Ajker Patrika

হাড়গোড়ের দৃশ্যসহ ভাইরাল ভিডিওটি ডিজিএফআইয়ের ‘আয়নাঘরের’ নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২২: ২৪
হাড়গোড়ের দৃশ্যসহ ভাইরাল ভিডিওটি ডিজিএফআইয়ের ‘আয়নাঘরের’ নয়

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের বন্দিশালা ‘আয়নাঘরে’ মানুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে সরকার পতনের পর আয়নাঘর থেকে বেশ কয়েকজন বন্দী মুক্তি পেয়েছেন। এমন প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি আয়নাঘরের ভেতরের দৃশ্য।

১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি টানেল সদৃশ জায়গায় অনেক হাড়গোড় পড়ে আছে। ‘মুহাম্মদ মোস্তাকিম’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বুধবার ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, ‘না জানি কত মায়ের সন্তান এখানে শেষ হয়েছে। আয়নাঘরের আন্ডারগ্রাউন্ড।’

আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান স্থানটি ‘আয়নাঘরের’ নয়। 

ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হুবহু ভিডিওটি পাওয়া যায়। চলতি বছরের গত ১৭ জুন ‘অ্যাকিলিস ডট বিসি (Achilles.bc)’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি সম্পর্কে টিকটক পোস্টটিতে বলা হয়, এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি টানেল। 

হাড়গোড় দেখা যাওয়া ভাইরাল ভিডিওটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত ‘দ্য ক্যাটাকম্বস অব প্যারিস’। ছবি: টিকটকএই সূত্রে পরবর্তী অনুসন্ধানে জানা যায়, স্থানটির নাম ‘দ্য ক্যাটাকম্বস অব প্যারিস’ বা ফরাসি ভাষায় এটি ‘ক্যাটাকম্বস দ্যা প্যারিস’ নামেও পরিচিত। ১৮ শতকের শেষদিকে ক্যাটাকম্বস অব প্যারিসের নির্মাণ শুরু হয়। এখানে ছয় মিলিয়নেরও বেশি মানুষের দেহাবশেষ রয়েছে। প্যারিসের প্রাচীন পাথরের খনিগুলোর মধ্যে সংযোগ প্রদানের উদ্দেশ্যে এবং একই সঙ্গে শহরের ওপর কবরস্থানের চাপ কমাতে মৃতদেহ সমাধিস্থ করতে এটি নির্মাণ করা হয়েছিল। 

আয়নাঘরের ছবি। ছবি: চ্যানেল ২৪ এর ওয়েবসাইট থেকেএ ছাড়া বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪–এর ওয়েবসাইটে আয়নাঘর থেকে বন্দীদের মুক্তি সম্পর্কিত একটি প্রতিবেদন থেকে আয়নাঘরের বেশ কিছু ছবিও পাওয়া যায়। ছবিগুলোর সঙ্গে ভাইরাল ভিডিওটির কোনো মিল পাওয়া যায়নি।

আরও পড়ুন: 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত