ফ্যাক্টচেক ডেস্ক
একটি বৃহৎ আকারের পাতিলে শুয়ে আছে একটি শিশু। মাথার নিচে একটি তোয়ালে, পাতিলে একটি ব্যাগও দেখা যাচ্ছে। আশপাশে মানুষজন পাতিলটি ঘিরে আছে—এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, শিশুটির পরিবারের সব সদস্য মারা গেছে। শুধু আধমরা অবস্থায় শিশুটি জড়সড় হয়ে আছে একটি পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবারসহ সবকিছু রাখা।
ফেসবুক পোস্টগুলোতে ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে কুমিল্লার বুড়িচংয়ের খারাতাইয়া এলাকা। ভারী বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে আসা ঢলের কারণে চলমান বন্যা পরিস্থিতিতে যে কটি জেলা বিপর্যস্ত তার মধ্যে কুমিল্লা একটি।
ফেসবুকে ভাইরাল পোস্টগুলোতে থাকা স্থানের সূত্র ধরে অনুসন্ধানে নাজমুল হাসান তপন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। আজ শুক্রবার বিকেল ৪টায় ওই অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই কি তবে অস্তিত্ব? খারাতাইয়া, বুড়িচং থেকে বলছি। ছবিটি আমি নিজে তুলেছি।’
নাজমুল হাসান তপনের দেওয়া পোস্টটি রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় দেড় হাজার শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে ২ হাজার। ছবিটির কমেন্টবক্সে সন্ধ্যা ৬টায় তপন লিখেছেন, ‘বাচ্চা এবং তার পরিবার এখন নিরাপদ ও সুস্থ আছেন।’ ৬টা ২৩ মিনিটে দেওয়া আরেকটি কমেন্টে তপন লিখেছেন, ‘কেউ গুজবে কান দেবেন না। বাচ্চা ও তার পরিবার সুস্থ আছে। ছবিটা আমার নিজ মোবাইলে আমি নিজে তুলেছি।’ কমেন্টটিতে ছবিটি যে তাঁর তোলা, সেটির প্রমাণ হিসেবে ছবির মেটা ডেটা শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, ছবিটি তিনি আজ বেলা ২টা ২৭ মিনিটে তুলেছেন।
পরে ছবিটি সম্পর্কে জানতে নাজমুল হাসান তপনের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী। আমার বাসা হচ্ছে কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর দক্ষিণ তীর। যেহেতু গোমতীর উত্তরে বন্যা হচ্ছে, আমরা সকালের দিকে ওদিকে উদ্ধার কাজে যাই। উদ্ধারকাজে পর্যাপ্তসংখ্যক মানুষ থাকায় আমরা পরে ত্রাণ নিয়ে কাজ শুরু করি। আমরা খাড়াতাইয়া নতুন বাজার ব্রিজের ওপরে ছিলাম। ওই সময় ট্রলারে করে বাচ্চাটা আসে। বাচ্চাটা তখন পাতিলে ছিল, সঙ্গে মা ছিল। আমি শতভাগ শিওর। আর সম্ভবত দাদি ছিল।’
তিনি আরও বলেন, ‘ট্রলার থেকে বাচ্চাটাকে নামিয়ে নতুন বাজার ব্রিজের ওপর রাখা হয়, তখন ওর মা পাশে লাগেজ রেখে যখন ওকে পাতিল থেকে কোলে নিতে যাবে, তখনই আমি ছবিটি তুলি। বাচ্চা ও তার পরিবার নিরাপদে এবং সুস্থ আছে।’
একটি বৃহৎ আকারের পাতিলে শুয়ে আছে একটি শিশু। মাথার নিচে একটি তোয়ালে, পাতিলে একটি ব্যাগও দেখা যাচ্ছে। আশপাশে মানুষজন পাতিলটি ঘিরে আছে—এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, শিশুটির পরিবারের সব সদস্য মারা গেছে। শুধু আধমরা অবস্থায় শিশুটি জড়সড় হয়ে আছে একটি পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবারসহ সবকিছু রাখা।
ফেসবুক পোস্টগুলোতে ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে কুমিল্লার বুড়িচংয়ের খারাতাইয়া এলাকা। ভারী বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে আসা ঢলের কারণে চলমান বন্যা পরিস্থিতিতে যে কটি জেলা বিপর্যস্ত তার মধ্যে কুমিল্লা একটি।
ফেসবুকে ভাইরাল পোস্টগুলোতে থাকা স্থানের সূত্র ধরে অনুসন্ধানে নাজমুল হাসান তপন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। আজ শুক্রবার বিকেল ৪টায় ওই অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই কি তবে অস্তিত্ব? খারাতাইয়া, বুড়িচং থেকে বলছি। ছবিটি আমি নিজে তুলেছি।’
নাজমুল হাসান তপনের দেওয়া পোস্টটি রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় দেড় হাজার শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে ২ হাজার। ছবিটির কমেন্টবক্সে সন্ধ্যা ৬টায় তপন লিখেছেন, ‘বাচ্চা এবং তার পরিবার এখন নিরাপদ ও সুস্থ আছেন।’ ৬টা ২৩ মিনিটে দেওয়া আরেকটি কমেন্টে তপন লিখেছেন, ‘কেউ গুজবে কান দেবেন না। বাচ্চা ও তার পরিবার সুস্থ আছে। ছবিটা আমার নিজ মোবাইলে আমি নিজে তুলেছি।’ কমেন্টটিতে ছবিটি যে তাঁর তোলা, সেটির প্রমাণ হিসেবে ছবির মেটা ডেটা শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, ছবিটি তিনি আজ বেলা ২টা ২৭ মিনিটে তুলেছেন।
পরে ছবিটি সম্পর্কে জানতে নাজমুল হাসান তপনের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী। আমার বাসা হচ্ছে কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর দক্ষিণ তীর। যেহেতু গোমতীর উত্তরে বন্যা হচ্ছে, আমরা সকালের দিকে ওদিকে উদ্ধার কাজে যাই। উদ্ধারকাজে পর্যাপ্তসংখ্যক মানুষ থাকায় আমরা পরে ত্রাণ নিয়ে কাজ শুরু করি। আমরা খাড়াতাইয়া নতুন বাজার ব্রিজের ওপরে ছিলাম। ওই সময় ট্রলারে করে বাচ্চাটা আসে। বাচ্চাটা তখন পাতিলে ছিল, সঙ্গে মা ছিল। আমি শতভাগ শিওর। আর সম্ভবত দাদি ছিল।’
তিনি আরও বলেন, ‘ট্রলার থেকে বাচ্চাটাকে নামিয়ে নতুন বাজার ব্রিজের ওপর রাখা হয়, তখন ওর মা পাশে লাগেজ রেখে যখন ওকে পাতিল থেকে কোলে নিতে যাবে, তখনই আমি ছবিটি তুলি। বাচ্চা ও তার পরিবার নিরাপদে এবং সুস্থ আছে।’
ভিডিওতে রাতের বেলা সাদা পাঞ্জাবি-টুপি পরা বিপুল সংখ্যক ব্যক্তিকে একটি প্যান্ডেল-মঞ্চের দিকে অগ্রসর হতে দেখা যায়। একপর্যায়ে তাদের মঞ্চে উঠে মেঝেতে আঘাত করতে এবং চেয়ার ভাঙচুর করতে দেখা যায়।
২ দিন আগেপুলিশের সামনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে—এই দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। একই ক্যাপশনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে একজন অর্ধনগ্ন ব্যক্তিকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই ভিডিও
৪ দিন আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে মারা গেছেন—এই দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি একই ক্যাপশনে বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কথিত ওই বিজ্ঞপ্তির ছবিতে পাকিস্তান সরকারের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ১০
৫ দিন আগে