ফ্যাক্টচেক ডেস্ক
সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভদের ধসিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক লেবার নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দনও জানিয়েছেন। ঋষি সুনাকের এ পরাজয় ঘিরে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ থেকে তাঁর একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক গতকাল শনিবার (৬ জুলাই) ডেলিভারি ড্রাইভার হিসেবে তাঁর নতুন চাকরির মহড়া দিচ্ছিলেন। আগামীকাল সোমবার থেকে চাকরিতে যোগ দেবেন। ছবিটিতে ঋষি সুনাককে দুই হাতে ম্যাকডোনাল্ডসের দুটি ব্যাগ বহন করতে দেখা যাচ্ছে।
দেশের অন্যতম এটিএম সেবাদানকারী প্রতিষ্ঠান টেকনোমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ড. যশোদা জীবন দেবনাথ আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো কাজই অসম্মানের নয়। আমাদের সন্তানেরা উবার ফুড বা গ্রোসারি দোকানে কাজ করে যদি তাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করে সেটাও অনেক সম্মানের...।’
পোস্টটি সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৩০০ রিয়েকশন পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৩৭৪ বার। পোস্টের কমেন্টবক্সে অনেকেই ছবিটির সঙ্গে যুক্ত গল্পটি বিশ্বাস করেছেন। অবশ্য কেউ কেউ ছবির গল্প নিয়ে সন্দেহ করেছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভাইরাল ছবিটি পাওয়া যায়। সংবাদমাধ্যমটি গত ২ জুলাই ছবিটি টুইট করে ক্যাপশনে লিখেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাকিংহামশায়ারে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে যাত্রাবিরতি করেছেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার (৪ জুলাই)। নির্বাচনের ফলাফল গণনা শেষে লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারকে গত শুক্রবার (৫ জুলাই) প্রধানমন্ত্রী নিয়োগ দেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। অর্থাৎ, ঋষি সুনাকের ছবিটি তাঁর নির্বাচনে হারার আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
পরে আরও খুঁজে বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে একইদিনে ঋষি সুনাকের ভিন্ন আরেকটি ছবি পাওয়া যায়। ছবিটির বর্ণনায় রয়টার্স লিখেছে, ঋষি সুনাক ২ জুলাই কনজারভেটিভ পার্টির নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় ব্রিটেনের বাকিংহামশায়ারের বিকনফিল্ড সার্ভিস স্টেশনে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেট থেকে খাবার নিচ্ছেন।
একইদিনের আরও ছবি এবং একই বর্ণনা পাওয়া যায় আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আইরিশ নিউজে গত ২ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে।
এসব বর্ণনা থেকে এটি নিশ্চিত, নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক ডেলিভারি ম্যানের নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন দাবিতে ভাইরাল গল্পটি সঠিক নয়।
সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভদের ধসিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। পরাজয় মেনে নিয়ে প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক লেবার নেতা কিয়ের স্টারমারকে অভিনন্দনও জানিয়েছেন। ঋষি সুনাকের এ পরাজয় ঘিরে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ থেকে তাঁর একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক গতকাল শনিবার (৬ জুলাই) ডেলিভারি ড্রাইভার হিসেবে তাঁর নতুন চাকরির মহড়া দিচ্ছিলেন। আগামীকাল সোমবার থেকে চাকরিতে যোগ দেবেন। ছবিটিতে ঋষি সুনাককে দুই হাতে ম্যাকডোনাল্ডসের দুটি ব্যাগ বহন করতে দেখা যাচ্ছে।
দেশের অন্যতম এটিএম সেবাদানকারী প্রতিষ্ঠান টেকনোমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ড. যশোদা জীবন দেবনাথ আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো কাজই অসম্মানের নয়। আমাদের সন্তানেরা উবার ফুড বা গ্রোসারি দোকানে কাজ করে যদি তাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করে সেটাও অনেক সম্মানের...।’
পোস্টটি সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৩০০ রিয়েকশন পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৩৭৪ বার। পোস্টের কমেন্টবক্সে অনেকেই ছবিটির সঙ্গে যুক্ত গল্পটি বিশ্বাস করেছেন। অবশ্য কেউ কেউ ছবির গল্প নিয়ে সন্দেহ করেছেন।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভাইরাল ছবিটি পাওয়া যায়। সংবাদমাধ্যমটি গত ২ জুলাই ছবিটি টুইট করে ক্যাপশনে লিখেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাকিংহামশায়ারে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে যাত্রাবিরতি করেছেন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার (৪ জুলাই)। নির্বাচনের ফলাফল গণনা শেষে লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারকে গত শুক্রবার (৫ জুলাই) প্রধানমন্ত্রী নিয়োগ দেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। অর্থাৎ, ঋষি সুনাকের ছবিটি তাঁর নির্বাচনে হারার আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
পরে আরও খুঁজে বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে একইদিনে ঋষি সুনাকের ভিন্ন আরেকটি ছবি পাওয়া যায়। ছবিটির বর্ণনায় রয়টার্স লিখেছে, ঋষি সুনাক ২ জুলাই কনজারভেটিভ পার্টির নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় ব্রিটেনের বাকিংহামশায়ারের বিকনফিল্ড সার্ভিস স্টেশনে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেট থেকে খাবার নিচ্ছেন।
একইদিনের আরও ছবি এবং একই বর্ণনা পাওয়া যায় আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম আইরিশ নিউজে গত ২ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে।
এসব বর্ণনা থেকে এটি নিশ্চিত, নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক ডেলিভারি ম্যানের নতুন চাকরির প্রস্তুতি নিচ্ছেন দাবিতে ভাইরাল গল্পটি সঠিক নয়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৫ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
৯ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২২ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৩ দিন আগে