ফ্যাক্টচেক ডেস্ক
সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের 'ভিক্টরি সাইন' প্রদর্শন করা একটি ছবি পোস্ট করে সম্প্রতি ফেসবুকে দাবি করা হচ্ছে, এটি তাঁর দেশ ছাড়ার মুহূর্তের ছবি।
ছবিটি উড়োজাহাজের চেয়ারে বসে তোলা। ফলে এটি যে সম্প্রতি মুরাদের কানাডায় পাড়ি দেওয়ার সময়ে তোলা, সেই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে সহজেই।
ফ্যাক্টচেক
মুরাদ হাসানের বিজয় অঙ্গুলি নির্দেশক যে ছবি ভাইরাল হয়েছে, সেটি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে গত ১৬ নভেম্বর পোস্ট করা হয়।
এই ছবিতে সাবেক এই প্রতিমন্ত্রীর পরনে কালো জ্যাকেট ও মাথায় 'এমভি' লেখা ক্যাপ রয়েছে।
মুরাদ হাসানের বিদেশযাত্রার সময়ের আরও একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে এসেছে। ওই ছবিতে মুরাদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। কালো ব্লেজার ও কালো ক্যাপ পরা মুরাদের ছবিটি কে তুলেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। কিছু সংবাদমাধ্যম 'সংগৃহীত' উল্লেখ করে ছবিটি প্রকাশ করেছে।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত টক শো ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁসের পর প্রবল বিতর্কের মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৭ ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান।
গত শুক্রবার রাতে দেশ ছেড়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
সিদ্ধান্ত
উড়োজাহাজে বসে ভিক্টরি সাইন দেখানো যে ছবি মুরাদ হাসানের দেশ ছাড়ার সময়ের দাবিতে ভাইরাল হয়েছে, সেটি মূলত আগের ছবি। গত ১৬ নভেম্বর মুরাদ হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করা হয়।
সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের 'ভিক্টরি সাইন' প্রদর্শন করা একটি ছবি পোস্ট করে সম্প্রতি ফেসবুকে দাবি করা হচ্ছে, এটি তাঁর দেশ ছাড়ার মুহূর্তের ছবি।
ছবিটি উড়োজাহাজের চেয়ারে বসে তোলা। ফলে এটি যে সম্প্রতি মুরাদের কানাডায় পাড়ি দেওয়ার সময়ে তোলা, সেই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে সহজেই।
ফ্যাক্টচেক
মুরাদ হাসানের বিজয় অঙ্গুলি নির্দেশক যে ছবি ভাইরাল হয়েছে, সেটি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে গত ১৬ নভেম্বর পোস্ট করা হয়।
এই ছবিতে সাবেক এই প্রতিমন্ত্রীর পরনে কালো জ্যাকেট ও মাথায় 'এমভি' লেখা ক্যাপ রয়েছে।
মুরাদ হাসানের বিদেশযাত্রার সময়ের আরও একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে এসেছে। ওই ছবিতে মুরাদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। কালো ব্লেজার ও কালো ক্যাপ পরা মুরাদের ছবিটি কে তুলেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। কিছু সংবাদমাধ্যম 'সংগৃহীত' উল্লেখ করে ছবিটি প্রকাশ করেছে।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত টক শো ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁসের পর প্রবল বিতর্কের মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৭ ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান।
গত শুক্রবার রাতে দেশ ছেড়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
সিদ্ধান্ত
উড়োজাহাজে বসে ভিক্টরি সাইন দেখানো যে ছবি মুরাদ হাসানের দেশ ছাড়ার সময়ের দাবিতে ভাইরাল হয়েছে, সেটি মূলত আগের ছবি। গত ১৬ নভেম্বর মুরাদ হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করা হয়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
৭ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
২৪ দিন আগেপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৫ দিন আগে