Ajker Patrika

বহুতল ভবন যেন গলে পড়ছে, প্যারিসে কি এমন বাড়ি আছে

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২৩: ৩০
Thumbnail image

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত অদ্ভুত এক ভবনের ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, ভবনটি এভাবেই ডিজাইন করা! ‘ঘর সাজানোর হরেক রকমের আইডিয়া Interior Design’ নামের ৫ লাখ সদস্যের একটি গ্রুপে ছবিটি এমন দাবিতেই গত ৯ জুলাই পোস্ট করা হয়েছে। পোস্টটির কমেন্টবক্সে মন্তব্য পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ভবনের ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। ফ্রান্স প্রবাসী কয়েকজন আবার কমেন্ট করেছেন, এত দিন ফ্রান্সে থেকেও এমন ভবন তাঁরা দেখেননি।

ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘দ্য মাইন্ড সার্কেল’ নামের একটি ওয়েবসাইটে একই ধরনের আরও বেশ কিছু ছবি পাওয়া যায়। ছবির ভবনটি সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, প্যারিসের পঞ্চম জর্জ অ্যাভিনিউতে অবস্থিত এই ভবন ‘মেল্টিং বিল্ডিং’ নামেও পরিচিত। ঘটনা বেশ আগের। প্রকৃতপক্ষে এটি একটি ম্যুরাল। ম্যুরালটি এমনভাবে তৈরি করা হয় যাতে দৃষ্টিভ্রম তৈরি  হয়। দেখে মনে হয় যেন, ভবনটি ঘন তরলের মতো গলে পড়ছে!

মেল্টিং বিল্ডিং-এর ওপরের আবরণটি ২০০৭ সালে ভবনটির সংস্কার কাজের সময় তৈরি করা হয়। ছবি: দ্য মাইন্ড সার্কেলম্যুরালটি পুরোনো একটি ভবন সংস্কারকাজের সময় বাইরের অস্থায়ী আবরণ হিসেবে ২০০৭ সালে তৈরি করা হয়। পিয়েরে দেলাভি নামে এক শিল্পী ভবনটির মূল কাঠামোর আদলে ম্যুরালটি তৈরি করেন এবং এটি পরে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে বড় ক্যানভাসে ছাপা হয়। সংস্কারকাজের সময় ক্যানভাসটি ভবনের সম্মুখভাগে রাখা হয়, এতে পুরো ভবন আড়াল হয়ে যায়। পিয়েরে দেলাভি ছবিগুলো এমনভাবে তৈরি করেছিলেন যে, দেখে মনে হয় যেন এটিই ভবনের মূল আকৃতি! 

ছবি ও ভিডিও হোস্টিং সার্ভিস ফ্লিকারের ওয়েবসাইটে ভবনটির আরেকটি ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ছবিটি ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি ‘ব্লু কেল্ট’ নামের একটি ফরাসি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়। ছবিটির বর্ণনায় বলা হয়, ফ্রান্সের প্যারিসে ৩৯ পঞ্চম জর্জ অ্যাভিনিউতে ভবনটি অবস্থিত। ভবনটির সংস্কারকাজের সময় এমন ম্যুরালে ঢেকে দেওয়া হয়েছিল। 

প্যারিসের ৩৯ পঞ্চম জর্জ অ্যাভিনিউতে ‘মেল্টিং বিল্ডিং’-এর প্রকৃত ছবি। ছবি: গুগল ম্যাপফ্লিকারে উল্লিখিত পরিচয়ের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভবনটির মূল ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল ছবির ভবনটির ছাদ, জানালা, রেলিংয়ের মিল পাওয়া যায়। এ ছাড়া ভবনটির সামনের রাস্তা, গাছ, পতাকার স্ট্যান্ড, আশপাশের ভবনগুলোরও মিল পাওয়া যায়। তবে এখানে ভবনটি স্বাভাবিক অন্যান্য ভবনের মতোই। ভাইরাল ছবির মতো ভবনটি গলে পড়ছে না!

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত