ফ্যাক্টচেক ডেস্ক
হামাস–ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কোকাকোলা, পেপসিসহ বিভিন্ন পণ্য বয়কটের ডাক পুরোনো খবর। বিশ্বের বিভিন্ন দেশে চলছে এসব পণ্য বয়কটের ক্যাম্পেইন। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কদিন ধরে কোমলপানীয় কোকাকোলা, পেপসি মুসলমানদের জন্য হারাম দাবিতে একটি তথ্য প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, পাকিস্তানের প্রথিতযশা ইসলামি চিন্তাবিদ শায়খুল ইসলাম মুফতি ত্বকী উসমানী এই ফতোয়া দিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৬ মে) ‘Boycutt Indian Products’ নামের প্রায় এক লাখ সদস্যের ফেসবুক গ্রুপে এমন তথ্য সংবলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটি পোস্ট করা হয় ‘ভালোবাসা বৃষ্টির গহীনে’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। গত এপ্রিলেও একই তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। ‘আব্দুল্লাহ ইয়াকুব’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১১ এপ্রিল মুফতি ত্বকী উসমানীর ছবি ব্যবহার করে কথিত ফতোয়াটি পোস্ট করা হয়। পোস্টটি আজ শনিবার (১৮ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৮০০ শেয়ার হয়েছে। একই ফতোয়া এপ্রিলে উর্দু ভাষাতেও ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হয়েছে।
মুফতি ত্বকী উসমানী কি এমন ফতোয়া দিয়েছেন?
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ‘Urdu News India’ নামের একটি ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে গত ১১ এপ্রিল পোস্ট করা ভিডিওতে ফতোয়াটি উল্লেখ করা হয়। তবে সূত্র হিসেবে দেখানো হয় উর্দুতে লেখা একটি ফটোকার্ড। কোনো সংবাদমাধ্যমে মুফতি ত্বকী উসমানীর ‘পেপসি, কোকাকোলা মুসলমানদের জন্য হারাম’ ফতোয়া দেওয়ার তথ্য পাওয়া যায়নি। স্বভাবতই ত্বকী উসমানীর মতো প্রথিতযশা কোনো আলেম এমন ফতোয়া দিয়ে থাকলে তা সংবাদমাধ্যমে প্রতিবেদন হতো।
‘QAFILA E HAQ’ নামের ইউটিউব চ্যানেলে গত ৯ এপ্রিল এ প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে মুফতি ত্বকী উসমানীর এমন ফতোয়া দেওয়ার সত্যা–সত্য যাচাইয়ের চেষ্টা করা হয়েছে। তারাও বলেছে, দাবিটির পক্ষে সত্যতা মেলেনি।
মুফতি ত্বকী ওসমানীর অফিশিয়াল ওয়েবসাইটের ফতোয়া বিভাগে খুঁজেও এমন কোনো ফতোয়া পাওয়া যায়নি। এই ওয়েবসাইটে ত্বকী ওসমানীর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের লিংক দেওয়া রয়েছে।
অ্যাকাউন্টটিতে গত ১৩ এপ্রিল পোস্ট করা একটি টুইট পাওয়া যায়। উর্দু ভাষায় দেওয়া টুইটটিতে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় মুফতি ত্বকী উসমানীকে উদ্ধৃত করে বিভিন্ন বিষয় শেয়ার করা হচ্ছে। এগুলো সরাসরি আমার টুইটার অ্যাকাউন্ট অথবা আমার ওয়েবসাইট অথবা দারুল উলুমের ফতোয়া বিভাগ থেকে আমার আনুষ্ঠানিক বিবৃতি থেকে নেওয়া হয়নি। যদি কোনো বিবৃতিতে ত্বকী উসমানীর স্বাক্ষর না থাকে, তাহলে সেটি ‘ভুয়া’ হিসেবে ধরে নিতে হবে। অনেকে পয়সা কামানোর জন্য এগুলো করছে।
এই টুইটের বরাত দিয়ে ‘QAFILA E HAQ’ ইউটিউব চ্যানেলটি একই দিনে একটি ভিডিও পোস্ট করে জানায়, পেপসি, কোকাকোলা মুসলমানদের জন্য হারাম ঘোষণার কোনো ফতোয়া মুফতি ত্বকী উসমানী দেননি।
মুফতি ত্বকী উসমানী ‘পেপসি, কোকাকোলা মুসলমানদের জন্য হারাম’ ফতোয়া দিয়েছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড প্রচারের সময় এবং ত্বকী উসমানীর টুইটটির সময় থেকে এটি প্রতীয়মান হয় যে, ভাইরাল ফতোয়াটি ভিত্তিহীন।
পেপসি, কোকাকোলা কী হারাম?
