Ajker Patrika

অভিনেতা ইয়াশ রোহান নিজেকে সমকামী ঘোষণা করেছেন! যা জানা গেল

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৬: ০৬
অভিনেতা ইয়াশ রোহান নিজেকে সমকামী ঘোষণা করেছেন! যা জানা গেল

সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি প্রণয়ধর্মী চলচ্চিত্র স্বপ্নজালের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। আলোচিত চলচ্চিত্র পরান, নেটওয়ার্কের বাইরে’র মতো জনপ্রিয় ওয়েব ফিল্মেও তিনি অভিনয় করেছেন। তাঁর ছবিযুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ইয়াশ রোহান নিজেকে সমকামী ঘোষণা করেছেন। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ দেওয়া আছে ৮ মার্চ।  

যমুনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটির উৎস অনুসন্ধানে দেখা যায়, ‘Context Kidhar Hain?’ নামের একটি ফেসবুক পেজ থেকে সম্ভবত ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়। ওই পেজ থেকে গতকাল শুক্রবার (৮ মার্চ) রাত ৯টা ৯ মিনিটে ফটোকার্ডটি পোস্ট করা হয়। তাতে বিস্তারিত প্রতিবেদনের কোনো লিংক পাওয়া যায়নি।

পরে ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ খুঁজে ভাইরাল ফটোকার্ডটির ন্যায় কোনো ফটোকার্ড পাওয়া যায়নিও। বরং ভাইরাল ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সঙ্গে যমুনা টিভির ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য দেখা যায়। যমুনা টিভির ওয়েবসাইটেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। পরে ফটোকার্ডটি থাকা শিরোনাম ধরে কি-ওয়ার্ড অনুসন্ধানে অন্য কোনো সংবাদ মাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

ইয়াশ রোহান নিজেকে সমকামী ঘোষণা করেছেন দাবিতে ভাইরাল যমুনা টিভির ফটোকার্ডটি বানোয়াট। ছবি: আজকের পত্রিকা কোলাজইয়াশ রোহানের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি নিজেকে সমকামী ঘোষণা করেছেন এমন কোনো তথ্য নেই।

পরে ফটোকার্ডটি সম্পর্কে আরও নিশ্চিত হতে যমুনা টেলিভিশনের বিনোদন বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক মারিয়া হোসেনের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘ভাইরাল ফটোকার্ডটি দেখেছি। এটা আমাদের করা না। কেউ হয়তো বানিয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত