Ajker Patrika

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে বঙ্গবন্ধু টানেল দাবিতে যুক্তরাষ্ট্রের টানেলের ছবি

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮: ২৭
Thumbnail image

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪ সালের অফিশিয়াল ডায়েরি বেরিয়েছে। ডায়েরিটির শেষ দুই পৃষ্ঠাজুড়ে ব্যবহার করা হয়েছে একটি টানেলের ছবি। দাবি করা হচ্ছে, এটি কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল।

চটগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক অধ্যাপক ড. এফ এম এনায়েত হোসেন আজকের পত্রিকার কাছে দাবি করেন, ‘এটি বঙ্গবন্ধু টানেলের ছবি। কমিটি ডায়েরিতে দেওয়ার জন্য যেটি নির্ধারণ করেছে, সেটিই দেওয়া হয়েছে।’

ড. এফ এম এনায়েত হোসেন ডায়েরিতে ব্যবহৃত ছবিটি সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক অসীম কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। অসীম কুমার ছবিটি বঙ্গবন্ধু টানেলের বলেই দাবি করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু টানেল আমি নিজে পরিদর্শন করেছি।’

কর্ণফুলী নদীর গর্ভে বঙ্গবন্ধু টানেল। ছবি: আজকের পত্রিকাডায়েরির জন্য আলাদা করে ছবি তোলা হয়নি বলে স্বীকার করেন তিনি। অসীম কুমার বলেন, তিনি নিজেই একটি পত্রিকার প্রতিবেদন থেকে ছবিটি নিয়েছেন। তাঁর দাবি, ‘আমি এটা নিশ্চিত হয়েই দিয়েছি। আমাদের কমিটি সেটা অনুমোদন করেছে। এটা ভালোভাবে দেখে করা হয়েছে।’ তবে কোন নিউজ পোর্টাল থেকে নেওয়া হয়েছে সেটি তিনি জানাতে পারেননি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডায়েরি ‘তথ্য নির্দেশিকা মুদ্রণ কমিটি’ নামে একটি কমিটির মাধ্যমে তৈরি করা হয়। ডায়েরির আকার-আকৃতি, গঠন, নকশা ও ছবি—এই কমিটিই নির্ধারণ করে দেয়। এ জন্য কমিটির আহ্বায়ক সাড়ে তিন হাজার টাকা এবং প্রতি সদস্য তিন হাজার টাকা করে সম্মানী পেয়ে থাকেন।  

ছবিটি কি বঙ্গবন্ধু টানেলের?
ডায়েরিতে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান স্কানস্কার ওয়েবসাইটে একই ধরনের টানেলের একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটটি থেকে জানা যায়, এটির নাম এলিজাবেথ রিভার টানেল (সাবেক মিডটাউন টানেল)। টানেলটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত।

ভার্জিনিয়ার পরিবহন বিভাগের সরকারি ওয়েবসাইটেও ছবিটিকে এলিজাবেথ রিভার টানেল হিসেবে উল্লেখ করা হয়েছে। ছবিগুলোর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে ব্যবহৃত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।

ভার্জিনিয়ার সরকারি ওয়েবসাইটে এলিজাবেথ রিভার টানেলের ছবি। ছবি: ভার্জিনিয়ার পরিবহন বিভাগঅপর দিকে গত বছরের ২৮ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারায় চালু হওয়া কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের ছবির সঙ্গে ডায়েরিতে ব্যবহৃত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়নি। এটিই বাংলাদেশের প্রথম এবং একমাত্র টানেল। দুই টানেলের মধ্যে গঠনগত পার্থক্য স্পষ্ট।

বঙ্গবন্ধু টানেলের প্রকৃত ছবির সঙ্গে দাবিকৃত ছবির তুলনা। ছবি: আজকের পত্রিকা ডায়েরিতে ব্যবহৃত ছবিটি সম্পর্কে অধিকতর যাচাইয়ের জন্য বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। তিনি ছবিটি দেখে বলেন, ‘ছবিটা বঙ্গবন্ধু টানেলের না। ওরা হয়তো ভুল করেছে।’ 

ডায়েরিতে ভুল ছবি ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই কমিটিতে ছিলাম না। বিষয়টি খতিয়ে দেখব।’

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টানেলের দাবিতে ব্যবহৃত ছবিটি দেশের মূলধারার দুটি ইংরেজি দৈনিকসহ একাধিক সংবাদমাধ্যমেও ব্যবহার করতে দেখা গেছে।

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আজকের পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিনহাজুল ইসলাম)

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত