Ajker Patrika

এই কান্নার দৃশ্য কি ভারতে রামমন্দির উদ্বোধনের সময়ের

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭: ৫১
Thumbnail image

ভারতের অযোধ্যায় গত ২২ জানুয়ারি উদ্বোধন করা হয় রামমন্দির। ভারতে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিক দল ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন ছিল এ রামমন্দির। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পর দীর্ঘদিন ধরেই এখানে রামমন্দির প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় ছিল। ওই দিনেই মন্দিরে রামলালা মূর্তি স্থাপন করা হয়। রামলালা হলো হিন্দু দেবতা রামের শৈশবের রূপ। 

এই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে রামলালার ছবির সঙ্গে ফেসবুকে চিত্রগ্রাহকের কান্নার একটি ছবি রিল ও পোস্ট আকারে ‘কাঁদতে কাঁদতে রামলালার ভিডিও করা এই ক্যামেরাম্যানের দৃশ্যটাই সব কিছু বুঝিয়ে দেয়’—শিরোনামে প্রচার করা হচ্ছে। 

আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, রামলালার মূর্তি স্থাপনের সঙ্গে চিত্রগ্রাহকের কান্নার ছবিটির কোনো সম্পর্ক নেই। 

ক্যামেরাম্যানের কান্নার ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন সূত্রে এএফসি এশিয়ান কাপের ফেসবুক পেজে ২০১৯ সালের ২৪ জানুয়ারি ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির বিস্তারিত বিবরণীতে লেখা রয়েছে, কাতারের বিরুদ্ধে রাউন্ড ১৬ এর ম্যাচ চলাকালে একজন ইরাকি চিত্রগ্রাহকের আবেগঘন মুহূর্ত। এই ম্যাচে কাতারের কাছে ইরাক ১-০ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকে বাদ পড়ে যায়।

চায়নিজ সংবাদমাধ্যম সিনা স্পোর্টসের ওয়েবসাইটেও ২০১৯ সালের ২৩ জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে রামলালার মূর্তি স্থাপনের সময় চিত্রগ্রাহকের কান্নার দাবিতে ভাইরাল ছবিগুলো খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ছবিগুলো সম্পর্কে বলা হয়েছে, ছবিতে থাকা কান্নারত চিত্রগ্রাহকটি ইরাকের নাগরিক। ছবিগুলো তোলা হয়েছে ২০১৯ সালের এশিয়ান কাপ থেকে।

২০১৯ সালে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপে কাতারের কাছে হেরে বাদ যায় ইরাক। তা দেখে কেঁদে ফেলেন দেশটির চিত্রগ্রাহক মোহাম্মদ আল-আজ্জাভী। ছবি: এএফসি এশিয়ান কাপ ফেসবুক একই বছরের ৬ ফেব্রুয়ারি ইরাকি সংবাদমাধ্যম আল ইরাকিয়ার ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল হওয়া এই চিত্রগ্রাহকের নাম মোহাম্মদ আল-আজ্জাভী। তিনি সংবাদমাধ্যমটিকে জানান, এশিয়ান কাপের রাউন্ড ১৬ এর ম্যাচে ইরাক হেরে যাচ্ছে জানতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

উল্লিখিত আলোচনা থেকে স্পষ্ট, কান্নারত চিত্রগ্রাহকের ভাইরাল ছবিটির সঙ্গে রামলালার মূর্তি স্থাপনের কোনো সম্পর্ক নেই। ভাইরাল ছবিটি ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপ ফুটবলের রাউন্ড ১৬ এর কাতার বনাম ইরাকের ম্যাচের। ওই ম্যাচে ইরাকের নিশ্চিত পরাজয় দেখে আবেগ ধরে রাখতে পারেননি দেশটির চিত্রগ্রাহক মোহাম্মদ আল-আজ্জাভী।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত