ফ্যাক্টচেক ডেস্ক
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে। ভাঙা টিনের চালার নিচে কাদাপানির মধ্যে এক মা তাঁর শিশু সন্তানকে বুকে আগলে রেখেছেন— এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ছবিটি গতকাল সোমবার (২৮ মে) ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলাকালে ভোলার চরফ্যাশন থেকে তোলা হয়েছে।
ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আর কিছু নেই। আসুন চোখ বন্ধ করে একবার কল্পনা করি, আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে ও করে? আর আমি তার জন্য কী করছি।’
ছবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, সন্তানকে মায়ের বুকে আগলে রাখার ভাইরাল ছবিটি চলতি বছরের মার্চের শুরু থেকেই ইন্টারনেটে বিদ্যমান। গত ৫ মার্চ রিয়াজ খান আকাশ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। ৬ থেকে ৭ মার্চেও ছবিটি ফেসবুক, ইনস্টাগ্রামে পাওয়া যায়। অপরদিকে গত ২২ মে সাগরে সৃষ্ট লঘুচাপ পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৫ মে ঘূর্ণিঝড় রিমালে রূপ নেয়। অর্থাৎ ছবিটি ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
ছবিটির উৎস কী?
খালি চোখেই ভাইরাল ছবিটিতে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। যেমন, ছবিতে মায়ের পায়ে আঙুল ৬টি। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে এ ধরনের অসংগতি থাকে।
এসব অসংগতির কারণে ছবিটি এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখা হয়। এতে দেখা যায়, ছবিটি শতভাগ এআই দিয়ে তৈরি।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে। ভাঙা টিনের চালার নিচে কাদাপানির মধ্যে এক মা তাঁর শিশু সন্তানকে বুকে আগলে রেখেছেন— এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, ছবিটি গতকাল সোমবার (২৮ মে) ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলাকালে ভোলার চরফ্যাশন থেকে তোলা হয়েছে।
ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘পৃথিবীতে মায়ের বুকের চেয়ে নিরাপদ আর কিছু নেই। আসুন চোখ বন্ধ করে একবার কল্পনা করি, আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছে ও করে? আর আমি তার জন্য কী করছি।’
ছবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, সন্তানকে মায়ের বুকে আগলে রাখার ভাইরাল ছবিটি চলতি বছরের মার্চের শুরু থেকেই ইন্টারনেটে বিদ্যমান। গত ৫ মার্চ রিয়াজ খান আকাশ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। ৬ থেকে ৭ মার্চেও ছবিটি ফেসবুক, ইনস্টাগ্রামে পাওয়া যায়। অপরদিকে গত ২২ মে সাগরে সৃষ্ট লঘুচাপ পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৫ মে ঘূর্ণিঝড় রিমালে রূপ নেয়। অর্থাৎ ছবিটি ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আগে থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
ছবিটির উৎস কী?
খালি চোখেই ভাইরাল ছবিটিতে বেশ কিছু অসংগতি ধরা পড়ে। যেমন, ছবিতে মায়ের পায়ে আঙুল ৬টি। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে এ ধরনের অসংগতি থাকে।
এসব অসংগতির কারণে ছবিটি এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখা হয়। এতে দেখা যায়, ছবিটি শতভাগ এআই দিয়ে তৈরি।
বাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় ও জিযিয়া কর দিতে অস্বীকার করায় মুসলমানেরা পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
১০ ঘণ্টা আগেদুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্মমভাবে যুবলীগ নেতা-কর্মীদের মারধর করছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২ দিন আগেচাঁদা না দেওয়ায় দোকানিকে কয়েকজন মিলে মারধর—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দোকানে এক ব্যক্তিকে তিন–চার মিলে লাঠি দিয়ে বেধড়ক মারতে দেখা যায়।
৪ দিন আগেহাসপাতালের বিছানায় শুয়ে থাকা রোগীও মারামারিতে যোগ দিয়েছেন— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। একটি কক্ষে হাসপাতালের পেইনবেডের মতো দেখতে বিছানায় দুজনকে শুয়ে থাকতে দেখা যায়। একপর্যায়ে সেখানে হাতাতাতি লাগে।
৪ দিন আগে