যানেলে ৫ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। চ্যানেলটিতে সাবস্ক্রাইবার ১ লাখ ৮৬ হাজার। ভিডিওটি গত ২৬ ফেব্রুয়ারি ‘গণিত পরীক্ষা কঠিন হয়েছে তাই সুখবর, মাত্র ৯ পেলেই পাশ, আর ৫৫ পেলে A প্লাস’ শিরোনামে চ্যানেলটিতে পোস্ট করা হয়। এটি আজ শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮৫ হাজারবার দেখা হয়েছে।
ভিডিওটির শুরুতেই ইউটিউব চ্যানেলটির উপস্থাপক বলেন, চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষার্থীদের বহুনির্বাচনী অংশ খারাপ হওয়ায় তাদের অনুরোধে তিনি এই ভিডিও বানিয়েছেন। বহুনির্বাচনী অংশ খারাপ হওয়ায় কারও এ প্লাস মিস হচ্ছে, কারও আবার পাস করতেই কষ্ট হয়ে যাচ্ছে।
উপস্থাপক বলেন, ‘এসএসসি পরীক্ষা ২০২৪–এর গণিতে বহুনির্বাচনী আছে ৩০টি। এখানে পাস নম্বর হচ্ছে ১০। এটা তোমরা জানো। কিন্তু এ প্লাস পেতে হলে তোমাকে ২৫ থেকে ২৬ পেতে হবে। কিন্তু যাদের ১০টা বহুনির্বাচনী হয়নি বলে টেনশনে আছ, সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো। কারণ এক, দুই নম্বর গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়ার নির্দেশনা আছে বোর্ডের। তাই ৯টা বহুনির্বাচনী হলেই পাস হয়ে যাবে।’
একইভাবে তিনি সৃজনশীল অংশ নিয়েও আলোচনা করেন। এই অংশে ৫৫ পেলে এ প্লাস পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ প্লাস হতে হলে সৃজনশীল অংশে ৭০–এর মধ্যে কমপক্ষে ৫৫ পেতে হবে। অর্থাৎ ১০০ নম্বরের মধ্যে ৫৫ পেলেই এ প্লাস হবে না। বরং সৃজনশীল অংশে ৭০ এর মধ্যে কমপক্ষে ৫৫ পেতে হবে।’
তবে ভিডিওটির কোথাও তিনি কোনো সূত্র উল্লেখ করেননি।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় এসএসসি পরীক্ষার্থীরা গণিত পরীক্ষার বহুনির্বাচনী অংশ কঠিন হয়েছে দাবি করে বিভিন্ন পোস্ট দেন। তবে পরীক্ষার্থীদের এসব দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় পাস মার্ক নিয়ে কোনো নির্দেশনা দেয়নি।
ভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’ (Zee 24 Ghanta) একই তথ্যে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গণমাধ্যমটি একটি ছবি যুক্ত করেছে এবং জি ২৪ ঘণ্টার (Zee 24 Ghanta) ফেসবুক পেজেও ছবিটি প্রকাশ করা হয়। অর্থাৎ, ছবিটি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
৫ ঘণ্টা আগেএটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
১৪ ঘণ্টা আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৪ দিন আগে