এমন প্রশ্নে ভারতের দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে বলা হয়, যদি এসব পানীয়তে কোনো হারাম বস্তু না থাকে তাহলে এগুলো পান করা, ক্রয়–বিক্রয় করা বৈধ।
হামাস–ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কোকাকোলা, পেপসিসহ বিভিন্ন পণ্য বয়কটের ডাক পুরোনো খবর। বিশ্বের বিভিন্ন দেশে চলছে এসব পণ্য বয়কটের ক্যাম্পেইন। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কদিন ধরে কোমলপানীয় কোকাকোলা, পেপসি মুসলমানদের জন্য হারাম দাবিতে একটি তথ্য প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, পাকিস্তানের প্রথিতযশা ইসলামি চিন্তাবিদ শায়খুল ইসলাম মুফতি ত্বকী উসমানী এই ফতোয়া দিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৬ মে) ‘Boycutt Indian Products’ নামের প্রায় এক লাখ সদস্যের ফেসবুক গ্রুপে এমন তথ্য সংবলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটি পোস্ট করা হয় ‘ভালোবাসা বৃষ্টির গহীনে’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। গত এপ্রিলেও একই তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। ‘আব্দুল্লাহ ইয়াকুব’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১১ এপ্রিল মুফতি ত্বকী উসমানীর ছবি ব্যবহার করে কথিত ফতোয়াটি পোস্ট করা হয়। পোস্টটি আজ শনিবার (১৮ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৮০০ শেয়ার হয়েছে। একই ফতোয়া এপ্রিলে উর্দু ভাষাতেও ফেসবুক ও ইউটিউবে প্রচারিত হয়েছে।
মুফতি ত্বকী উসমানী কি এমন ফতোয়া দিয়েছেন?
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ‘Urdu News India’ নামের একটি ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে গত ১১ এপ্রিল পোস্ট করা ভিডিওতে ফতোয়াটি উল্লেখ করা হয়। তবে সূত্র হিসেবে দেখানো হয় উর্দুতে লেখা একটি ফটোকার্ড। কোনো সংবাদমাধ্যমে মুফতি ত্বকী উসমানীর ‘পেপসি, কোকাকোলা মুসলমানদের জন্য হারাম’ ফতোয়া দেওয়ার তথ্য পাওয়া যায়নি। স্বভাবতই ত্বকী উসমানীর মতো প্রথিতযশা কোনো আলেম এমন ফতোয়া দিয়ে থাকলে তা সংবাদমাধ্যমে প্রতিবেদন হতো।
‘QAFILA E HAQ’ নামের ইউটিউব চ্যানেলে গত ৯ এপ্রিল এ প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে মুফতি ত্বকী উসমানীর এমন ফতোয়া দেওয়ার সত্যা–সত্য যাচাইয়ের চেষ্টা করা হয়েছে। তারাও বলেছে, দাবিটির পক্ষে সত্যতা মেলেনি।
মুফতি ত্বকী ওসমানীর অফিশিয়াল ওয়েবসাইটের ফতোয়া বিভাগে খুঁজেও এমন কোনো ফতোয়া পাওয়া যায়নি। এই ওয়েবসাইটে ত্বকী ওসমানীর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের লিংক দেওয়া রয়েছে।
অ্যাকাউন্টটিতে গত ১৩ এপ্রিল পোস্ট করা একটি টুইট পাওয়া যায়। উর্দু ভাষায় দেওয়া টুইটটিতে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় মুফতি ত্বকী উসমানীকে উদ্ধৃত করে বিভিন্ন বিষয় শেয়ার করা হচ্ছে। এগুলো সরাসরি আমার টুইটার অ্যাকাউন্ট অথবা আমার ওয়েবসাইট অথবা দারুল উলুমের ফতোয়া বিভাগ থেকে আমার আনুষ্ঠানিক বিবৃতি থেকে নেওয়া হয়নি। যদি কোনো বিবৃতিতে ত্বকী উসমানীর স্বাক্ষর না থাকে, তাহলে সেটি ‘ভুয়া’ হিসেবে ধরে নিতে হবে। অনেকে পয়সা কামানোর জন্য এগুলো করছে।
এই টুইটের বরাত দিয়ে ‘QAFILA E HAQ’ ইউটিউব চ্যানেলটি একই দিনে একটি ভিডিও পোস্ট করে জানায়, পেপসি, কোকাকোলা মুসলমানদের জন্য হারাম ঘোষণার কোনো ফতোয়া মুফতি ত্বকী উসমানী দেননি।
মুফতি ত্বকী উসমানী ‘পেপসি, কোকাকোলা মুসলমানদের জন্য হারাম’ ফতোয়া দিয়েছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড প্রচারের সময় এবং ত্বকী উসমানীর টুইটটির সময় থেকে এটি প্রতীয়মান হয় যে, ভাইরাল ফতোয়াটি ভিত্তিহীন।
পেপসি, কোকাকোলা কী হারাম?
এমন প্রশ্নে ভারতের দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে বলা হয়, যদি এসব পানীয়তে কোনো হারাম বস্তু না থাকে তাহলে এগুলো পান করা, ক্রয়–বিক্রয় করা বৈধ।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
১৩ আগস্ট ২০২৫গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